
কার কার মনে পরে সেই পুরোনো নোকিয়া ফোনটির কথা?
“সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা…..” গানটির মত সে প্রথম ফোন আমার নোকিয়া (y)
এই একটি ফোন, যার সাথে জড়িয়ে আছে মানব মনের কত আবেগ, কত স্মৃতিকথা, তাই না?ফোনটাকে আমরা কত যত্ন করে তুলে রাখতাম। কেউবা আবার হারিয়ে যাবার ভয়ে শো কেইসে তালাবন্ধ করে রাখত। ;? একটু যেন পানির ছিটে না লাগে তাই সামলে রাখতো কেউ কেউ। আরো কত কি!ইনবক্সে জমা থাকত কত মজার মজার এস এম এস। এক একটা ইনবক্স যেন একটা জীবন্ত ইতিহাস। কারো কারো আবার থাকতো বিশেষ কারো জন্য অপেক্ষা। অপেক্ষমমান ব্যাক্তির যার জন্য অপেক্ষা তার আবার ফোন না থাকলে প্যারা থাকত, অন্যের ফোন থেকে মিসডকল মারতে হত কিনা। :p তারপর আসি রিংটোনে। নোকিয়ার সেই রিংটোন শুনলে এখনো মন কেমন করে উঠে না? সত্যি বলবেন! মনে হয় না, যে কে যেন আপনাকে স্মরণ করল?
আজকাল ফোন যেমন সবার হাতে হাতে, তেমনি কলও আসে অহরহ। তাই আগেকার সেই ফোনাবেগ আজকাল আর তেমন একটা দেখা যায় না।
তবে যাই হোক, প্রথম প্রেমিকের জায়গা যেমন কেউ নিতে পারে না, তেমনি প্রথমবারের সেই নোকিয়া ফোনের স্মৃতি মুছে ফেলা যায় না।
এভাবেই নতুনেরা এসে পুরাতনের জায়গা দখল করে নেয়। ঠিক যেমন ২০১৭ দখল করতে যাচ্ছে ‘১৬ র জায়গা। তবুও আমরা পুরোনো স্মৃতি বুকে নিয়ে নতুন করে বাঁচি। :v
(3 -{@ (3 শুভ হোক ২০১৭। (3 -{@ (3
২৪টি মন্তব্য
মৌনতা রিতু
হুম, আমার প্রথম ফোন ছিল উপরে এন্টিনার মতো। নকিয়া এই এগারোশো মডেলের ফোনটি এখনো আমার আলমারিতে আছে।
এই ফোনে আসলে ম্যাসেজে অনেক অনেক ইতিহাস লুকানো।
নীরা সাদীয়া
হুম। ঠিক বলেছেন। কত শত স্মৃতি এ ফোনটার সাথে।
জিসান শা ইকরাম
কত স্মৃতি মনে করিয়ে দিলেন 🙂 বাজারে আসার সাথে সাথেই ফোনটা কিনেছিলাম। কত যে ভাব নিতাম ফোনটি দেখিয়ে। খুব স্মার্ট একটি ফোন ছিল এটি।
আজকাল এন্ড্রয়েড ব্যবহার করি, কিন্তু এই ফোনের যে মজা ছিল তা এখন আর পাইনা।
ধন্যবাদ এমন পোস্টের জন্য।
ইচ্ছে হচ্ছে আমিও একটি পোস্ট দেই মোবাইল নিয়ে।
নীরা সাদীয়া
হাহাহাঃ ধন্যবাদ। শুভকামনা রইল।
জিসান শা ইকরাম
নববর্ষের শুভেচ্ছা নিন -{@
নীরা সাদীয়া
শুভেচ্ছা নিন যদিও দেরিতে।
আবু খায়ের আনিছ
আমার দূভাগ্য বটে, সেই কবে থেকে শুরু মাঝে একখানা নকিয়া ব্যবহার করলেও সেই ১১০০/১১১০ বা এর আশেপাশের মোবাইলগুলো ব্যবহার করা হলো না।
নতুন বছরের শুভেচ্ছা।
নীরা সাদীয়া
আহা..অনেক..শুভকামনা…রইল।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মোবাইলের সেই সাদাকালো যুগটা ছিলো রিয়েল।এখন রঙ্গিনের ভিড়ে তা ইতিহাস।খুবই সুন্দর উপস্থাপনা।শুভ নব বর্ষ ২০১৭ -{@
নীরা সাদীয়া
সত্যি….বলেছেন।ধন্যবাদ অাপনাকে।
ছাইরাছ হেলাল
নূতনের শুভেচ্ছা,
আমার এই ফোনটি যত্ন করে রেখে দিয়েছি, চালুও;
নীরা সাদীয়া
আপনাকেও শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
কোন মাইন্ড কইরেন না। নকিয়া নোকিয়াই।
ফোন কিনলে নোকিয়া , প্রেম করলে পরকিয়া।
আমার প্রথম কেনা এই ফোন্টি পানিতে নস্ট তাই শেষ……।
২০১৭ -{@
নীরা সাদীয়া
আমারটা চোরে নিয়ে গেছে। শুভরাত্রি।
নাসির সারওয়ার
আহারে, ঐ ফোনের আমলে আমার ফোন নেবার বয়স হয়েছিলোনা!
তা বিজ্ঞাপনের জন্য নোকিয়া থেকে যে সন্মানী পেলেন, তা কি একার নাকি সোনেলার সোনারাও কিছু পাবে!
নীরা সাদীয়া
হাহাহাঃ শুনেছি নোকিয়া কোম্পানী বিক্রি হ গেছে। শুভরাত।
নীলাঞ্জনা নীলা
ভাগ্য খারাপ আমার। জীবনের প্রথম নিজস্ব সেলফোন জাপানে এসে ২০০৪ সালে, তাও এমন মারাত্মক ব্র্যান্ড টাইপ কোনো মোবাইল না। তবে এই নোকিয়া আমার বাপির ছিলো। বহুবছর শুধু নয়, এক যুগ ব্যবহার করেছিলো। কতো স্মৃতি এটায়। তবে ওই ফোন না থাকলেও বাপির নাম্বারটা একই থেকে গেছে, বদলায়নি।
নতূন বছরের শুভেচ্ছা।
নীরা সাদীয়া
আমারটা ২০০৭ এ নেয়া। সেটা চোরে নিয়ে গেছে। শুভরাত্রি।
নীলাঞ্জনা নীলা
আহারে! 🙁
শুভদিন।
নীরা সাদীয়া
আপনাকেও জানাই শুভদিন, শুভকামনা।
অপার্থিব
নোকিয়া ফোন আর ডিজুইস সিম !! আহ কি সব দিনই না ছিল এক সময় !!!
নীরা সাদীয়া
একদম ঠিক বলেছেন। শুভরাত্রি।
নিহারীকা জান্নাত
আমার প্রথম মোবাইল ছিলো Nokia 7260. সেই মোবাইল কেনার কত কাহিনি। কত কথা মনে পড়ে যাচ্ছে।
নীরা সাদীয়া
ধন্যবাদ আপু শুভ রাত।