ইট কাঠ পাথর আর কংক্রিটের শহরে সবই নকল সব কিছুতেই ভেজাল
খাদ্যে ভেজাল বাতাসে বিষ মানুষের ভালোবাসাতেও ভেজাল
নির্ভেজাল ভালবাসা শুধু পৃথিবীতে একজনই দিতে পারে আর সে হচ্ছে মা
অনেক বড় হয়ে গেছি অনেক দূরে চলে এসেছি
কতদিন মায়ের কোলে মাথা রেখে ঘুমায় নি
সব সন্তানের কাছে তার মা পৃথিবীর সেরা মা
৫টি মন্তব্য
পুষ্পবতী
ঠিকই বলেছেন মায়ের মতো কেউই ভালবাসতে পারবেনা। একমাত্র খাটি ভালবাসা মায়ের ভালবাসা।
ছাইরাছ হেলাল
মা মা-ই ।
মশাই
একমাত্র খাটি ভালবাসা মায়ের ভালবাসা।
সঞ্জয় কুমার
মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ ।
শুন্য শুন্যালয়
মা ।