দিনলিপি

বোকা মানুষ ২৭ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৬:৫৭:০০পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ২৬ মন্তব্য

আজকাল ভালই কাটছে দিন আমার!

সকালের রোদের উষ্ণতা
তারিয়ে তারিয়ে খেয়ে ফেলে
আলসেমিতে চুমুক দেয়া!

নিঃস্পৃহতার চাদরে জড়িয়ে
দিনমান ফুসফুসে অন্ধকার টেনে নেয়া,
আর অদৃশ্য হওয়ার অদম্য রোখ!

বিকেলে, মৌনতার দেয়াল ভেঙ্গে আসা
অনাহুত সব অপারগতার সাথে
ইচ্ছাহীন, বিতৃষ্ণ, বিমর্ষ আড্ডা!

কখনও বা ছেলেবেলার সাথে ফেলে আসা
রোদ্দুর মাখা স্বপ্নের তুমুল নেশা চোখে নিয়ে
টলতে টলতে নিজের কাছেই ঘুম ভিক্ষে চাওয়া!

সব শেষে,
নিশুতি রাত্তিরে বদ্ধ ঘরে শুয়ে থেকে
ছাদে নক্ষত্রের অন্ধকার দেখা!

সত্যিই, আজকাল ভালই কাটছে দিন আমার!

৫৬২জন ৫৬২জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ