‘শী’

পাগলা জাঈদ ৯ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার, ০২:৪৪:০৮অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

উৎসর্গ : পুস্পিতা চৌধুরী কে

চোখের
সে নীলাবতী হারিয়েছে কবে
মেঘের শাবকে।
জলপাই রঙা কিছু ঘুড়িদের স্রোত,
বলাকার চোখ
সূর্যের কোল ঘেঁষে অচেনার ছকে।

ক্যানভাসে অভিমানী অবুঝের কায়া
কী ভীষণ মায়া,
কোজাগরী প্রেমে গলে হৃদয়ের কোষ
বুকের পাখ-পাখালী প্রনয় সরস,
নীলাদ্রি হিমালয় ভেঙে-
হাজার বছর বাদে ধানসিঁড়ি ছুঁয়ে আসা
তোমার রূপ ধরা স্বর্গীয় ফিঙে।

৭৩৪জন ৭৩৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ