বুকে একরাশ কষ্ট জমাট বেধে আছে, কি বলবো অর্থাৎ কি লিখব ভাষা খুঁজে পাচ্ছিনা। একসময় তুমি আমার সবকথা কে ভালবাসতে, ভালবাসতে আমার বাঁচালের মত বলে যাওয়া বক্তব্যকে।
সবসময় ফোনটাকে হাতের কাছে রাখতে ভাবতে এই বুঝি আমি ফোন দিবো। ফোনটা রিছিভ করতে, বেজে ওঠার আগেই। অপেক্ষা করতে কখন আমি তোমাকে একটা এসএমএস দিবো, মনে মনে অনেক অভিমান করতে যখন সারা দিন শেষেও আমি তোমাকে এসএমএস বা ফোন দিতাম না।
সেই তুমি আজ অনেক দূরে ঠেলে দিয়েছ আমাকে। আমার মন্ টাকে খুব সহজে জয় করে নিয়েছিলে তুমি, বাসা বেধেছ আমার হৃদয়ে, এখন হয়তো আমাকে আর ভালো লাগে না । হয়তো আশা করছ নতুন কিছু।
হয়তো পছন্দ করছ এমন,
এমন,
এমন, অথবা
এমন কাউকে।
আমি এদের কারো মত নই। নই তেমন সুন্দর, নই মেধাবী, নই ধনী বা তেমন গুরুত্ব পূর্ণ কিছু।
তবে একটা জিনিস যা আমি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি ও অহংকারের সাথে বলতে পারি আমি মনের দিকদিয়ে অনেক অনেক বড়লোক , অনেক ধনী একজন নারী।
আমার মনটা প্রজাপতির ডানার মত রঙ্গিন, সবুজ
পাতার মত শুভ্র, টাটকা
ফলের মত সজীব , গোলাপ
ফুলের মত কোমল ।
নিজের গুণগান নিজেই গেয়ে ফেল্লাম , তোমার হয়তো ভালো লাগছে না,ভাবছ ফেবিকল আটা না সুপার গ্লু আমি, হাজার চেষ্টার পরো ছাড়াতে পারছনা নিজেকে। আমি সত্যিই তোমাকে নিজের সাথে সুপার গ্লু এর মত জোড়া লাগিয়ে দিয়েছি , এমন শক্তভাবে আটকিয়ে নিয়েছি ভেঙ্গে টুকটা টুকরা হয়ে নষ্ট হয়ে যাবে কিন্তু ছেড়ে যাবে না।
সোনেলার এই গোলাপ গুলো তোমার জন্য
সাথে থাকছে আমার হৃদয় ও ভালবাসা
শুনেছিলাম ৭ শুভ সংখ্যা তাই ৭ টি ফুলের সাথে ৭ টি ভালবাসার প্রতীক দিয়ে দিলাম ।
……………………….সীমা সারমিন…………………….[{(অনুভূতিঃ- যখন লিখেছি তখন অর্থাৎ এখন)}]
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
লেগে থাকুন , হবে কিছু একটা ।
কঠিন অবস্থা দেখছি ।
আমার স্বপ্ন ও মনের কথা
কি জানি কি হয়…………।। 🙁
মা মাটি দেশ
হরতাল দিন পুরো এক মাস দেখবেন সব ঠিক হয়ে গেছে।ধৈর্য্যই ভালবাসা।
আমার স্বপ্ন ও মনের কথা
সেটা করতে পারলে তো হতই………
সে তো এখন আমার কাছে পানির মত………
পানি একদিন না পান করে যেমন কেউ থাকতে পারে না তেমনি তার কথা না ভেবেও আমি চলতে পারি না
তন্দ্রা
চলুক সবার আনন্দ
আমার স্বপ্ন ও মনের কথা
আনন্দ ……… 🙁
খসড়া
মজা পেলাম।
আমার স্বপ্ন ও মনের কথা
কষ্ট দেখে………… 🙁
রকিব লিখন
এত কষ্ট কেন ভালোবাসায়।।
—— ভাললাগল একজন হৃদময়ী মানুষের প্রেমের কীর্তন শুনতে।। আপনার মনের মানুষ আপনার জীবনে আসুক মাতিয়ে আপনার ভুবন।। এই কামনায়……………………………………..
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ……… সে যেন চিরকাল আমারই থাকে……………