১.
কেউ দিয়ে যায় আছাড়
কেউ ফেলে যায় গুড়িয়ে,
লক্ষ্যে পৌছার আশায় তবু
উঠবোই আবার দাঁড়িয়ে…
২.
গনতন্ত্রের ধর্ষকেরাই
দেশটা শাসন করে,
আমরা বলি বেশ আছি ভাই
সারা বছর জুড়ে!
৩.
ও সখী তোর পাথর মনটা
নরম হয়না ক্যান?
পাথর মনটা করতে নরম
করবো কত ধ্যান!!
৪.
হায় কত দিন দেখিনা’রে
রইলি কোথায় দূরে?
হাতের কাছে আজ পড়ে রই
তবুও যেন দূরে!
৫.
সস্তা জামার নীচেই রাখি
দামী হৃদয় পুষে,
দেখলে নারে পরখ করে
একটু কাছে এসে!
জবরুল আলম সুমন
সিলেট।
২রা জানুয়ারী ২০১৩ খৃষ্টাব্দ।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
দারুন হইছে
বেশী ধ্যান করা লাগছে নাকি ? 🙂
জবরুল আলম সুমন
পাথর মনকে নরম করতে একটু বেশীই ধ্যান করতেই ত হবে দাদু… 😛
এই মেঘ এই রোদ্দুর
অনেক সুন্দর
শিশির কনা
হা হা হা হা হা , অনেক সুন্দর ।
লীলাবতী
পিচ্চি পদ্যে অনেক ভালোলাগা ।
নীহারিকা
তারপর ও বলতে হয় ‘ভালোই আছি’