ভালোবাসা মানে

নীলকন্ঠ জয় ১১ ফেব্রুয়ারি ২০১৪, মঙ্গলবার, ০৯:৩৬:৩৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

ভালোবাসা মানে বিক্ষিপ্ত আঁধারে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি
জ্বলন্ত আগুনের শেষ প্রান্তে অসহায় লুটোপুটি
ভালোবাসা মানে অমানিশার ঘোরে, ঝাপসা চোখে
শুকিয়ে যাওয়া স্বপ্ন শিশির বিন্দু !

ভালোবাসা মানে শুন্য বুকে সাজানো শশ্মান চিতা
ছাই হয়ে যাওয়া স্বপ্নগুলো হাঁতড়ে খুঁজে ফেরা
ভালোবাসা মানে থমকে যাওয়া হঠাৎ দমকা হাওয়া
হিমাঙ্কের নিচে উষ্ণতার খোঁজে উদোম গায়ে হাঁটা।।

ভালোবাসা মানে ভদকার নেশা, সোঁয়া পয়সায় আস্থা রাখা
বদ্ধ ঘরে হাওয়া বদলের আবেগহীন দুরন্ত তাড়া
ভালোবাসা মানে অসহায় মূহুর্তে পৌরুষত্বে আঘাত হানা
মর্মস্পর্শী অভিনয়ের মিথ্যে উপাখ্যান গাঁথা।

ভালোবাসা মানে সাহারার ঝড়ে অস্তিত্বের অনুভব
বালুঝড়ে মিলিয়ে যাওয়া আস্থাহীন মরীচিকা
ভালোবাসা মানে বিশ্বাসের প্রতিদানে ঢুকরে কেঁদে ওঠা
অনুভুতিহীন কফিনে শেষ পেরেকটিই ঠুকে দেওয়া ।।

578849_266363890142933_535553489_n

৮৩৬জন ৮৩৬জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ