সৃষ্টি

ভোরের শিশির ২১ জানুয়ারি ২০১৫, বুধবার, ১০:৪৩:২১অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

মিটমিট করে জ্বলত থাকা সুদূরের কোন এক সূর্যের বুকে আজ ঘুনে ধরেছে।
ইট পাটকেলের মতো ভগ্নাংশগুলো এদিক সেদিক ছোটাছুটি বাদ দিয়ে এখন এক হতে চায় গোড়ায়,
সুদূরের সেই মিটমিটে সূর্যের জেগে থাকা চাঁদ আজ বিচ্ছিন্নভাবে ঝুলছে রাহুগ্রস্থ কপালকুন্ডলার মতো।
টিকটিক করে সময় জানান দিচ্ছে সেই সূর্যকে-ফিনিক্স হওয়ার সময় ঘনিয়েছে।
তারপর?
তীব্র আবেগে সেই মিটমিটে সূর্য তার স্বত্বার সবকিছুকে এক লহমায় টেনে নিয়ে উগরে দেয় অস্তিত্বের শেষ বিন্দুটিকেও।
চাঁদকে চেনা যায় না,
এক আলোক ফোয়ারায় পরিণত ইট পাটকেলের খন্ডগুলো এখন মূল্যবান মিহিকণাতে ছুটছে ফিনিক্সের অগ্নিবাহু হয়ে,
সেই মিটমিটে সূর্য হারিয়েছে আমাকে জন্ম দিতে গিয়ে; মিশে গিয়েছে অস্তিত্বহীন অস্তিত্বের মাঝে।

৫০০জন ৫০০জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ