গালিভারকে বেঁধে ফেলেছিলো লিলিপুটের দল
হাত পা বাঁধা সেই গালিভার ,
শুয়ে আছে চিতপটাং
সারা শরীর সুতোয় পেঁচানো ।।
এক দল লিলিপুটের কিছু অদৃশ্য সুতো
‘ দাদা আমাকে তুই করে বলেন ‘
‘ ও দাদা , আমার মাথায় হাত রেখে আশির্বাদ করবে কবে ? ‘
‘ মামা , আস্থার সংকটে ভোগা আমি আস্থা রাখতে পারি শুধু আপনার উপর ‘
‘ বাবা ভুলে গেলে আমাকে ? তিনদিন হয় ফোন দাওনা তুমি ‘
‘ ছোট আব্বা দোয়া করো সব সময় ‘
‘ দাদা ভাই , এক্সাম দিতে যাচ্ছি , দোয়া করো ‘
বেঁধে ফেলেছে তাঁকে
যেনো সে সেই গালিভার
বাঁধা পরে আছে ।।
সুতো ছিড়ে ফেলতে শক্তি লাগে
আমি যে শক্তিহীন ।
১৭টি মন্তব্য
মশাই
এতো মায়ার বন্ধন। সুতো ছিড়তে চাইবেন কেন? এই সুতোয়বাঁধা থাকার মাঝেই রয়েছেন জীবনের পরম উপলব্ধি। এমনি থাকুন সবার মধ্যমনি হয়ে।
জিসান শা ইকরাম
অনেক সময় দম বন্ধ হয়ে আসে 🙂
ছাইরাছ হেলাল
এ সুতো ছিঁড়তে হবে না , ফাঁস হয়ে গলায় জড়িয়ে অক্কা পেতে বেশি সময় নেবে না ।
জিসান শা ইকরাম
অক্কার কাছাকাছি চলে এসেছি 🙂
শুন্য শুন্যালয়
আপনি সৌভাগ্যবান, এখন তো সূতোতেও ভেজাল, খুব সহজেই ছিড়ে যায়।। যেমন আছেন থাকুন না এমনি।।
ইয়ে ভাইয়া, এক্সাম দিতে যাচ্ছি, দোয়া করবেন … 🙂
জিসান শা ইকরাম
দোয়া দোয়া দোয়া —
এক্সাম যেনো ভালো হয় 🙂
মোঃ মজিবর রহমান
সবাই যখন এত বাঁধনে বেধেই ফেলেছে
যাবার কি আর দরকার আছে বস।
আত্বার পেঁচে যে আটকিয়ে গেছেন।
পিছনে কি আর অপার সময় আছে?
এত ডাক কেমনে ছিড়বেন বলুন, মায়ার বাধন কাটবে না …।।
জিসান শা ইকরাম
হুম , মায়ার বাধন খুব শক্ত /
মিসু
ও মাই গড আমি কখনো গালিভার দেখি নাই। ভাগ্যিস সোনেলায় একাউন্ট ছিল তাইতো গালিভারের দেখা পাইলাম
জিসান শা ইকরাম
হা হা হা হা , ঠিক ঠিক
সোনেলায় আইডি করেই প্রথম একটা বিষয় দেখলেন ।
লীলাবতী
ফান্দে পরিয়া বগা কান্দেরে 🙂
জিসান শা ইকরাম
🙂 🙁
মা মাটি দেশ
গালিবার পাওয়া মুসকিল -{@ (y) বন্ধন যতই চেষ্টা করুন ছিড়ে যাবেনা কারন এ যে সোনেলা সূতোয় ৈরী। -{@ (y)
জিসান শা ইকরাম
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । ছিরে ফেলার শক্তি নেই ।
স্বপন দাস
সুতো ছিড়বার চিন্তা বাদ দিন — উঠুক সবাই — চুল বেয়ে — বাহু ধরে — বুকের পাঁজরের খাঁজ বেয়ে —।।
জিসান শা ইকরাম
উঠুক সবাই — চুল বেয়ে — বাহু ধরে — বুকের পাঁজরের খাঁজ বেয়ে —।। -{@
দারুন বলেছেন দাদা ।
মিথুন
আপনি কি কস্ট পাচ্ছেন নাকি শক্তি না থাকায়? আহারে আমার যদি সুতোয় জড়ানো কেউ থাকতো (দীর্ঘনিশ্বাস)