হেমন্ত বন্দনা

সঞ্জয় মালাকার ২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১১:১৬:১৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

হেমন্তের শুভেচ্ছা নিবেন প্রিয় সকলি,,
শরৎ,,
শরৎ বিদায়ে আসলো হেসে প্রিয় হেমন্তকাল
শিশির ভেজা শীতের স্পর্শ মাখা মিষ্টি সকাল,
আলোর বানে উঠলো হেসে কৃষকের উঠোনে ধান
টুটে হাসি কণ্ঠে তাহার নবান্নের গান।

নবান্ন উৎসব হেমন্তের গান, নতুন ধানের চালে
বাহারি রঙের পিঠা পুলি যুক্ত হয়েছে সাথে,
খেজুর গাছে উঠবে কৃষক মাটির কলসি বাঁধিব তাতে
ফোটায় ফোটায় ভরবে কলসি মিষ্টি মধুর রসে।

সেই রসে রান্না হবে পিঠা পুলি নতুন চালের পায়েস
সেই পায়েসের মিষ্টি ঘ্রাণে ভরিবে মায়ের পরাণ,
সর্ষে ক্ষেতে আসিবে হেসে ফুলের গালিচায়
মৌমাছিরদের ভরবে ঘর অপেক্ষায় মৌয়াল।

শরৎ শেষে আসিল হেসে প্রিয় হেমন্তকাল
নতুন ঋতু নতুন গানে ভরে উঠুক সবার প্রাণ,
রাঙা বৌয়ের সাজে সাজুক হেমন্তের সকাল-
মায়ের হাসিতে সবুজ সোনালী কণ্ঠে মধুর গানা।

সঞ্জয় মালাকার //

১৩৯০জন ১২৫৬জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ