এই যে সুখের
নদী বয়ে চলে সমান্তরালে,
কাল-মহাকালে- অভিমানের
নীলাবতী ছুটি-
হালকা শীতের আঙুল ছুঁয়ে ছুঁয়ে,
ছুঁয়ে যাওয়া মোহনার রঙ,
বুকের বেহালা- আমিই কৃষ্ণ সয়ং।
তুমি সহ যেন আজ পৃথিবী’র শেষ
পাখি দু’টি।
অরণ্য এখানেই গড়া,
এখানেই মেহগনি হাসে-
চাপা অবকাশে
এখানেই থমকেছে ক্ষোভ।
নীলাবতী প্রণয়ের পাশে-
হার মানে জগতের বাকী সব লোভ।
সে’কি উচ্ছ্বাসে!
আঁচড়ে আঁচলে আঁকি ছবি-
তুমি যেন অঢেল জোছনার চাঁদ,
আমি প্রজ্জ্বলিত পুরোহিত- গনগনে রবি।
১১টি মন্তব্য
মামুন
সুন্দর লিখেছেন।
শুভ জন্মদিন লীলাবতী! -{@
লীলাবতী
কবিতায় হালকা শীতের স্পর্শ পেলাম ভাইয়া। উৎসর্গের জন্য ধন্যবাদ -{@
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ভালো লেগেছে ভাইয়া। লীলাবতী দিকে জন্মদিনের শুভেচ্ছা।
খেয়ালী মেয়ে
বাহ!!বাহ!!লিখেছেন বেশ (y)
জিসান শা ইকরাম
আপনি সব সময়ই ভালো লেখেন।
সহ ব্লগারের প্রতি এই সন্মান ভালো লেগেছে খুব।
স্বপ্ন নীলা
লেখা ভাল হয়েছে আর উৎসর্গটাও সঠিক হয়েছে
ছাইরাছ হেলাল
পুরোহিতের চাঁদ জ্বলে উঠুক কোজাগরী পূর্ণিমায়।
উৎসর্গের জন্য অনেক ধন্যবাদ এই জন্মদিনে।
শুন্য শুন্যালয়
চমৎকার কবিতা। উতসর্গ টাও যথার্থ হয়েছে এই দিনে।
আবু জাঈদ
গতকাল সম্ভবত জিসান ভাইর এফবি পোস্টে দেখলাম লীলার জন্মদিন, আমি সোনেলা ছাড়া আর কোন ব্লগে যাইনা, সহ ব্লগারের জন্মদিনে তাই কবিতায় শুভেচ্ছা জানালাম।
ধন্যবাদ ও ভালবাসা সবার জন্যে।
জন্মদিনে আবারো শুভেচ্ছা লীলাবতী। ভাল কাটুক আপনার প্রতিটি দিন।
মরুভূমির জলদস্যু
জন্ম দিনের শুভেচ্ছা রইলো।
সোনিয়া হক
ভালো লেগেছে খুব। সহব্লগারকে জন্মদিনে পোষ্ট উৎসর্গ করায় ভালোলাগাটা আরো বেশি (y)