মেঘের ওপরে মেঘ
হতচ্ছাড়া আবেগ।
ইচ্ছে হচ্ছে দহন
তবু মন ভরা ফাগুণ।
কান্না কোথায় কান্না?
কোথাও খুঁজে পাচ্ছিনা।
তোমার-আমার সমাপ্তিতে…….
কবিতা গেলো সমাধিতে।
আরেকটি মোড় ঘুরলেই, আর যাবেনা দেখা অন্য মোড়।
আরেকবার সোজা পথের শেষ মাথায় দাঁড়িয়ে চাইলেও শুরুতে আর যাবেনা ফেরা।
স্মৃতি জন্ম দেয়া সহজ বড়ো অতীত থাকলেই হলো।
নি:শ্বাস স্মৃতি হতে পারেনা যে! তাই আমি হাসবো, জল ঝড়াবো।
শুধু তোমায় আমার দীর্ঘশ্বাস দেবো আর তোমার সংগী হবে আফসোস।
একাকীত্বকে যখন অভ্যেসে নিয়ে আসা হয়,
তখন আর কোনো যন্ত্রণাময় অনুভূতি ক্ষত-বিক্ষত করতে পারেনা…
** পথে হেটে হেটে কত কিছু ভাবি আমরা।এসব পথের ভাবনা 🙂
৩৪টি মন্তব্য
অরণ্য
আমার কাছে মুচকি হাসির লাইন –
“তোমার-আমার সমাপ্তিতে…….
কবিতা গেলো সমাধিতে।”
আবার খুবই চিন্তাযুক্ত বা ভয়ানক লাইন –
“একাকীত্বকে যখন অভ্যেসে নিয়ে আসা হয়,
তখন আর কোনো যন্ত্রণাময় অনুভূতি ক্ষত-বিক্ষত করতে পারেনা…”
ভাল লিখেছেন। (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ অরণ্য সুন্দর মন্তব্য করতে পারেন আপনি -{@
ছাইরাছ হেলাল
পথিকের হাঁটা পথে ফেলে আসা ভাবনাই তার সম্বল,পাথেয় ও,একাকীত্বের
যন্ত্রণাহীন ভুবনে ।
নীলাঞ্জনা নীলা
আপনার মন্তব্যই যেন একটি কাব্য -{@
মারজানা ফেরদৌস রুবা
চলার পথের ভাবনাগুলো এমনই হয়। কোথা থেকে শুরু, কোথায় তার শেষ।
“মেঘের ওপর মেঘ
হতচ্ছাড়া আবেগ”……সুন্দর!!
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ মারজানা রুবা…… -{@
খেয়ালী মেয়ে
প্রতিটা লাইন অসাধারন (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ……… খেয়ালী মেয়ে -{@
সীমান্ত উন্মাদ
একাকীত্বকে যখন অভ্যেসে নিয়ে আসা হয়,
তখন আর কোনো যন্ত্রণাময় অনুভূতি ক্ষত-বিক্ষত করতে পারেনা…এই লাইন দুইটা বেশি ভালোলাগছে আপু। শুভকামনা নিরন্তর।
নীলাঞ্জনা নীলা
এটি আমার বেলায় সত্যি,সবার বেলায় নয় হয়ত।
মেহেরী তাজ
আপু কিছু কিছু মানুষের লেখা দেখলে আমি ছটফটায়ে *বিস্তারিত * তে ক্লিক করি। তাদের মধ্যে আপনি একজন।
আজ ও ব্যতিক্রম হয় নি।
আপনার লেখার জন্য সব সময় অনেক গুলা *লাইক*।
আজকের টার জন্যও। 🙂
নীলাঞ্জনা নীলা
অনেক অনেক ধন্যবাদ……… মেহেরী তাজ -{@
স্বপ্ন নীলা
অসাধারণ, অসাধারণ
ভাল থাকবেন আপু
শুভকামনা রইল
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ধন্যবাদ ………স্বপ্ন নীলা -{@
হৃদয়ের স্পন্দন
বলার ভাষা হারিয়েছি তবু বলতে
আরেকটি মোড় ঘুরলেই, আর
যাবেনা দেখা অন্য মোড়।
আরেকবার সোজা পথের শেষ মাথায়
দাঁড়িয়ে চাইলেও শুরুতে আর
যাবেনা ফেরা।
ফেরা হয়নি আমার
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ……… হৃদয়ের স্পন্দন -{@
সাইদ মিলটন
সুন্দর সুন্দর
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ …………… সাইদ মিলটন -{@
শুন্য শুন্যালয়
স্মৃতি জন্ম দেয়া সহজ বড়ো অতীত থাকলেই হলো। তাই কি আপু? এতো খুঁজতে কেনো হয়?
এক একটা লাইন সব এলোমেলো করে দেয়ার মতো। পথে পথে এমন ভাবনা?
“তোমার কিসের এতো তাড়া? রাস্তা পার হবে সাবধানে…………………”
নীলাঞ্জনা নীলা
“তোমার কিসের এতো তাড়া? রাস্তা পার হবে সাবধানে…………………” 🙂 ধন্যবাদ শুন্য শুন্যালয় -{@
ব্লগার সজীব
পথে পথে কত কিছু ভাবি আমরা।আপনার ভাবনা প্রকাশটা খুবই সুন্দর।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ…… সজীব -{@
বনলতা সেন
আপনার পথে শুধুই বিষণ্ণতার গড়াগড়ি ।
নীলাঞ্জনা নীলা
কি করবো ………বনলতা সেন?এসে যায় যে…… ধন্যবাদ আপনাকে -{@
Abu jakaria
ভাল লাগল। আরো লিখবেন
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে।সোনেলায় আছি আমি 🙂 -{@
লীলাবতী
আপু ছবিটার দিকে তাকিয়েই আছি।আর পড়ছি আপনার লেখা।মনে হচ্ছে আমিই হেঁটে যাচ্ছি 🙂
নীলাঞ্জনা নীলা
হয়ত আপনিই…… কে জানে 🙂 ধন্যবাদ আপনাকে লীলাবতী -{@
ছারপোকা
আপনার ভাবনার জগত্ টা বিশাল বুঝাই যাচ্ছে ।
একাকীত্বকে যখন
অভ্যেসে নিয়ে আসা হয়,
তখন আর কোনো যন্ত্রণাময়
অনুভূতি ক্ষত-বিক্ষত
করতে পারেনা…
ভাল লেগেছে ।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে……নামের আকাল চলছে দেশে 😀
জিসান শা ইকরাম
একাকীত্বকে যখন অভ্যেসে নিয়ে আসা হয়,
তখন আর কোনো যন্ত্রণাময় অনুভূতি ক্ষত-বিক্ষত করতে পারেনা… এটি আমারও ভাবনা।
নীলাঞ্জনা নীলা
ভাবনা এক তো হবেই 🙂
প্রজন্ম ৭১
চলার পথে কত কিছু ভাবি আমরা,তবে আপনার মত গুছিয়ে লিখতে পারিনা 🙂 -{@
নীলাঞ্জনা নীলা
আমিও বা কি এমন গুছিয়ে লেখি !! 🙂