প্রতিরাতে ঘুমাবার আগে অগোছালো টেবিলটা দেখে ভাবি কোন এক শুক্রবারে এটা গুছিয়ে ঠিক আগের মত করে রাখবো।
অগোছালো আর ছড়ানো ছিটানো নোট গুলো প্রতিদিন দেখি আর ভাবি এগুলো সব আলাদা আলাদা করে পড়ার উপযোগী করে সাজিয়ে নেবো সময় করে।
টেবিলে হুমায়ন আহম্মেদ,হেনরী,আর কিছু রুপান্তর বইয়ের উপর ধুলোর যে রাজত্ব হয়েছে তা কোন একদিন সময় করে ঝেরে ফেলবো,বইগুলো সব গুছিয়ে রাখবো আগের মত করে।
কাজলের মাথাটা ভোতা হয়ে গেছে বেশ কদিন হলো,ভাবি কালই সময় করে মাথাটা বারায়ে নেবো।
পছন্দের মাউথ অরগ্যান টা অযত্ন অবহেলায় পরে আছে বেশ কিছুদিন হলো। ওটাকে ধুলোয় গ্রাস করতে চাইছে পুরপুরি কিন্তু পারছেনা। এটাকে ধুলোর হাত থেকে বাঁচিয়ে আনবো কোন একদিন সময় করে। তার পর ওটাতে *আমরা করবো জয় * গানের শুরটা তুলবো আগের মত করে।
রাজার সাথে মন্ত্রীর যোগাযোগ নেই বহুদিন হলো। সময় করে ওদের আবার দেখা করায়ে দেবো কোন একদিন। তার পর ওদের নিয়ে দাবা খেলতে বসবো কোন একদিন সময় করে।
মাঝে মাঝে ভাবি আনলাকি ১৩ সালের কালো মলাটের ডাইরিটার পাতা গুলো উল্টিয়ে দেখবো সময় করে।
এবছরের নীল মলাটের ডাইরিটা যে কোথায় পরে আছে। সময় করে খুঁজে বের করে লিখবো কিছু এবছরের এলোমেলো কথা।
ডানপাশের বিধবা দেওয়াল টাকে নীল কিছু পোষ্টার দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে দেবো সময় করে।
এত্তকিছু করার আছে অথচ সময়ই নেই। দিন শেষে কি করে রাত নামে ঠিক বুঝতেই পারি না যেনো।
২৮টি মন্তব্য
মিথুন
আপু প্রতিদিন তবে কি কি করেন? সেগুলোর লিস্ট জানতে চাই—————–
মেহেরী তাজ
কিছু শয়তানি,কিছু বাঁদরামি আগের পোষ্টগুলোতে লিখেছি,তেমন কিছু কাজ।
লীলাবতী
আমি ভেবে দেখলাম, আমারো তো একই অবস্থা।আলসেমিতে পেয়ে বসেছে।সব ভবিষ্যতের জন্য রেখে দেই।আসলে করাই হয়না।লেখাটি আমার নিজেরই মনে হচ্ছে। ভালো লিখেছেন।
মেহেরী তাজ
এটি তো আপনিই লিখে দিলেন,ভুলে গেলেন এরমধ্যে :p আপনার এতো ভোলামন?
ছাইরাছ হেলাল
পারবেন অবশ্যই সব কিছু ,একটু সময়ের অপেক্ষা মাত্র।
সময় আপনাকে দিয়ে যা আপনি ভাবছেন না তাও করিয়ে নেবে নির্দয় ভাবে।
এত দিন পর এলে হবে না।
মেহেরী তাজ
মুল্যবান কথা বললেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।সময়ই তো পাচ্ছিনা 🙁
শুন্য শুন্যালয়
আরে আরে তুমি আমার কথা লিখলা ক্যান? কাজকর্মে এতো আলসেমী লাগে, কি আর বলবো। আর দিনের সাইজ খুব ছোট মনে হয়। ভালো লিখেছো।
মেহেরী তাজ
আপু আমি সবজান্তা তাজ।কে কি চিন্তা করেন,সব আমি নাম দেখেই বলে দিতে পারি।সুতরাং সাবধান :p
নুসরাত মৌরিন
আমারও যে একই অবস্থা!!
কত কত প্ল্যান করি।এটা করবো ঐটা করবো।
দিনশেষে দেখা যায় -কিছুই করি না।বসে বসে খালি ভ্যারেন্ডা ভাজি!! 🙁
মেহেরী তাজ
বসে বসে খালি ভ্যারেন্ডা ভাজি! করা স্বাস্থ্য এবং মনের জন্য খুবই প্রয়োজন আপু :p
বনলতা সেন
কোন কিছু করার কথা ভাবার প্রয়োজনটা কী?
মেহেরী তাজ
তাহলে কি ভাবা ভাবির দিন শেষ? :p
বনলতা সেন
লেখা দিয়ে ভেগে যাওয়া চলবে না।
মেহেরী তাজ
এখন আর আমি ভাগে যাই না আপু।
কিন্তু সেটা দেখার জন্য আপনি নাই।
কই আছেন এতোদিন আমাদের সব্বাই কে ছেড়ে?? ;(
ফিরে আসুন আপু।
মরুভূমির জলদস্যু
##রাজার সাথে মন্ত্রীর যোগাযোগ নেই বহুদিন হলো। সময় করে ওদের আবার দেখা করায়ে দেবো কোন একদিন। তার পর ওদের নিয়ে দাবা খেলতে বসবো কোন একদিন সময় করে।##
ভালো বলেছেন দাদা
মেহেরী তাজ
আপনার নাম এবং ফটো দেখে ভয় পেলেও,মন্তব্যটি ভালো লেগেছে ভাইয়া 😀
জিসান শা ইকরাম
রোজ এমন ভাবি প্রায় সবাই
ভাবার কথা গুলো এভাবে লিখতে পারা ভালো লেগেছে।
লিখুন এমন লেখা আরো।
মেহেরী তাজ
লিখবো ভাইয়া আরো।
প্রহেলিকা
থাক এভাবেই পড়ে এতোদিন ধরে যেহেতু পড়েই আসছে। সকালের ভাবনা রাতে আর ঠিক থাকে না, রাতেরটা সকালে। যাক যেভাবে যাচ্ছে, তার চেয়ে বরং আপনি সঠিক সময়ের অপেক্ষায় থাকুন, সময় হাতের মুঠোয় একদিন ধরা দিবেই।
মেহেরী তাজ
অপেক্ষায় আছি ভাইয়া।
সঞ্জয় কুমার
সেই পেট মোটা শিয়ালের গল্পটা মনে পড়ে গেল ।
মেহেরী তাজ
গল্পটার সংক্ষেপে লিখে দিলেও পারতেন :p
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আমিও তো এমনই আপু :p
মেহেরী তাজ
অনেকেই দেখি এমন :p
প্রজন্ম ৭১
খাওয়া দাওয়ার বিষয়েও কি এমনি হয় ? 🙂
মেহেরী তাজ
মাঝে মাঝে হয় ভাইয়া :p
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশ আমি কত্তো ভালো মেয়ে–আমার সবকিছু গোছানো,আমার সুইট মা সব গুছিয়ে রাখে 🙂
মেহেরী তাজ
তাইলে আপনি না আপনার মা ভালো মেয়ে। :p