একটি সাধারন কাহিনীকে কিভাবে অভিনয়, গান, কবিতা আর নাটকিয়তা দিয়ে অসাধারন করা যায়, এটি বুঝতে হলে আপনাকে অবশ্যই বাইশে শ্রাবণ বা ২২শে শ্রাবণ বাংলা মুভিটি দেখতে হবে। একজন ক্রমিক খুনীকে খুঁজে বের করার পুলিশি কর্মকান্ডকে নিয়ে মুল কাহিনী এগিয়ে গিয়েছে। যে খুনি একের পর এক রাতে খুন করে যাচ্ছে গরীব, ভিক্ষুক, পতিতা সহ সমাজের নিম্ন স্তরের মানুষদের। আর এই খুন গুলো করা হচ্ছে বিভিন্ন কবির মৃত্যুবার্ষিকিতে এবং খুন হওয়া লাশের পাশে একটি কবিতার কিছুটা লাইন রেখে যাচ্ছে।
পুলিশ কিংকর্তব্যবিমূঢ,প্রধান গোয়েন্দা অভিজিৎ পাকড়াশী (পরমব্রত চট্টোপাধ্যায়) কেসের সমাধান করার জন্য উঠেপড়ে লাগে, যা তার বান্ধবী অমৃতা মুখার্জী (রাইমা সেন) এর সাথে সম্পর্কের ওপর প্রভাব ফেলে। পাকড়াশীর উপরস্থ কর্মকর্তা কেসের সমাধান করার জন্য একজন প্রাক্তন গোয়েন্দা প্রবীর (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) কে নিয়ে আসে। প্রবীরকে তার সহিংস পদ্ধতি, বদমেজাজ ও গালিগালাজের জন্য বরখাস্ত করা হয়েছিল। প্রবীর ও পাকড়াশী একত্রে কাজ করে, ওদিকে অমৃতা (টেলিভিশনের সাংবাদিক) এবং অফিসের কলিগ সূর্য সিনহা (আবীর চট্টোপাধ্যায়) একটি ধারাবাহিকের জন্য ক্রমিক খুনীদের ওপর গবেষণা করে। এসব চরিত্রের মাঝে পাগলাটে কবি নিবারণ চক্রবর্তী (গৌতম ঘোষ) যিনি নিজেকে হাংরি আন্দোলনের একজন মনে করেন এবং রাতে কলকাতায় ঘুরে ঘুরে কবিতা আবৃত্তি করেন।
বিভিন্ন ঘটনায় একসময় অভিজিৎ এবং প্রবীর চিনহিত করেন যে খুন গুলো কবি নিবারন করেছে এবং ২২ শে শ্রাবন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বার্ষিকিতে আর একটি খুন হবে। কিন্তু সে খুনের আগেই নিবারন আত্মহত্যা করে। সাথে সাথে এই খুনের ফাইল বন্ধ করে দেয়া হয়।
২২ শ্রাবনের খুন কি তাহলে হবেনা ? হ্যা ঐ দিন আর একটি খুন হয়েছিলো। কিভাবে খুন হলো ? খুনি তো আত্মহত্যা করেছিলো । এর উত্তর পেতে আপনাকে অবশ্যই মুভিটি দেখতে হবে।
পরিচালক : সৃজিত মুখোপাধ্যায়
প্রযোজক : শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
রচয়িতা : সৃজিত মুখোপাধ্যায়
সুরকার : অনুপম রায়
অভিনেতা :
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় :প্রবীর রায় চৌধুরী চরিত্রে প্রসেনজিৎ তাঁর ইমেজের বাইরে গিয়ে অভিনয় করেছেন। আমার মনে হয়,এই ইমেজেই তাঁকে সবচেয়ে মানিয়েছে।
পরমব্রত চট্টোপাধ্যায়:অভিজিৎ পাকড়াশী চরিত্রে এর অভিনয়, কষ্ট, হতাশার অভিব্যাক্তি বেশ ভালো ভাবেই ফুটিয়ে তুলেছেন।
রাইমা সেন : অমৃতা মুখার্জী চরিত্রে বেশ সতস্ফুর্ত ছিলেন, ইনি এক সময় বড় অভিনেত্রী হবেন এ বিষয়ে কোন সন্দেহ নেই।
আবীর চট্টোপাধ্যায়: সূর্য সিনহা চরিত্রে ভালোই অভিনয় করেছেন।
গৌতম ঘোষ : নিবারণ চক্রবর্তী চরিত্রে গৌতম ঘোষ অসাধারন অভিনয় করেছেন। তাঁর পাগলাটে আচরন, উচ্চারিত কবিতা গুলো এক কথায় অসাধারন। এনার অভিনয় এই প্রথম দেখলাম।
মুভির গানের কথা আর কি বলা যায় ? যারা মুভি দেখেন না, তাঁরা গান শুনুন। গানের মাঝে মাঝে না হয় বিজ্ঞাপনের মত মুভি দেখলেন।
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস….. একবার বল
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ
আমি কাঁটা-তারেই সুখী
এই কুয়াশাতে উঁকি দিয়ে …. রাজি মিথ্যে মিথ্যে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই …..
এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা-ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো
গভীরে যাও, আরো গভীরে যাও
এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও
জানলা জুড়ে মানুষের কান,
গলির ভাঁজে ভ্রমরের প্রাণ
আমি জানি এটি কোন মুভি রিভিউ হয়নি, তাই শিরোনামে মুভি রিভিউ দেয়ার রিস্কটা নিলাম না।
আমার এই পোষ্টটি উৎসর্গ করলাম সোনেলার মুভি রিভিউর প্রথম পোষ্ট দেয়া ব্লগার শাদমান সাকিব ভাইয়াকে। ব্লগ টীমের প্রতি বিশেষ অনুরোধ, সম্ভব হলে সাকিব ভাইয়ার সাথে যোগাযোগ পুর্বক সোনেলায় ফিরিয়ে আনার সুব্যবস্থা নিন।
২৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
একদম মিলে গেছে আপনার মতের সাথে। প্রসেনজিৎ এর এই চরিত্রটাই আমার বেশ পছন্দ হয়েছে। আর সবচেয়ে সুন্দর অভিনয় গৌতম ঘোষ এর। গানগুলো খুব সুন্দরছে।। এটা রিভিউ অবশ্যই হয়েছে এবং খুব সুন্দর হয়েছে।
শিশির কনা
মুভিটি দেখেছেন প্রায় সবাই। তারপরেও দিলাম পোষ্ট, রিভিউ লিখতে পারবো কিনা এই চিন্তায়। ভুল ত্রুটি হলে বলবেন সবাই এই আশায়। দেখলাম আপনার আমার মত একই এই মুভি সম্পর্কে। আপনি খুব ভালো উৎসাহ দিতে পারেন আপু।
কৃন্তনিকা
কে বলেছে রিভিউ হয় নি? :@
আমার তো বেশ দারুণ রিভিউ মনে হল। (y)
মুভিটি আমার দেখা। তবে যারা মুভিটি এখনো দেখে নি, তারা এই রিভিউ পড়ে নিশ্চিত দেখবে মুভিটি-আমার বিশ্বাস।
মুভির কাহিনীর থেকেও গানগুলো ভয়াবহ সুন্দর।
“যে কটা দিন তুমি ছিলে পাশে” ও “একবার বল, নেই কেউ তোর নেই” এই গান ২টো আমার খুবি প্রিয় ২টি গান। আমি এখনো শুনি। (3
সুন্দর রিভিউ লেখার জন্য অভিনন্দন। -{@ -{@ -{@
শিশির কনা
ইচ্ছে করে প্রায় সবার দেখা মুভিটির লেখা দিয়েছি, যাতে সবাই আমার ভুল ত্রুটি নিয়ে মন্তব্য দিতে পারেন। আপনি যেভাবে সিরিয়ারের রিভিউ দিলেন, তার ধারে কাছেও নেই এই পোষ্ট 🙂 গানগুলো আসলেই হৃদয়কে স্পর্শ করে। ধন্যবাদ আপু। -{@ -{@ -{@
ওয়ালিনা চৌধুরী অভি
খুব ভালো রিভিউ লিখেছেন । নিয়মিত লিখুন,আরো ভালো লিখবেন । আমরাও জানতে পারবো একজন মুভি রিভিউ লেখকের দেখার সাথে আমাদের দেখার মিল অমিল। গান গুলো অসাম 🙂
শিশির কনা
চেষ্টা করবো নিয়মিত লেখার আপু। ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য -{@
পুষ্পবতী
আমি গান গুলো শুনেছি কিন্ত মুভিটা দেখি নাই।কাহিনীটা ভালো মনে হচ্ছে।
শিশির কনা
সময় পেলে দেখুন আপু । ভালো লাগবে।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
গানগুলো এত শুনেছি যে মুভিটা দেখার কথা মনেই হয়নি। এবার দেখতেই হয় 🙂
শিশির কনা
দেখুন আপু, ভালো লাগবে।
ছাইরাছ হেলাল
যাক মুভি নিয়ে লেখার তালিকায় আরও একজনের নাম এসে গেল । কী হয়েছে বা হয়নি সেটি নিয়ে ভাবতে চাই না ।
আমি চাই লেখা চলুক ।
শাদমান সাকিব আমাদের এখানকার প্রথম দিকের একজন । এবং সে ই এখানে প্রথম মুভি নিয়ে লিখে ছিল ।
আমরাও চাই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হোক ।
শিশির কনা
ধন্যবাদ ভাইয়া। শাদমান সাকিবের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
জসীম উদ্দীন মুহম্মদ
আসলেই অসাধারন উপস্থাপনা ——— -{@ (y) (y)
শিশির কনা
ধন্যবাদ -{@
প্রজন্ম ৭১
আপনি একটু বলুনতো, সোনেলায় মুভি রিভিউ লিখতে মেডিকেলে পড়া বাধ্যতামুলক কিনা ? আপনি, শুন্য শুম্যালয়, কৃন্তনিকা রিভিউ তো লিখছেন। তা বেশ ভালো ভাবেই 🙂 সিনথিয়া আপু কোনদিন শুরু করেন তাই ভাবছি । লিখেছেন ক্কিন্তু ভালোই। চলুক -{@
শিশির কনা
মেডিকেল স্টুডেন্টগন একটু বেধাবী হয়, বুঝতে হপে 😀
মিথুন
গানগুলো খুব পছন্দের। রিভিউ টা পড়ে মনে হচ্ছে, মুভিটা দেখতেই হবে।
ধন্যবাদ শেয়ার এর জন্য আপু ।
শিশির কনা
দেখুন আপু, ভালো লাগবে 🙂
লীলাবতী
গান গুলোর জন্যই মুভিটা দেখেছি। ভালোই লিখেছেন। আরো লিখুন। আচ্ছা প্রথম ছবিটার পাশে একটি ইমো দেখতে পাচ্ছি । ছবির সাথে ইমোর যোগসূত্র খুঁজে পেলাম না :p
শিশির কনা
ধন্যবাদ আপু। ওটা ভুলে হয়ে গিয়েছে :p
লীলাবতী
ব্লগার শাদমান সাকিব ভাইয়াকে ফিরিয়ে আনার অনুরোধ আমিও রাখলাম।
শিশির কনা
উনি দুটি পোষ্ট দিয়েই চলে গেলেন, আর আসলেন না, উনি থাকলে ভালোই হতো।
বনলতা সেন
আমার খুব একটা মুভি দেখা হয় না । আপনার লেখা পড়ে মনে হচ্ছে দেখতেই হবে ।
সাদমান সাকিব এ ব্লগের প্রথম মুভি খোর বলা যায় । আমরাও তার আশু প্রত্যাবর্তন চাই ।
মনে হচ্ছে আপনি লিখে পারবেন ।
পুরোদমে শুরু করে দিন ।
শিশির কনা
ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য। লেখবো আরো এমন উৎসাহ পেলে 🙂 আন্তরিক ভাবে চাই যে সাদমান সাকিবকে ব্লগে ফিরে আসুক আবার।
জিসান শা ইকরাম
আপনাকে দিয়ে হবে।
রিভিউ চলুক ——
সাদমান সাকিবকে ফিরিয়ে আনার দাবী জানাচ্ছি।
মডুরা মেইল দিলেই তো পারে 🙂 এত বুদ্ধি আর শেখাতে ইচ্ছে করেনা ।
শিশির কনা
আসলেই মডুরা মেইল দিলেই তো পারে। এত বুদ্ধি যদি আমরা দেই, তাহলে সোনেলার মডুরা করবেটা কি ? 😛 লিখবো ভাইয়া মাঝে মাঝে ।
শাদমান সাকিব
অবশেষে বান্দা হাজির । আপনাদের মাঝে । এ ভারচুয়াল রাজ্যে সাধারণত কেউ কাউকে মনে রাখার
সিস্টেম নেই । আসা এবং যাওয়া । ব্যতিক্রম আছে বলেই কেউ কেউ কাউকে মনে রাখে । হয়ত এই মনে রাখার জন্যই আবার ফিরে আসা । রিভিউ লিখতে পারি না । অবশ্য না পারলেও যা পারি তা চালিয়ে যাব আপনাদের মাঝে ।
পরিচিতদের মাঝে অনেক অচেনা । আছি ,থাকব এবার থেকে ।
এ ছবিটির নাম শুনেছি দেখিনি । লেখা যখন পড়েছি দেখে ফেল যে কোন সময় ।
আপনিও শুরু করে দিন ছবি ভাবনা । অনেক অনেক ধন্যবাদ ।
শিশির কনা
সোনেলার প্রথম থেকে আছি আমরা, আপনিও তার মাঝে একজন। ভুলে যেতে পারা যায়না বলেই মনে রাখা। এখানে মুভি রিভিউর সুচনা করেছিলেন আপনি। মুভি রিভিউ ব্যতীত ব্লগ অসম্পুর্ন লাগছিল। আপনি সে অভাব পুর্ন করেছিলেন।
আপনি আবার নিয়মিত হবেন শুনেও ভালো লাগছে। ছবিটি দেখুন, ভালো লাগতে পারে।