
হেমন্ত!
এ কোন্ ক্রমাগত ঝরে পড়া,অক্লান্ত বিষণ্ণতা,এ-বেলায়,ও-বেলায়,অবেলায়! অহেতুক আটকে পড়া, আটকে যাওয়া, দিনান্তে-ও;হৃদয়ে কাঁপন জাগে হিম-বাতাসে, সান্নিপাতি বা ওলাওঠা না হোক, সামান্য গা-গরম তো হতেই পারে, বুকে নিমুউনিয়ার ডাক না হয় বাদ-ই দিলাম! এ-কী!দিনান্তে একটু তাড়িয়ে/নাড়িয়ে মজা দেখা/মজা নেয়া! দেখ্ এবার,কত বড় ‘ক’! নাকি গভীর কোন ষড়যন্ত্র! ফেলে রাখা ফেলে যাওয়া, কাঁচাপাকা ফসলের মাঠে, নৈমিত্তিক যাতনা-খেলার মত! লুকোচুরির এই বৃষ্টি, এই জল খেলার ছলে জান-প্রাণ নিয়ে লোফালুফি !
হে সোনালী হেমন্ত
ঝড়-জল দিয়ে বেমক্কা/আচমকা বেমানান পিলে-চমকানো খেলা বড়ই বেমানান;
আটকে আছি এই ধানসিঁড়িটির কাছে, আটকে গেছি এই-ই তীরে জন্ম জন্মান্তরে।
বর্ষা সৌরভের বর্ষা-মঙ্গল শেষ হোক এবার, মনোহর সোনালী উৎসবে।
নীলাঞ্জনা হেমন্ত,
আমাদের পাঁকে ফেলে পাঁজর কাঁপিয়ে এ কোন দেখে নেয়ার মজা মজা খেলা!
আঁকাবাঁকা জানা/অজানা অনেক –জানা সুমধুর পথের ডাকে উথল নৃত্যে পা ফেলো-না,
একাকিনীর ঘন-সবুজ-বনে দুষ্টুরা ছিটি বাজাচ্ছে ঢোল-কলমির ফুল হাতে!
অক্লান্ত উর্বশী সাহসিকা অপ্সরা হেমন্ত,
দুরন্ত-ডানার নবান্ন সোনালী কল্লোল রোদ নিয়ে ঐ আসছে , অনুপম উষ্ণ অনুরাগে।
৩২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
হেমন্তকে বন্দনার বদলে বকা-ঝকা করলেন মাহারাজ!!
ছাইরাছ হেলাল
হে সোনালী হেমন্ত, নীলাঞ্জনা হেমন্ত, অক্লান্ত উর্বশী সাহসিকা অপ্সরা হেমন্ত!!! এগুলো কী!
এক চোখা হলে তো হবে না।
সাবিনা ইয়াসমিন
একচোখ দেখালাম কই! আমি জিজ্ঞেস করলেই দোষ? আর আপনি যে হেমন্তকে আদরে-সাদরে ডেকে এনে ধোলাই দিচ্ছেন, এটা কিছু না!!!?
ছাইরাছ হেলাল
এভাবে বলতে নেই, ঋতুদের ভালবাসি বলেই ডাকি/বকি।
আর হেমন্ত যে অত্যাচার চালিয়ে যাচ্ছে তাতে খালি বকা-বকিতে কাজ হবে বলে মনে হচ্ছে না।
লেখা কৈ!
সাবিনা ইয়াসমিন
লেখা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে 🙁
ছাইরাছ হেলাল
এত বুদ্ধি নিয়ে ক্যামনে কাটে দিন!
জিসান শা ইকরাম
হেমন্তকে কর্দমাক্ত করে দিয়েছে বর্ষা,
কৃষক এবং অন্যান্য পেশার মানুষ গৃহবন্ধী বলা যায়,
এ কেমন বর্ষা এলো হেমন্তের প্রারম্ভে!
ছাইরাছ হেলাল
ধানসিঁড়িতে যাওয়ার পরিকল্পনা বাদ দিতে হয়েছে,
মসজিদে যেতে পারছি না, তারপর ঠাণ্ডা না-লেগে যায় এই ভয়ে আছি।
এই হলো সাধের হেমন্ত বিড়ম্বনা!
জিসান শা ইকরাম
আমি তো গত তিনদিন বাসার বাইরে যাইইনি,
ভালোই বিড়ম্বনা বৃষ্টিতে,
ব্রীক ফিল্ডের প্রস্তুতি নিয়েও অর্ধেকের পর থেমে আছে।
২৭ তারিখ পর্যন্ত থাকবে বৃষ্টি,
কি আর করা?
ছাইরাছ হেলাল
করার কিচ্ছু নেই, তাই লিখে লিখে ঝাল মেটাচ্ছি!
তৌহিদ
হেমন্তকে বর্ষাররুপে দেখছি গত দু’দিন ধরে। আর ভালো লাগছেনা এই রুপ। হেমন্ত ফিরে আসুক স্বরুপে এটাই মনোবাসনা। মন খারাপ করবেননা কবি।
হেমন্ত বন্দনায় এক হালি পূর্ণ হলো। অভিনন্দন।
ছাইরাছ হেলাল
হেমন্ত সত্যি যন্ত্রণা দিচ্ছে।
তাই লিখে-টিখে ঝাল ঝাড়ছি।
মাত্র এক হালি! তাতেই অভিনন্দন!
রেহানা বীথি
অকালে অনাসৃষ্টি
ছাইরাছ হেলাল
একদম ঠিক বলেছেন,
সত্যি সত্যি-ই অনাসৃষ্টি।
সুরাইয়া পারভিন
পুরো দুদিন গৃহ বন্দি এই অনামুখো অনাবৃষ্টির কারণে। লেখাটা পড়ে বেশ স্বস্তি মিললো। দারুণ লিখেছেন 👏 👏 👏
ছাইরাছ হেলাল
অনামুখো অনাসৃষ্টি!
দারুন শব্দ ব্যঞ্জনা মন্তব্যে। ধন্যবাদ।
মাহবুবুল আলম
পড়ে ভাল লাগলো। ভাল থাকবেন!
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ,
আপনিও ভাল থাকবেন অবশ্য-ই।
আরজু মুক্তা
হেমন্তের বারোটা বাজছে। ছন্দ পতনে। অবশ্য দারুণ বিশেষণে বিশেষায়িত করেছেন হেমন্তকে।
ছাইরাছ হেলাল
ছন্দ পতন মানে! হেভভি পতন।
তেমন আর বিশেষ দিতে পারলাম কৈ!
আরজু মুক্তা
তবুও ভালো লেগেছে।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি।
শাহরিন
ভাই বসন্তের জন্য কিছু প্রেম জিইয়ে রাখেন। সব কবিতা এই সিজনে লিখলে পড়ে কি হবে!!!
ছাইরাছ হেলাল
আপনি চিন্তাইয়েন না, কুটি কুটি লেখা জমা আছে!
আহা এমুন আফা আর কৈ পামু! কত চিন্তা করে রে!
হালিম নজরুল
হেমন্তের বর্ষা কেটে যাক। আকাশ হেসে উঠুক।
ছাইরাছ হেলাল
এই হেমন্তে সোনালি-ফসলের কৃষক হেসে উঠবে।
ধন্যবাদ, মন্তব্যের জন্য।
এস.জেড বাবু
ইউরূপে মারিও, জোসেফ আর জোভানে আছে-
হেমন্ত নেই।
হেমন্ত আছে বাংলায়, আছে হৈমন্তি-
থাক খানিকটা কাঁদা বৃষ্টি
থাকনা ঋতূর সাথে ঋতূর খুনশূটি।
ছয় বোন হলে যেমনটা হয়।
ছাইরাছ হেলাল
দারুন গুছিয়ে বলেছেন কিন্তু,
এ আসলে নিতান্তই খুনসুটি/খুনসুড়ি খেলা খেলা ছলে।
ভাল থাকবেন আপনি।
সাখিয়ারা আক্তার তন্নী
আমি কি বলবো,
হেমন্ত প্রেম আমার তেমন না থাকলেও।
এখন হেমন্ত প্রেমিক হইতে ইচ্ছা করতেছে।
ছাইরাছ হেলাল
শুরু করতে দেরি করছেন কেন!
অনন্য অর্ণব
শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো পড়লাম। আসলেই নিজেকে নিয়ে আজ খুব গর্ব বোধ করছি এই জন্য যে এতো এতো গুণীজনদের এতোটা কাছাকাছি আসতে পেরেছি।
শেষ টা ছিলো মারাত্মক চিত্তাকর্ষক-
অক্লান্ত উর্বশী সাহসিকা অপ্সরা হেমন্ত,
দুরন্ত-ডানার নবান্ন সোনালী কল্লোল রোদ নিয়ে ঐ আসছে , অনুপম উষ্ণ অনুরাগে। ভালোলাগা নিরন্তর 😍
ছাইরাছ হেলাল
কবিদের সাথে থেকে কবিতা পড়তে পারছি
এটাও অনেক পাওয়া।
ধন্যবাদ।