
রক্ষিতা রাতের তৃতীয় প্রহরে নামে আশ্বিনী ঝড়,
আমি কবিতার সুঢৌল উর্বর পাঁজরের পৃষ্ঠে পৃষ্ঠে খুঁজি –
আদিমতার লেলিহান শিখা- জোড়া ধ্বংসস্তূপ।।
সহস্র রজনী পেরিয়ে এসে কবিতার বাহুতলে আজ-
মুখ গুঁজতেই নামে বৃষ্টি- আহা সে বদন খানি অপূর্ব কারুকাজ,
অষ্টাদশী কবিতার শরীর জুড়ে- যেন আমিই রাজাধিরাজ।।
গত জনমের ভৌতিক আল্পনা ভুলে- আমার আর কবিতার সংসার,
আমিতো ধরেই নিয়েছিলাম-এ জন্মে হয়তো আর;
আমরা খুঁজে পাবো না কোন শারদীয় শেষ প্রহরের মাতাল বৃষ্টির তান।।
আমি কবিতার কোমল কপোল হয়ে গাল বেয়ে নেমে আসি গ্রীবা-দেশে,
ঈষদুষ্ণ ওষ্ঠের লালায় খুঁজি সুপেয় অমিয়ের স্বাদ –
রাত পোহালেই শুরু হবে ফল-ফসলের হৈমন্তী প্রভাত ।।
আমি শরীর বেয়ে নেমে যাই কবিতার সদ্য বেড়ে উঠা পেটের পরে,
যেখানে বুনেছি বীজ- গত বসন্তের প্রথমার্ধের দ্বিতীয় রজনীতেে,
কাবেরী নদীর জলে, আজ সে যে পরিপুষ্ট ফসলের মাঠ।।
আমি শব্দের মালা গেঁথে ছন্দের বিনুনিতে সাজিয়েছি তারে-
মনের মাধুরী ঢেলে, তুলবো সে অনাগত ফসল এই বার,
আসছে হেমন্তে বুঝি আমার কবিতা তার খুলে দেবে দ্বার ।।
৩২টি মন্তব্য
এস.জেড বাবু
আমি শরীর বেয়ে নেমে যাই কবিতার বেড়ে উঠা পেটের পরে,
যেখানে বুনেছি বীজ- গত বসন্তের প্রথমার্ধের দ্বিতীয় রজনীতেে,
কাবেরী নদীর জলে, আজ সে যে পরিপুষ্ট ফসলের মাঠ।।
কি সুনিবিড় হেমন্ত বন্দনা, দারুন।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
সুরাইয়া পারভিন
আমি কবিতার কোমল কপোল হয়ে গাল বেয়ে নেমে আসি গ্রীবা-দেশে,
ঈষদুষ্ণ ওষ্ঠের লালায় খুঁজি সুপেয় অমিয়ের স্বাদ –
রাত পোহালেই শুরু হবে ফল-ফসলের হৈমন্তী প্রভাত ।
আহা!
অনবদ্য শব্দের গাঁথুনিতে দুর্দান্ত উপস্থাপন
অনন্য অর্ণব
ধন্যবাদ প্রিয়।
যে অনবদ্য প্রেমের সুর তুমি শুনিয়েছিলে আমায়- গত জন্মে,
আমি তার কিঞ্চিত করেছি প্রকাশ।
যা কিছু আমার আজ চির নন্দিত-
সবটাই যে তোমার সেই প্রেমেরই সকাল ।।
শুভেচ্ছা তোমায় হে প্রিয় স্বজন ❤️
সুরাইয়া পারভিন
হেমন্ত বন্দনা না হয়ে প্রেয়সী বন্দনা হলে কিন্তু ব্যাপারটা সেই হতো
অনন্য অর্ণব
হা হা হা 😀
তাই পড়ে নাও না, মানা করি নি তো❤️
তৌহিদ
হেমন্তকে প্রেয়সীরুপে কল্পনা করলেই কেবল হেমন্ত নিয়ে এত সুন্দর লেখা লেখা সম্ভব। আপনি স্বার্থক ভাই।
হেমন্ত বন্দনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সবসময়।
অনন্য অর্ণব
আশীর্বাদ রেখে যাবেন দাদাভাই।
সময় হয়তো বেশি নেই, সুকান্ত আমার খুব প্রিয় একজন কবি। আমি ও হয়তো তার পথের দিশারী।
শুভ কামনা নিরন্তর 😍
হালিম নজরুল
চমৎকার কবিতা।গত পাঁচদিনে এখানে যতগুলো কবিতা পড়েছি,সম্ভবত এটিই আমার কাছে সেরা।
অনন্য অর্ণব
ভালোবাসা অনিমেষ দাদাভাই।
শুভ কামনা প্রত্যাশী। ভালো থাকবেন সবসময় 😍
মাহবুবুল আলম
“আমি শরীর বেয়ে নেমে যাই কবিতার বেড়ে উঠা পেটের পরে,
যেখানে বুনেছি বীজ- গত বসন্তের প্রথমার্ধের দ্বিতীয় রজনীতে”
কবিতাটি বেশ ভাল লেগেছে! শুভেচ্ছা জানবেন!
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন অগ্রজ। শুভ কামনা প্রত্যাশী।
শাহরিন
হেমন্তের বন্দনায় নতুন সংযোজন প্রেয়সি। মানুষের ধর্মই হয়তো এমন, সুন্দর কিছু দেখলেই কাছের মানুষের সাথে তুলনা বা তাদের সান্নিধ্যের কথা মনে করিয়ে দেয়। ধন্যবাদ।
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোলাগা আপু। ভালো থাকবেন সবসময় 😍
সাখিয়ারা আক্তার তন্নী
আমি মুগ্ধ,
আপনার শব্দ গঠন অত্যন্ত সুন্দর।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার লেখা ও কিন্তু হৃদয় ছুঁয়ে যায়। ভালো থাকবেন সবসময় 😍
কামাল উদ্দিন
কবিতা এবং ছবিতা দুটোই চমৎকার, ভালোলাগা জানিয়ে গেলাম।
[ছবি মুছে ফেলা হয়েছে]
অনন্য অর্ণব
ভালোবাসা অনিমেষ দাদাভাই 😍
সাবিনা ইয়াসমিন
কবি কার প্রেমে ব্যাকুল হয়ে এমন আকুল করা কবিতা লিখলেন, তাই ভাবছি।
হেমন্তের বন্দনায় প্রেয়সীর পরিচর্যা পেলাম,
পেলাম কবিতায় অবগাহন!
চমৎকার শব্দ-শৈলীতে একরাশ মুগ্ধতা 🌹🌹
অনন্য অর্ণব
আপু যে কি বলেন হা হা হা 😀
প্রতিটি কবিতাই সার্বজনীন সম্পদ। তবে প্রতিটি সৃষ্টির পেছনে একটা পটভূমি অবশ্যই থাকে। সেটা হয়তো কখনো বাস্তব কখনো কাল্পনিক। যাই হোক আপনার স্নেহাশিস পেয়ে আমি ভীষণ অনুপ্রাণিত। দোয়ার দরখাস্ত রেখে গেলাম ❤️
রেহানা বীথি
কবির আকুলতায় মুগ্ধ হলাম।
অনন্য অর্ণব
ভালোবাসা অনিমেষ বুবু❤️
রাফি আরাফাত
আমি শরীর বেয়ে নেমে যাই কবিতার বেড়ে উঠা পেটের পরে,
যেখানে বুনেছি বীজ- গত বসন্তের প্রথমার্ধের দ্বিতীয় রজনীতেে,
কাবেরী নদীর জলে, আজ সে যে পরিপুষ্ট ফসলের মাঠ।।
অসাধারণ ভাই। অনন্য।
ভালো লাগলো।
ভালো থাকবেন ভাই
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
জিসান শা ইকরাম
প্রেয়সি বন্দনা ভালো হয়েছে 🙂
শুভ কামনা।
অনন্য অর্ণব
হা হা হা 😀
হৈমন্তী প্রিয়া❤️
ধন্যবাদ দাদাভাই 😍
ছাইরাছ হেলাল
এমন কবিতা পড়ে/লিখে আসছে হেমন্ত পর্যন্ত অপেক্ষা করা যাবে না,
ঠিক -ও হবে না।
এ দেখছি দারুন- কঠিন প্রেম কবিতায়।
অনন্য অর্ণব
হেমন্ত মানেই নতুন ধান, হাল্কা কুয়াশার সকালে নবান্ন, পিঠা পায়েশ- বিকেলে খেলার মাঠ, মেলার মাঠ- এসব তো সবাই বোঝে। আমি না হয় একটু ব্যাতিক্রম চিন্তা করলাম দাদাভাই।
এবারের হেমন্তে আমিও নতুন ফসল তুলবো। যে ফসলের বীজ বুনেছিলাম আমার কবিতার গর্ভে গত বসন্তের প্রথম প্রহরের দ্বিতীয় রজনীতে। সবাই যদি ধানখেতেই পড়ে থাকি তো কবিতার নতুন প্রজন্ম আসবে কি করে?
অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি ধ্যানী কৃষক!
অনন্য অর্ণব
হা হা হা। ধন্যবাদ হেলাল ভাই। ভালো থাকবেন সবসময় 😍
আরজু মুক্তা
হেমন্তের বীজে জন্ম হোক নতুন কবিতার।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় 😍