
পূর্ণ-ভোরে হালখাতার কথা ভাবি
বুকে নিয়ে করোনার চৈত্র-দাহ,
এই যে আলপথ বেয়ে হেঁটে হেঁটে এসেছি
হাজার বছর, বংশ/পুরুষ পরস্পরায়
গ্রীষ্ম শীত বর্ষা ও মধু-বসন্তে,
সব আজ ম্রিয়মাণ/মিসমার যন্ত্রণার সমুদ্র-সীমায়;
স্মৃতির প্রত্নত্ত্বে নাবালকের মৃদু চাহুনি
সুখ-দুঃখের স্মৃতি-বিস্মৃতি অর্ধবৃত্তের অন্ধকারে।
অনন্ত-স্বাধীন মৃত্যুহীন উৎসব-ভালোবাসার স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি সফেদ বালিয়াড়িতে আছড়ে পড়া নীল-সমুদ্র-তুফান,
জি-স্পটে চোখ-ছুঁড়ে আলতো পায়ে হেঁটে যাওয়া আর্য নারী, স্বপ্নে আঁকি।
ছবি…….নেটের।
২৬টি মন্তব্য
হালিম নজরুল
আবারও স্বপ্নরা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ, আশা দেয়ার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
স্বপ্ন সবাই দেখি, দেখছি। এমন নববর্ষের কথা কখনো ভাবিনি।যখন বোমা হামলা হলো, শ্লীলতাহানি হলো তারপরও সবাই নববর্ষ পূর্ণদমে পালন করেছে। আর আজ সবাই গৃহবন্দী। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
এব কিছু এড়িয়ে নিশ্চয়ই আমাদের স্বভাবিক জীবনে ফিরে যাব।
ভাল থাকুন।
ইসিয়াক
নববর্ষের শুভেচ্ছা রইলো ভাইয়া।কবিতায় ভালো লাগা।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা নববর্ষের।
ফয়জুল মহী
নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে।
ছাইরাছ হেলাল
অবশ্যই আমরা আমাদের আনন্দদিন ফিরে পাব।
শুভেচ্ছা আপনাকেও।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
শুভ নববর্ষ।
শতশত শুভকামনা দাদা
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও অনেক শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
নববর্ষের শুভেচ্ছা রইল ভাইয়া।
হৃদয় ছুঁয়ে গেল লেখাটা, চমৎকার লেগেছে।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন নিরন্তর।
শুভেচ্ছা নববর্ষের।
সুপায়ন বড়ুয়া
“জি-স্পটে চোখ-ছুঁড়ে আলতো পায়ে
হেঁটে যাওয়া আর্য নারী, স্বপ্নে আঁকি। “
ওয়াও !
বন্ধুর লেখায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখি।
শুভ নববর্ষ !
ছাইরাছ হেলাল
বাঁচতে আমরা চাই-ই, সবাইকে নিয়ে।
শুভেচ্ছা নববর্ষের।
ভাল থাকবেন ভাই।
সুরাইয়া পারভীন
স্বপ্নরা আবার পূর্ণ হবে
মিলবে ডানা উড়বে ইচ্ছে মতো
সে আশাতেই এবারের বৈশাখ ঘরে বসেই হোক উযাপন।
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
উদযাপন
ছাইরাছ হেলাল
ঠিক আছে।
ছাইরাছ হেলাল
স্বপ্নেরা ধরা দিক এই ভুবনে, এ কামনা ই করি।
বৈশাখী শুভেচ্ছা আপনাকে।
তৌহিদ
হালখাতা এবারে কারোরেই করা হলোনা। করোনার কারনে আমাদের হাজার বছরের ঐতিহ্য স্থিমিত হয়ে পড়লো। একদিন সব মেঘ কেটে যাবে নিশ্চই।
তাইবলে জি স্পটে তাকিয়ে স্বপ্ন দেখা!! কোথায় হালখাতা দিয়ে শুরু হলো আর শেষ হলো গিয়ে জি স্পটের দিকে তাকিয়ে ইনুনী-বিনুনী হাঁটা দিয়ে!!
ছাইরাছ হেলাল
আসলেই এবারে হাল খাতার কিছুই উদযাপন হলো না, তাও ভাল আল্লাহ আমাদের
এখন পর্যন্ত নিরাপদে রেখেছেন।
আপনি যা ভাবছেন এ লেখায় তা নেই।
শেষ লাইনটি সব থেকে শক্তিশালী, আশাবাদের জায়গা।
ভাল থাকুন, শুভেচ্ছা।
তৌহিদ
হ্যা বুজেছি ভাইজান। শক্তিশালীতাই এখন ভরসা।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন, নিরাপদে থেকে।
কামাল উদ্দিন
হালখাতার কথা মনে করে দিলেন ভাই। আমার হালখাতা অনুষ্ঠানের তারিখ ছিলো ৭ এপ্রিল। তারপর সব শেষ হয়ে গেল, জানিনা কি অনিশ্চিৎ ভবিষ্যত আমাদের সামনে অপেক্ষা করেছে।
ছাইরাছ হেলাল
আমরা সত্যি সত্যি অনেক অনিশ্চয়তার মধ্যে ই আশাবাদী হয়ে বাঁচতে চাই।
নববর্ষের শুভেচ্ছা আপনাকে।
জিসান শা ইকরাম
আবার স্বপ্নের বাস্তবায়ন হবে ইনশ আল্লাহ্,
ছাইরাছ হেলাল
স্বপ্ন-ই আমাদের নূতন করে বাঁচার পথ দেখাবে।