রিক্সার হুড তুলে রেখে কী লাভ !
ভিজে ভিজে চুর হয়ে গ্যাছি
সদম্ভে ছেয়ে আছো জলডোবা আকাশের কোলে
মুদ্রিত পায়ে মাতাল নূপুর
মুখে দুষ্টু কিশোরী হাসি
আমি ডাকলাম- এই; থামবে তুমি ?
আরও ব্যাকুল ছুঁয়ে দিলে- চুল, গাল, চিবুক
বাহুবেষ্টিত বুক, উরুদেশ…
তোমার চোখে নোয়াবধূর কুমারীত্ব হারা পুলক
ঝরে পড়া বিষাদের লেশটুকুন নেই কোথাও
শহরের ব্যস্ত পথে
তিনচাকাওয়ালা হালকা যানগুলো
সত্যিই ঘরোয়া- বেশ বৃষ্টিবান্ধব
২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ভালো লাগলো খুব …
রিক্সা আর বৃষ্টি, আহ, মিস করি খুব.
সাদিক মোহাম্মদ
ভালোবাসা…