হিমু যেমন বিভ্রান্ত মানুষ কে আরো বেশি বিভ্রান্ত করে দিয়ে মজা পায়, আজকাল আমারও এটা করতে চরম মজা লাগে।
যেমন আজ বেশ কটা বিভ্রান্তিকর ঘটনা ঘটিয়েছি। ঘটনাগুলো বলার আগে অনেক বড় রাইটারদের মত একটু ভূমিকা না করলেই নয়। আমি কিছুদিন হলো বেশকিছু নতুন শব্দ শিখেছি। যেমন, মাননীয় স্পিকার, পিলিগ লাগে, কেমনে কি ইটিসি। যাদের লেখা পড়ে শিখেছি তাদের কে অনেক ধন্যবাদ। তাই বলে পরবর্তীতে এসে বললে চলবে না এগুলা আমার শব্দ / বাক্য। কারন এই বাক্য গুলাই এবার আমি ব্যবহার করতে যাচ্ছি।
ঘটনা নং ১-
ক্যাম্পাস থেকে ঘেমে নেয়ে এসেছি। রুমে এসে দেখি ইলেকট্রিসিটি নাই,তাই ট্যাপে পানি খুব অল্প আসছে। গোসল দেব,এক বালতি পানি আসতে প্রায় বিশ মিনিট লেগে গেলো। এক বড় আপু এসে বলল: তাজ আমি একটু পানি নেবো, তরকারি ধোব।
আমি: খুব স্বাভাবিক ভাবে নেন আপু (যদিও মনটা খারপ হয়ে গেলো)
উনি: কই গেছিলা ঘুরতে ?
আমি: হ্যা ক্যাম্পাসে ঘুরতে গেছিলাম।
উনি:কি করবে গোসল?
আমি:না গান শুনবো।
উনি: টয়লেট এ?
আমি: না বাথরুম এ, গোসল করতে করতে।
কিছুক্ষণ পর এসে দেখি আমার বালতির অনেক গুলা পানি নাই।আমি রাগ সামলাইতে ও পারছি না উনারে কিছু বলতে ও পারছি না। আর ঠিক তখনই ইউরেকার মত
আমি :আপু আপনি কি আমার বালতি থেকে পানি নিলেন?!?!
উনি: হ্যা কেন?
আমি : ডেটল খাইছেন কখনও?
উনি:তোমার আবার একটা করে খাপছাড়া কথা, ডেটল কি খাওয়ার জিনিস?!
আমি: না আমার বালতিতে ডেটল দেয়া ছিলো তো তাই।
উনি: (পুরাই মাননীয় স্পিকার হয়ে) তুমি আগে বলবা না!!!
ঘটনা নং ২
আমি মোবাইল এ জনি ডেপ এর কিছু ফটো দেখছি আর হে’ড ফোন কানে লাগায়ে গান শুনছি।
এক আপু এসে বললো :তাজ কি করো?!
আমি: জনির ছবি দেখি।
উনি: জনের ছবি আমি ও দেখবো।
আমি: দেখেন।
উনি: এটা তো সেই ছবি না। আর এই লোকটা তো বুড়া।
আমি:( পিলিগ লাগে আমারে কেও মাইরালা) উনার অল্প বয়সের ছবি দেখবেন? সে সময় আরও সুন্দর ছিলো !
উনি: দেখি দেখি।
আমি: ( মাইকেল জেকসন এর একটা ছবি দেখায়া বললাম ) দেখেন।
উনি: খুশি খুশি মুখ নিয়া এটাই ??
আমি:হ্যা।
উনি:এই লোক কি করে?
আমি:এই লোক গান গায়।
আর জনি ডেপ ছবি করে।
বি:দ্র: বালতিতে ডেটল দেওয়া ছিল না।
২৭টি মন্তব্য
অপরাজিতা সারাহ
জীবনে এই প্রথম প্রথম মন্তব্যকারী হয়েছি। 🙂
২টা পোস্টই পরলাম,২টাই দারুন! ফানি পোস্ট এমনিতেই ভালো পাই।সবচেয়ে ভালো লেগেছে,”এই লোক গান গায়।
আর জনি ডেপ ছবি করে।” পুরাই ঝাকাস! “
মেহেরী তাজ
আমিও এই প্রথম ব্লগ লেখা শুরু করেছি সোনেলায়। আপনাদের পেয়ে আমি খুব আনন্দিত। ভালো লাগাতে পেরে ধন্য মনে করছি। ধন্যবাদ আপু 🙂
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আপু হাসাতে হাসাতে মেরে ফেলবেন নাকি? হাসির এটম বোম ছাড়ছেন আপনি 🙂
মেহেরী তাজ
বেঁচে থাকুন বেঁচে থাকুন আপু, আরো আসবে 🙂 ধন্যবাদ আপনাকে।
ব্লগার সজীব
মেহেরী তাজ আপু? কোথা হতে আপনি এলেন ? এমন হাসির ঘটনা ঘটান আপনি হোস্টেলে ?এই লোক গান গায়। আর জনি ডেপ ছবি করে।
বি:দ্র: বালতিতে ডেটল দেওয়া ছিল না। :Overjoy:
মেহেরী তাজ
বিভ্রান্ত করতে ভালো লাগে ভাইয়া আমার 🙂 ধন্যবাদ ।
লীলাবতী
পিলিগ লাগে আমারে কেও মাইরালা, নইলে আপনার এমন পোষ্ট পড়তে পড়তেই মরে যাবো :Overjoy:
মেহেরী তাজ
মরবেন না পিলিগ, মরলে আমার পরের পোষ্ট গুলো কে পড়বে :Happy: ধন্যবাদ আপু।
স্বপ্ন
আপনি পারেনও বটে আপু।
মেহেরী তাজ
হিমু হয়ে বিভ্রান্তি ছড়াতে ভালো লাগে ভাইয়া। ধন্যবাদ 🙂
ছাইরাছ হেলাল
বেশ আনন্দ করে লিখছেন দেখে ভালো লাগল।
লিখতে থাকুন এমন করেই।
মেহেরী তাজ
আমি এমনই ভাইয়া 🙂 ধন্যবাদ আপনাকে ।
শুন্য শুন্যালয়
দিলেন তো তরকারীর বারোটা বাজিয়ে, ভালো করেছেন 🙂 আপনি তো দেখছি খুব লক্ষি টাইপের মেয়ে। লেখার ভূমিকাতেই পুরো মজা পেয়ে গেছি। হোস্টেল লাইফটা আসলেই অনেক মজার। অবস্থা দেখে আপনার ঝুড়িতে আরো অনেক আছে বলেই মনে হচ্ছে। তাড়াতাড়ি লিখুন, এমন মজাই তো চাই।
মেহেরী তাজ
আমার কষ্টের পানিটা সে নিলো কেন ? ঝুড়িতে কিছু আছে আপু :), আসবে ধীরে ধীরে। ধন্যবাদ।
নুসরাত মৌরিন
হো হো হো। হা হা হা।
আপু আপনি তো দেখি সেরাম পাবলিক!! হাসতে হাসতে ভিমড়ি খাওয়ার দশা!! 😀
মেহেরী তাজ
হাসুন আপু, তবে ভিমড়ি খাবেননা প্লিজ 🙂 ধন্যবাদ।
মিথুন
হি হি হি। আপনার মাথায় তো অনেক বুদ্ধি? আপনাকে এখন থেকে লেডী হিমু বলতে হবে দেখছি 😀
মেহেরী তাজ
লেডী হিমু ? ডাকুন ডাকুন আপু। এমন করে কেউ ডাকেনি আমাকে 🙂 ধন্যবাদ।
প্রজন্ম ৭১
আপনি তো মহা দুষ্ট। এমন ভাবে স্পিকার বানিয়ে দিচ্ছেন সবাইকে। হিমু তাজ আপনি 🙂
মেহেরী তাজ
লেডী হিমু বললেন একজনে, আপনি আবার হিমু তাজ। যে কোন একটি বলতে হবে 🙂 ধন্যবাদ।
স্বপ্ন নীলা
অসাধারণ —— ভীষণ ভীষণ মজার —— আরো লিখুন দুহাত খুলে ——
মেহেরী তাজ
লিখবো আপু । ধন্যবাদ আপনাকে 🙂
অলিভার
প্রথমটা মজা পেয়েছি, দ্বিতীয়টা বুঝতে পারি নি।
তবে মজার পোষ্ট 😀
মেহেরী তাজ
না বুঝার মত লিখেছি ? ধনবাদ আপনাকে ভাইয়া 🙂
মোঃ মজিবর রহমান
মজার লেখা
পড়ে ভাল লাগলো।
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া 🙂
নীতেশ বড়ুয়া
:Overjoy: :Overjoy: :Overjoy: :Overjoy: :Overjoy: :Overjoy: