কতোদিন পর্যন্ত আশা-স্বপ্নরা
জীবনের মোড়ে মোড়ে মানুষের সংগী হয়?
কোন বয়সে চাওয়ার বদলে পাওয়া না হলে,
বিষাদের কালো যন্ত্রণা জাপটে ধরে
পেটাতে থাকে প্রতি মুহূর্তে?
আবার পাওয়ার পরে আর কোনো
চাওয়ার জন্ম হয়না,
সে জীবনের কোন সময়ে?
অনেক অনেক ভাবে ভেবে দেখেছি
মানুষের আয়ূ আদতে আগুণের মতো।
শৈল্পিক এবং বিভৎস।
কাব্যিকতা থেকে একটু দূরত্ত্বে
চলে এসে ইতিহাসের কাছে বসলে দেখা যায়;
একশত কুড়ি বছর পর্যন্ত বেঁচে থেকেছিলো হোমো সেপিয়েনস।
আচ্ছা ততোকাল কি এসব স্বপ্ন-
আশা-চাওয়া-পাওয়ার ডাল-পালা বিস্তৃত থাকে?
অন্যদিকে আবেগের সর্বোৎকৃষ্ট প্রকাশের নাম প্রেম।
ক’জনই বা বুঝেছে কিংবা জেনেছে প্রেম কি!
প্রেম পাওয়ার কিংবা চাওয়ার জন্য নির্ধারিত কোনো সময় কি আছে?
শুধু জেনেছি এটুকু,
চাইলেও মেলেনা,
আবার না চেয়েও পাওয়া হয়ে যায়।
কি অদ্ভূত!
কেবল আদিকাল থেকে একই রকম উত্তর দিয়েই যাচ্ছে আগুণ।
দাউদাউ করে জ্বলে ওঠে।
কখনো মোমের স্নিগ্ধ আলোয়,
কখনো বিদ্যুত,
কখনো সূর্য,
কখনো উনুন।
এতো শুদ্ধ শৈল্পিকতা মানুষের মধ্যে কই?
হ্যামিল্টন, কানাডা
২১ জানুয়ারি, ২০১৫ ইং।
৩১টি মন্তব্য
রাইসুল জজ্
এতো শুদ্ধ শৈল্পিকতা মানুষের মধ্যে কই? (y)
নীলাঞ্জনা নীলা
কোথাও নেই ………
খেয়ালী মেয়ে
দারুন লিখেছেন (y)
যে প্রশ্নগুলো এই কবিতার মাঝে পেলাম তার কোনটার ই বোধ হয় নির্দিষ্ট কোন উত্তর কারো জানা নেই—একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর মেলে বিভিন্ন জনের কাছে…
নীলাঞ্জনা নীলা
বাহ! বেশ বলেছেন……… খেয়ালী মেয়ে
ব্লগার সজীব
লেখা একটু কঠিন হলেই আমি ইছু বুঝিনা। আ।মি এমন কেনো?
নীলাঞ্জনা নীলা
আমিও তাই…… তবে এই লেখাটি কি কঠিন? আগুনের সাথে মানুষকে মেলানো।
আবু জাকারিয়া
“অনেক অনেক ভাবে ভেবে দেখেছি
মানুষের আয়ূ আদতে আগুণের মতো।
শৈল্পিক এবং বিভৎস।” এই অংশটা বেশি ভাল লেগেছে।
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ ……… জাকারিয়া
প্রহেলিকা
অসাধারণ বোধের একটি লেখা, লেখা পড়লেই বোঝা যায় আপনার চিন্তার গভীরতা কতটুকু। শুনেছি পুড়ে পুড়ে সিদ্ধ হওয়া যায় তবে শুদ্ধ কিভাবে হওয়া যায় তা জানা নেই কারণ আমিও যে মানুষ। আজকাল মানুষের মাঝে শৈল্পিকতা কই আর দেখা যায় তার চেয়ে ভালো হতো যদি আদিম হয়েই থাকতে পারতাম, আবার প্রশ্ন জাগে আদিমরা কি শৈল্পিক ছিলো?
এতো প্রশ্নের জবাব মিলবে না জানি।
অনেক অনেক অভিনন্দন আপনাকে এমন একটি সুন্দর লেখা পড়ার সুযোগ করে দেয়ার জন্য।
নীলাঞ্জনা নীলা
শৈল্পিক ছিলো না,তবে এখনকার মানুষের মতও না।ধন্যবাদ আপনাকে……প্রহেলিকা
নীলাঞ্জনা নীলা
আদিমরা অভিনয় জানতো না।আবার আদিমরাই শিল্পকলার জন্ম দিয়েছে।
ছারপোকা
আগুনের শৈল্পিকতার সাথে কি মানুষের শৈল্পিকতা গুলো তুলনা করছেন আপু ?আগুনের নিজস্ব ধর্ম যেটা সে সেটা খুব যত্ন সহকারে করেই কিন্তু মানুষের মাঝে কিন্তু তেমন টা হয় না ।
পাওয়ার পর আর চাওয়ার জন্ম হয় না এটা মানতে পারলাম না ।মানুষের চাহিদার কোন শেষ নাই ।পাওয়ার পর ও চাহিদাগুলো থেকে যায় ।
চাওয়া পাওয়ার নির্ধারিত কোনো সময় থাকে না আপু ।
নীলাঞ্জনা নীলা
ছারপোকা,আমার কথাটা আসলে সেটা নয়……জানতে চেয়েছি জীবনে কোন সময়ে আর পাওয়ার চিন্তা থাকেনা…… ..তবে নার্সিং এ থেকে কিছুটা বুঝেছি…… ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
ইদানিং আপনার লেখা নূতন মাত্রা পাচ্ছে! ঘটনা বোধগম্য নহে।
“শুধু জেনেছি এটুকু,
চাইলেও মেলেনা,
আবার না চেয়েও পাওয়া হয়ে যায়।”
এই আমরা যেমন না চাইতেই পাচ্ছি।
নীলাঞ্জনা নীলা
আসলে সেদিন আমার বান্ধবী বললো… জীবনে সব কিছুই একটা নির্দিষ্ট সময় থাকে… সে প্রেম,চাওয়া পাওয়া যা কিছুই হোকনা কেনো,রান্না করছিলাম আর কথা গুলো শুনছিলাম…..ব্যাস হয়ে গেলো আগুন আর মানুষের সম্মিলন 🙂
শুন্য শুন্যালয়
নিজের মধ্যেই কনট্রাডিকশন খেলা করছে আপু? মানুষের রূপ যে আগুনের চাইতেও শৈল্পিক, এক মুহুর্তেই হয়ে যেতে পারে মোমের স্নিগ্ধ আলো থেকে উনুন।
পাবার সমাপ্তি থাকলেও চাইবার নেই। শেষ মুহুর্ত পর্যন্ত হয়তো এটাই জানতে চাওয়া থাকবে ভালো ছিলাম কি? আবার ফিরে আসবো কি?
আপু কেমন করে এতো গভীর করে ভাবেন, লেখেনই বা কেমন করে?
নীলাঞ্জনা নীলা
কন্ট্রাডিকশনতো আছেই…… কিন্তু কথাগুলো কি ভুল? আসলে নাভেবেই লিখি……মন যখন যা চায়…
ধন্যবাদ ……… শুন্য শুন্যালয়
রিমি রুম্মান
আবৃত্তি করলাম। পড়লাম দু’বার। এমন লেখাগুলো কেন যেন আবৃত্তি করে করে পড়তে ভাল লাগে। শুভকামনা রইলো।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ …… রিমি রুম্মান… অনুপ্রাণিত হলাম
স্বপ্ন নীলা
অতি সুন্দর হয়েছে—- শুভকামনা রইল
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ স্বপ্ন নীলা…… আপনার জন্যও নিরন্তর শুভ কামনা।
খসড়া
চমৎকার লিখেছেন।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ………… খসড়া -{@
বনলতা সেন
এত ভাল ভাল না। কম কম ভাল হলে আমরা অনেক অনেক পাব।
নীলাঞ্জনা নীলা
ভালো আর কি দিতে পেরেছি?……… ধন্যবাদ বনলতা
জিসান শা ইকরাম
আমার কথাটাই ছাইরাছ হেলাল বলে দিয়েছেন।
ইদানিং লেখায় নিজকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতায় নেমেছে মনে হয় নীলাঞ্জনা নীলা।
তার পূর্বের লেখার সাথে নতুন লেখার প্রতিযোগিতা।
শুভ কামনা।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে………
সীমান্ত উন্মাদ
শুধু জেনেছি এটুকু,
চাইলেও মেলেনা,
আবার না চেয়েও পাওয়া হয়ে যায়। এটা কেন হয়,এর উত্তর আমি খুঁজছি অনেকদিন থেকে। আপু আপনি কি জানেন এটা কেন হয়।
কবিতায় অনেক অনেক ভালোলাগা এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য।
নীলাঞ্জনা নীলা
আমিও জানিনা এর উত্তর। ধন্যবাদ আপনাকে……
শিশির কনা
মানুষ আর আগুনের তুলনাটি ভালো লেগেছে আপু।
নীলাঞ্জনা নীলা
আপনার ভালো লাগাতে পেরেছি জেনে আমারো ভালো লাগছে।ধন্যবাদ… শিশির কণা