কথার ভীড়ে

আহমেদ মারুফ ২৪ ফেব্রুয়ারি ২০১৪, সোমবার, ১২:৪৬:০০পূর্বাহ্ন বিবিধ ৬ মন্তব্য

বলি বলি করে কাটিয়ে দিলাম কতকাল।
কতদিন আমি দাঁড়িয়েছি নিজের মুখোমুখি
সেই কথাগুলো তোমাকে বলবো বলে।
সাজাতে চেয়েছি মালা
কিন্তু পারিনি। মালা আমার
ছিড়ে গিয়ে বাড়িয়েছে তব জ্বালা।

সহজ কথাগুলো
যায়না সহজে বলা। জানিনা;
এভাবে আর কতকাল চলবে আমার
সেই সব কথার ভীড়ে পথ চলা।

ফেবু পোস্টঃ https://www.facebook.com/rockstaah.maruf/posts/608337282582401?ref=notif&notif_t=like

৯১৫জন ৯১৫জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ