আমি আমার অনেক ফ্রেন্ডদের কাছে শুনেছি তাদের খুব আফসোস যে কাজিন দের সাথে যোগাযোগ নাই ,কাজিনরা খোজ খবর নেয় না। আমি মাশাল্লাহ এই দিক দিয়ে খুব লাকি। আমার কাজিনদের সাথে আমার খুব ভালো রিলেশন। সবার সাথেই কমবেশি যোগাযোগ আছে।

আমার এক কাজিন আছে তার ফোন সারা মাসের মধ্যে এত বার রিসিভ করতে হয় যে,ওর ফোন আসলে আমারই ভয় লাগে।

প্রতিবার কোন না কোন কাহিনী করে ফোন কেটে দিয়ে ফোন অফ রাখি কিছুদিন।

ওর সেই একই কথা প্রতিবার। কেমন আছিস? পড়াশোনা কেমন চলছে? শোন না তোর জিজু……..। এখানে তোর জিজু মানেই কোন ফ্যাসাদ।

-: আজ আপু আর আমার কথোপকথন :-
আপু: হ্যালো।!
আমি: হ্যালো আপু। ভালো আছো?
আপু: হুম। তোর কি খবর?
আমি: আমি কি টিভি যে খবর বলবো?
আপু: শুরু করে দিছিস। কেমন আছিস বল।?
আমি: ভালো আছি।
আপু: ঠিক মত পড়ছিস তো?
আমি: হ্যা খুব পড়ি।
আপু: আচ্ছা শোন না, তোর জিজু একটা ছেলে দেখছে , খুব ভালো,ও বলতেছে তোর সাথে খুব মানাবে।
আমি: তাই নাকি। খুব ভালো তো।
আপু: তুই এক কাজ কর তোর জিজুকে ফোন দিয়ে ওই ছেলের নম্বর নিয়ে কথা বল।
আমি: ছেলের নম্বর মানে?
আপু: ছেলের ফোন নম্বর
আমি: তাই বলো। আচ্ছা নিবো। এখন বলো তুমি কি করো? টিভির শব্দ পাই যে?
আপু: হুম, টিভি দেখি।
আমি: কোন চ্যানেল দেখো?
আপু: স্টার প্লাস। সিরিয়াল দেখি। তুই কি করছিলিস?
আমি: আমি ও টিভি দেখি।

মাথার মধ্যে শয়তানি খেলে গেলো। এখন আমি এক ঢিলে দুই পাখি মারতে পারি। কারন ওর বর বাংলাদেশ নেভির অফিসার। হুহাহাহা

আমি: আচ্ছা আপু তুমি বাড়ি আর তোমার বর এখন কই? মংলাতে না?
আপু: হ্যা। কেন বল তো?
আমি: আই থিংক ওটা তোমার বর। লাইভ টেলিকাস্ট ফরম মংলা। হ্যা এটা তোমার বর।
আপু: কোন চ্যানেল রে? (খুব এক্সাইটেড হয়ে)
আমি: থামো। উপরে লেখা ইন্ডিপেনডেন্ট। বর কে দেখাচ্ছে আর তুমি সিরিয়াল দেখো? তারাতারি দেখো আমি পরে তোমার সাথে কথা বলবো।

বি:দ্র : আগামী কিছুদিন তোর নম্বর গুলা ব্ল্যাকলিস্টে থাকবে আপু, তুমি কিছু মনে করো না। :p

 

৬০৩জন ৬০৩জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ