সূর্য সেন (জন্ম: ২২ মার্চ, ১৮৯৪ – মৃত্যু: ১২ জানুয়ারি, ১৯৩৪)
আজ এই মহান বিপ্লবীর জন্মদিন ।
আজকের দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বিপ্লবী ‘মাস্টারদা’ সূর্য সেন। পেশায় তিনি একজন শিক্ষক ছিলেন।
ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন দান করেন।
ফাঁসির মঞ্চে যাওয়ার আগে সাথিদের উদ্দেশে সূর্য সেন লিখে গেলেন, ‘আমি তোমাদের জন্য রেখে গেলাম মাত্র একটি জিনিস, তা হলো আমার এটি সোনালি স্বপ্ন। স্বাধীনতার স্বপ্ন। প্রিয় কমরেডস, এগিয়ে চলো। সাফল্য আমাদের সুনিশ্চিত। ‘
বিপ্লব দীর্ঘজীবী হোক
বিপ্লবীরা জেগে থাকুন নতুন বিপ্লবীদের অন্তরে।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
কত অগুনতি বীরের উত্ত্রাধিকার আমরা । এই জাতীকে কে দমিয়ে রাখবে ?
অদম্য এই বাঙ্গালী জাতি ।
স্যালুট মাস্টারদা’ সূর্য সেন ।
বনলতা সেন
স্যালুট মাস্টারদা’ সূর্য সেন ।
শিশির কনা
বিপ্লব দীর্ঘজীবী হোক
বিপ্লবীরা জেগে থাকুন নতুন বিপ্লবীদের অন্তরে।
বনলতা সেন
বিপ্লবীরা জেগে থাকুন নতুন বিপ্লবীদের অন্তরে।
নুরুন্ননাহার শিরীন
বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাঙালি নেতৃত্বের নামটি মাস্টারদা সূর্য সেন যে এই বাংলাদেশেরই বিপ্লবী সন্তান, তাঁর জন্মের জন্য চট্টলা ধন্য। আমরা ধন্য, গর্বিত। তাঁর বীরত্বময় মহতি স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।।
বনলতা সেন
অনেক ভাল লাগল , আপনার মন্তব্য পেয়ে ।