
পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিরে,
আমি খুঁজি সিক্ত ঘাসে তোমার ছবি
পূব আকাশে উঠে যখন রাঙা রবি।
যে পথ দিয়ে তুমি গেছো হে মোর কবি
আজও এ মন চায় সে’দিকে ফিরে ফিরে,
পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিরে।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কবির কবিত্ব কবিতায়
রেখে দিলাম ভালীবাসায়।
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
মোঃ মজিবর রহমান
ভালো থাকবেন বোরহান ভাই। আপনি দেশের কোথায় থাকেন, যদি ঢাকায় থাকেন দেখা করতাম একদিন, আল্লাহ চাইতো দেখা হোক।
বোরহানুল ইসলাম লিটন
মজিবর ভাই,
আমি অনেক আগে ঢাকা ছেড়েছি।
বর্তমানে দেশের বাড়িতেই থাকি।
কখনও ঢাকা গেলে অবশ্যই যোগাযোগ করে দেখা করবো। শুভ কামনা রইল নিরন্তর।
মোঃ মজিবর রহমান
আলহামদুল্লাহ, আমিও ঢাকা ছাড়ার চেষ্টায় আছি বাদবাকী আল্লাহ্র হাতে।
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর ভাইয়া। সহজ, সরল ভাবে তুলে ধরলেন ট্রায়োলেটটি। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা রইল!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
মুগ্ধতা রেখে গেলাম।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতা নিরন্তর!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময়
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।