আমাদের বসন্তে

সাদিক মোহাম্মদ ১০ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ১১:৫৭:৪০অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

প্রতিবার মাইনে পেতে ভোগান্তি
লোডশেডিং
যানজট
বাসস্ট্যান্ডে সকাল-সন্ধ্যা দীর্ঘ লাইন
অসহ্য অপেক্ষা
আজানু ঝুকে থেকে ভুলে গেছি
গ্রিবা উচিয়ে বেঁচে থাকা
মরু-উটের মতো পিঠ জুড়ে বইছি
কলঙ্কের মস্ত-কুঁজো

তেল-নুন-ভাতের অধিকার
মিছিল-মিটিং-আগুন
লাশ হয়ে ঘরফেরা
আজন্ম দাবী-সংগ্রাম
বহু আগেই তো পেরিয়েছি রক্তগঙ্গা
কালশিটে যুদ্ধভূমি-বধ্যপ্রান্তর
আবারও প্রতিবাদ
আবার অস্তিত্বের পুনঃস্থাপন-জাগরণ

হায়– আমাদের বসন্তে বিষাক্ত-মড়ক
স্লোগানে স্লোগানে মুখরিত পথ
স্বস্তির ঘরকরা হয় না

৭৬৭জন ৭৬৭জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ