বিষধর সাপটি ক’দিন পরপরই ফনা তুলে দাঁড়ায়
বিষাক্ত দূষিত শ্বাস অবলীলায় চারপাশে ছড়ায়
কেউ বলে নাম তার সংখ্যালঘু, কেউ বলে সাম্প্রদায়িকতা।
তীব্র যন্ত্রণা, শঙ্কা আর অপমানবোধ নিখিলেশের চোখে মুখে
নিভুনিভু প্রদীপ শিখার মত ক্ষীণ স্বরে বলে উঠে__
দিদি, আর যে পারিনা, শেষবেলায় বুঝি চলে যেতেই হবে!
চম্কে উঠে বলি, এ দেশের জন্যে চড়ামূল্য দিয়েছিলি কেন একদিন
স্বপ্ন নিয়ে রক্ত বেঁচে স্বাধীনতা এনেছিলি কেন তবে সেদিন?
বুকের পাঁজর ভাঙ্গা দীর্ঘশ্বাস, অশ্রুসজল চোখে নির্বাক দাঁড়িয়ে
উক্তেজিত হই, চিৎকার করে উঠি, বলি, চেয়ে দেখ নিখিলেশ
ওই দূরে এখনো পত্পত্ করে উড়ে লাল সবুজের পতাকা
এখনো সবুজে ছেয়ে থাকে প্রকৃতি, পাখিরাও ডেকে যায় আপনমনে
এ যে তোরই জন্মভুমি, পূর্বপুরুষের ভিটেমাটি__ যাস্নে কোথাও
ডুকরে উঠে সে, বলে, দিদি এ আমার নিয়তি
নইলে নিজভুমে কেন আজ হলেম পরবাসী ?
মাথা নুইয়ে থাকি,
মনের কোনে বিষাদের আঁধার ঘনায়
এ ভারী অন্যায়, ভীষণ অন্যায়।
২২টি মন্তব্য
বনলতা সেন
সত্যিই ভারী অন্যায় , কেউ কেউ ফসল তুলতে ব্যস্ত ।
রিমি রুম্মান
যারা অন্যায় করছে, নিখিলেশদের চলে যাবার রাস্তা করে দিচ্ছে… তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। ভাল থাকবেন।
আফ্রি আয়েশা
সাম্প্রদায়িকতার আগুন মানবতাকে পুড়িয়ে দিচ্ছে 🙁
রিমি রুম্মান
আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলাম একটি অসাম্প্রদায়িক দেশের জন্য…
জিসান শা ইকরাম
এসব ভাবলে কষ্ট হয় খুব
নিজভুমে পরবাসী অনেকে
সুন্দর উপস্থাপনা ।
ভালো থাকুন প্রবাসে ।
রিমি রুম্মান
এসব নিউজ পড়ে পড়ে এই প্রবাসেও মনের কোনে আঁধার ঘনায়…
লীলাবতী
ইদানিং খুব হতাশা বাসা বেধেছে মনে ।
কবে এসবের অবসান হবে ?
রিমি রুম্মান
আমি হতাশ হতে চাই না… আশাবাদী হতে চাই ভীষণভাবে …
মোঃ মজিবর রহমান
যারা প্রতিরোধ করবে তারাই যে তাঁদের কাছে মাথা নয়ায়েছে আপু,
যে শরসের তেলে ভুত তাড়াবেন সেখানেই গরদ, কার কাছে আশ্রয় চাইবেন?
এখন দরকার নতুন সংগ্রাম, নতুন আন্দলন
যা হবে সকল সাম্প্রদায়ীকতা ও অনৈতিকতাঅমুক্ত।
রিমি রুম্মান
ঠিক বলেছেন ভাইয়া। ভাল থাকবেন।
সীমান্ত উন্মাদ
সত্যিই ভারি অন্যায়।
রিমি রুম্মান
অন্যায়ের প্রতিবাদ আর প্রতিরোধ খুব জরুরী আজ… নিখিলেশদের মনোবল ফিরে পেতে।
মা মাটি দেশ
কবে যে এ আতংক হতে মুক্তি পাবো? (y)
রিমি রুম্মান
তবুও আমি স্বপ্ন দেখি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশের…
হলুদ পরী সাদা নাকফুল
সত্যি এ ভারী অন্যায় ভীষণ অন্যায়
রিমি রুম্মান
ধন্যবাদ অশেষ…
নীলকন্ঠ জয়
🙁 🙁
রিমি রুম্মান
🙁
শুন্য শুন্যালয়
কি হবে আপু.. একসময় আমাদের লেখায় ক্লান্তি চলে আসবে..তাদের দীর্ঘশ্বাস তারাই শুধু শুনবে যারা ভুক্তভোগী .. 🙁
রিমি রুম্মান
ওদের মনোবল ভেঙ্গে গেছে এই দেশের প্রতি। অথচ ওরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল সেদিন… 🙁
স্বর্ণলতা
নিখিলেশরা থাকবে আমাদের এই সমাজে , অত্যাচারী দূর হবে একদিন। আমরাই গড়বো সুন্দর সমাজ ।
খসড়া
সবাই আমার মনের কথা বলে দিয়েছে। 🙂 ভাল লাগল।