সবকিছুই আজ হাতের মুঠোয়
পেতে লাগে না একটুও সময়
আটলান্টিকের এপারের জিনিস
ওপারে পাওয়া যায় সহসাই
কিংবা ওপারেরটা এপারে।
মাস শেষে ডাক পিয়নও আর
কড়া নাড়ে না আমার দ্বারে
সব খবরাখবর পেয়ে যাই
নিমেষে নিমেষে ঘড়ির কাঁটায়
সব কিছুই কেমন হাতের মুঠোয়_!
অথচ,যুগ যুগ কেটে গেলো
শুধু তোমাকে, হ্যাঁ তোমাকেই
হলো না পাওয়া আজও
তুমি তো অধরা নও,
ধরা-ছোঁওয়া’র নাগালেরই কেউ।
তবুও হলো না পাওয়া আজও
যদিও সবকিছুই আজ হাতের মুঠোয়।
১০টি মন্তব্য
মা মাটি দেশ
সব কিছুই হাতের মুঠোয় কিন্তু মন।মনটাতো আর কোন কিছুতেই বাধা যায়না।ভাল হয়েছে।
রিমি রুম্মান
ঠিক বলেছেন… ভাল থাকুন
জিসান শা ইকরাম
এমন হাহাকার থাকবেই কবি ।
সুন্দর ভাবে বুঝিয়েছেন ।
রিমি রুম্মান
ভাল থাকুন ভাইয়া… ধন্যবাদ অশেষ
ছাইরাছ হেলাল
এমন কিছু না পাওয়া থাকা মনে হয় ভালই ,
আমরাও পেয়ে যাচ্ছি না চাইতেই এমন সুন্দর কথা মালা ।
রিমি রুম্মান
হা হা হা … ঠিক বলেছেন… ধন্যবাদ
নীলকন্ঠ জয়
আমিও পাচ্ছি না। 🙁
রিমি রুম্মান
আহা রে ! 🙁
শুন্য শুন্যালয়
এই একজনকে না পাওয়াই ভালো আপু..আজীবণ তার জন্য অতৃপ্তি থাক.
অনেক অনেক ভালো লেগেছে কবিতাটি ..
সবকিছু পেয়ে গেলেও এখানে প্রযুক্তি পৃথিবীর কিছুই করার নেই..
(3
রিমি রুম্মান
তবে তাই হোক… অতৃপ্তিটুকুই থাক না হয় … :p