(আর কতকাল অন্যের বউয়ের ফডুক দিমু পোষ্টে ;( )
বউ ছাড়া আর কত বছর পাড়ি দিবরে
আমরা ক’জন ব্যাচেলর মাঝি
পন করেছি বিয়ে করবো রেএএএএএ
বউ ছাড়া আর কত্ত বছর পাড়ি দিব রে। :=
জীবন কাটে একলা ঘরে
প্রেমের মায়া সাঙ্গ করে
মনেতে সাধ নাহি পাই ও ও ও । ।
ঘরবাড়ি ঠিকানা আছে
পকেটাতে টাকাও আছে তবু
বিয়ের খবর কেন নাই। ^:^
জানি বিয়ে করতে হবে
সংসারটা গড়তে হবে
আমরা যে ব্যাচেলর মাঝিরে!!!!!!!!!!!!!!!!!!!! 😀
বউ ছাড়া আর কত বছর পাড়ি দিবরে
আমরা ক’জন ব্যাচেলর মাঝি
পন করেছি বিয়ে করবো রেএএএএএ
বউ ছাড়া আর কত্ত বছর পাড়ি দিব রে। :D)
বিঃদ্রঃ ইহা একটি রম্য প্যারোডি, কারো জীবনের সাথে মিল খাইলে আমি পাগল দায়ী নই, আর জানেনতো পাগলে কিনা বলে।
৩৬টি মন্তব্য
মা মাটি দেশ
-{@ (y) পেয়ে যাবেন এখন ইন্টারভিউ পাশ। \|/ \|/ \|/ \|/
সীমান্ত উন্মাদ
থাংকু থাংকু। তয় আমার জীবনের কুনু গ্যারান্টি নাই, যে কোন টাইমে উপরের টিকিট পাইতে পারি, তাই ভয় হুদাই একটা মাইয়ারে বিধোবা বানাই লাভটা কি। তয় আপনের মুখে ফুল চন্দন পড়ুক। শুভেচ্ছা এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
মানিক পাগলা
আপনি উন্মাদ ব্যাচেলর আর আমি পাগলা ব্যাচালর। আসেন এক লগে গান গাই \|/
সীমান্ত উন্মাদ
আপ্নের লাইগাই অপেক্ষা কইরতে আছিলাম। আহেন ভাই। আমি রাস্তার মাইঝখানে আছি।
মানিক পাগলা
(y)
নীহারিকা
দুঃখে চোউক্ষে পানি আইয়া পরলো 🙁 টিস্যু দেন মুছি ;(
সীমান্ত উন্মাদ
বাজারে আছে কিন্না লন। তয় বেশি কাইন্দেননা বেনিফিট হবে না, লাভ হবে। :D)
লীলাবতী
নীহারিকা বলেছেনঃ দুঃখে চোউক্ষে 🙁 পানি আইয়া পরলো টিস্যু দেন মুছি 🙁
সীমান্ত উন্মাদ
নিহারিকা বলেছেন আপনি কি বলবেন!! বাঙ্গালির নকলবাজি আর গেলোনা।
একি তাই উত্তরো একি: বাজারে আছে কিন্না লন। তয় বেশি কাইন্দেননা বেনিফিট হবে না, লাভ হবে। :D)
নীহারিকা
হা হা হা ……
রাতুল
উ ছাড়া আর কত বছর পাড়ি দিবরে
আমরা ক’জন ব্যাচেলর মাঝি
পন করেছি বিয়ে করবো রেএএএএএ
বউ ছাড়া আর কত্ত বছর পাড়ি দিব রে। ^:^
সীমান্ত উন্মাদ
পাগলাই গেলেন নাকি। তাইলে মুই সফল। :p :p ;( ;( -:-
রাতুল
জন্মেত্থে পাগল আছি !!
ছাইরাছ হেলাল
সুখে থাকতে ভূতে কিলায় ।
সীমান্ত উন্মাদ
এইডা খাঁটি বাঙ্গালির লক্ষন, ভাইজান। আর বুঝা জাইতেছে যে আমাগো আগেই আপনারে ভূতে কিলাইছিলো, তাই ভাবিরজানের প্যাদানি খাইতেছেন নিয়মিত মনে লয়। :p ;( :D) \|/
খসড়া
যত্তবড় শিরোনাম। মজারু হইছে।
সীমান্ত উন্মাদ
কি আর করমু কন, সবাই একটু বেশি বেশি চায়। 😀
আমীন পরবাসী
অসাধারন হাত আপনার লিখনীতে। মুগ্ধ হলাম সাথে আশা রাখছি খুব শীগ্রই পেয়ে যাবেন।
সীমান্ত উন্মাদ
দোয়ার জন্য ধন্যবাদ। তয় ভাই একটু বেশি কইরেন আরো। :p ;(
শুন্য শুন্যালয়
এই গানের নেক্সট প্যারোডি কবে বানাবেন? দেখেন ভাইজান লিরিকস যেনো হেরফের না হয়…
সীমান্ত উন্মাদ
প্যারোডিতে লিরিকতো হেরফের হবেই। কেমনে কথা রাখি ভাইজান, বরুনাতো কথা রাখেনি। ;( \|/
রিমি রুম্মান
আহারে এএএএ……… !!!!
সীমান্ত উন্মাদ
আহারেরএএএ কইলেই হপে না, একখান বউ খুঁজেন।
মোঃ মজিবর রহমান
সীমান্ত উম্মাদ কয়টা লাগব
এত দুঃখ লইয়েন না বউ ছাড়া যখন এত্ত গুলা ব ছ র পাড়ি বাকী চলবে হুতাশ হুতাশ কইরেন না
আশা রাখি পাইবেন ইয়া মস্ত বড় একখান ভাবি নাচেন \|/ \|/ \|/
সীমান্ত উন্মাদ
আপনের মুখে ফুলচন্ডন পড়ুক কিন্তুক ভাইযান আমার ইয়া বড় ভাবির দরকার নাই। ছোটখাট একজন হইলেই হপে।
রাসেল হাসান
আপনার রম্য প্যারোডি টি ভালো লাগলো। :D) বিয়া কইরা ফেলেন…
সীমান্ত উন্মাদ
বদদোয়াডা এমনে দিলেন ভাই। :D)
সীমা সারমিন
ভাইজান আপনার দুক্ষখান আমি বুঝি 🙁 ………আমি তো আপনার গান খান গাইয়াই ফেলাইলাম চক্ষু মুছতে মুছেতে এইভাবে………………… “বর ছাড়া আর কত বছর জীবন চলবে রে”….. :D)
সীমান্ত উন্মাদ
শেষ পর্যন্ত আপনেও ভাইজানই কইলেন :p । যাউগ্গা টেনশন ন লইয়েন, আপনের জন্য একখান বর দেখছি, হাইকোর্টের সামনে থালা হাতে আমনের জইন্য অপেক্ষা কইরতেছে। :p :p :p ;( ;( :D) \|/
সীমা সারমিন
আমি ভাই খান কইতে চাইনাই , আপনে তো বোঝেন না —– ভাইখান বাদ দিয়া জান খান ধরলেই তো হয় ——- তাইলে তো আর বউএর জন্য থালা ধইরা থাকোন লাগে না \|/
সীমান্ত উন্মাদ
ওরে খাইছেরে আপনি দেহি চিরিয়াচ হয়ে গেছেন গা, খাইচে আমারে। আফাগো আপনার কি জানা নাই উন্মাদের কথায় কান দিতে নাই। :p ;( :D)
সীমা সারমিন
তাইলে আর কি করবেন ……… হাইকোর্ট এর সামনে থালা নিয়া বইসা থাকেন……… :D)
মোঃ মজিবর রহমান
টাকা যখন আছে ইন্টারভিউ ওকে।
পাশে বসাইয়ে বাবা মার কাছে লইয়া জান।
সীমান্ত উন্মাদ
আহেনাতো ভাই। কয় উন্মাদরে বিয়া কইরা মরমুনি। কিতা করতামকন।
সঞ্জয় কুমার
lol
সীমান্ত উন্মাদ
lol