মোবাইলে ওয়াজ চলছিল । ওয়াজের সব বক্তাই যে উস্কানীমূলক বক্তব্য দেন তা নয় । কেউ কেউ হাসান হোসেন সহ নবীর বিভিন্ন বেদনা ময় ঘটনা এমন ভাবে উপস্থাপন করেন যে বক্তা শ্রোতা উভয়ই আবেগে আপ্লুত হয়ে কেঁদেই ফেলেন । ।

ইসলাম প্রতিষ্ঠার জন্য ত্যাগের কথা শুনে তাঁরা কঠিন সংকল্প বদ্ধ হন , যে কোন মূল্যে প্রয়োজনে নিজের প্রাণের বিনিময়ে ইসলাম রক্ষা করতেই হবে । ।

আমাদের একাত্তরের যুদ্ধের সঠিক ইতিহাস, বীরঙ্গনাদের ত্যাগের ইতিহাস । মা ছেলের জন্য ১৪ বছর ভাত না খেয়ে বিছানায় না ঘুমিয়ে আমৃত্যু বেঁচে থাকার করুণ মর্মস্পর্শী ঘটনা । এগুলোও কিন্তু কম কষ্টের নয় ।

জননী জন্মভূমি স্বর্গের চেয়েও আপন ।

সেই বীরাঙ্গনা মায়েদের ত্যাগের দুঃখের ইতিহাস কি আমরা ভবিষ্যত প্রজন্ম কে জানাতে পারি না ???

ওয়াজ মাহফিলের মত এটা প্রচার করলে কেমন হবে ?

৫৪৫জন ৫৪৯জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ