১# দুঃস্বপ্ন
আমার প্রাক্তন বউ ফিরে এসেছে আমার কাছে।
২# মিথিলার আত্মহত্যার চিরকূট
“আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম।বিয়ের পর ওর ভালোবাসা কমে গেছে।”
৩# কালচার
মেয়েটার বিয়ে ভেংগে গেল কারণ পাত্র পক্ষ জেনে গেছে মেয়ের মায়ের আগে একবার বিয়ে হয়েছিল।
৪# ঠক
কিন্তু আমি তাকে বিশ্বাস করেছিলাম!
৫# সততা
“অনেক ধন্যবাদ ভাই। এই চেইনটা আমার শাশুড়ি দিয়েছিল। কখন যে খুলে পরে গেছে টেরই পাইনি। থ্যাংকস!” হাসি মুখে হাবিবকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চেইনটা নিয়ে ভদ্র মহিলা ব্যাংক থেকে বেরিয়ে গেলেন।
মহিলা চলে যেতেই হাবিব বিষ দৃষ্টিতে তাকালো ওয়েটিং চেয়ারে বসে থাকা ১০/১২ বছরের ছেলেটার দিকে।
এই পিচ্চি হারামজাদা তাকিয়ে না থাকলে চেইনটা ফেরত দেয়া লাগতো না ওর। ইশস! নিশ্চিত আধা ভরি হবে ওটা!!!
৬# স্বমেহন
এই দেশে সাহিত্য হয় না। আমিই যা একটু লিখি। আর সব গরু ছাগল।
৭# রুপান্তর
যেদিন জানলাম এনা গাছ খুব ভালবাসে সেদিন থেকেই আমি গাছ হওয়ার সাধনা করছিলাম। একসময় আমি সফল হই। কিন্তু এত গাছের ভীরে এনা আমাকে খুজে পায় না।
৮# উপেক্ষা
– কেমন আছ?
-হুম
৯# জুয়া
“টেক্কায় পাশশো!!!”
“ইশশশশ!!!”
১০ সেকেন্ডে দিনমজুর ছলিম হারিয়ে ফেললো তার দুই দিনের কামাই!!!
৩০টি মন্তব্য
নীহারিকা জান্নাত
খুব ভালো লাগলো।
প্রত্যেকটি অণু/পরমাণু গল্পই অসাধারণ!
আরো চাই কিন্ত।
শিপু ভাই
ধন্যবাদ আপু
রিফাত নওরিন
খুব সুন্দর…. প্রতিটা পরমানু গল্প আবার এক একটি ভিন্ন গল্প হতে পারতো !!
তবে পরমানু গল্প আইডিয়াটা অসাধারন কিন্তু !!!
শিপু ভাই
আমি চেয়েছি যত কম রেখা ব্যবহার করে একটা পরিপূর্ণ চিত্র আঁকতে।
🙂
থ্যাংকস
ছাইরাছ হেলাল
এগুলো পরমাণু মনে হলে পরমাণু না,
৬ নং তো মারাত্মক!!
শিপু ভাই
গল্প লেখা আর ছবি আঁকায় আমি তেমন পার্থক্য দেখি না। ডিটেইলে না গিয়ে কেবল কিছু রেখা ব্যবহার করে স্কেচ করলাম এগুলো!!!
৬ নং এর মত অনেক লেখক আমি দেখেছি :p
আবু খায়ের আনিছ
ভালোই হলো, কিছু কনসেপ্ট পাওয়া গেলো লেখার কিন্তু আমি তো লিখতেই পারি না, সব ছাইপাশ লিখে রাখি।
শিপু ভাই
আপনি চমতকার গুছিয়ে লিখতে পারেন! আমি জানি। 🙂
নীলাঞ্জনা নীলা
৫ নম্বরটা দারুণ মজা পেলাম।
৮ নম্বরটায় জানলাম “হুম” বলে থেমে যাওয়া মানে উপেক্ষা করা।
আর ৬ নম্বরটা তো ফাটিয়ে দিয়েছেন।
শিপু ভাই
কেমন আছ এর উত্তর নিশ্চই হুম হবে না! হাহাহাহা
নীলাঞ্জনা নীলা
আমি কিন্তু হুম হুম বেশী বলি। 😀
শিপু ভাই
প্রয়োজনে হুম আমিও বলি। বাট অপ্রাসঙ্গিক হুম মেজাজ খারাপ করে ^:^
মৌনতা রিতু
খুবই সুন্দর একটা উপলব্দির লেখা পড়লাম। স্ত্রী ফিরে আসা পুরুষের জন্য দুঃস্বপ্ন!
এড়িয়ে যাওয়াটা ভাল লেগেছে। বুঝলাম। এখন থেকে এমন হলে আর দ্বিতীয়বার কোনো কথা নয়।
শিপু ভাই
সব পুরুষের জন্য কি না কিন্তু আমার জন্য দুঃস্বপ্নই। :p
বেহুদা হুম বলায় আমি এক বান্ধবীর সাথে সম্পর্কচ্ছেদ করেছি।
সৈয়দ আলী উল আমিন
প্রত্যেকটি অণু/পরমাণু গল্পই অসাধারণ!
শিপু ভাই
অনেক ধন্যবাদ 🙂
মিষ্টি জিন
১ নাম্বার অসাধারন। ৬ নাম্বারে মজা পেয়েছি।
৮ নাম্বারটা অসয্য
মাথায় কত বুদ্ধি মানুষের ।
শিপু ভাই
আপনি পরী তাইলে জিন নাম কেনু?
আর সেটা তো জ্বীন!
নাকি আপনি এলকোহলজাত জিন??? :p
মিষ্টি জিন
আমি কিন্তু বলিনাই আমি পরী.. বলেছি আমার লেখা ভ্রমন প্যাচালী তে একটা গরীব লেবানিজ পরী আছে ।
শিপু ভাই
সেটা তো বুঝেছি.
আমি বলছি আপনার আইডি নেম এর কথা 😀 😀
মিষ্টি জিন
আমি জ্বীন না আর বোতলজাত জিনও না..
আমি জিন., রহস্য 🤐
শিপু ভাই
:D)
জিসান শা ইকরাম
অনু গল্প আগে পড়েছি,
পরমাণু গল্প এই প্রথম পড়লাম।
প্রতিটি পরমাণু গল্পই একটি বড় গল্পের সমান বা তার চেয়েও বেশি,
অসাধারন লাগলো।
চলুক আরো,
শিপু ভাই
অনুপ্রাণিত হলাম মামা। ধন্যবাদ 🙂
গাজী বুরহান
🙂 = উপেক্ষা হবে।
এ অনু পরমাণুর কোন গল্প না, এ তো দেখি ইলেকট্রন, প্রোটন, নিউটনদের আত্মকথা!!
শিপু ভাই
🙂
মোঃ মজিবর রহমান
খুব ভাল লাগলো ভাইয়া।
প্রিয়তে নিলাম।
শিপু ভাই
থ্যাংকস 🙂
অপার্থিব
ভাল লাগলো পরমানূ গল্প গুলো। আরো লিখুন এমন পোস্ট।
শিপু ভাই
ধন্যবাদ 🙂