হাসপাতাল থেকে ব্যায়ামাগার

রাফি আরাফাত ৪ নভেম্বর ২০১৯, সোমবার, ১১:০৮:১৭পূর্বাহ্ন অন্যান্য ১৪ মন্তব্য
  • যতদিন রোগীকে চেম্বারে বসায় রেখে ডাক্তাররা রোগীর রিপোর্ট আনতে যাবে না, ততোদিন দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে না।

    তুমি ডাক্তার সুস্থ মানুষ, আমি অসুস্থ, আর আমাকে বলো তুমি ঐ রুমে যান,ওখানে টাকা দেন,আমি এসির নিচে বসে আছি,আপনি কাজগুলো করে আসেন। উল্টো বের হওয়ার সময় সুন্দর গলায় বলেন,আপনি সম্পূর্ণ বিশ্রামে থাকবেন ৷ হাহা ব্যাপারটা কেমন জানি মজার হলো না!

    টেস্ট দাও ভালো কথা,কি জন্য টেস্ট দেও সেটার আগা মাথা কিছুই জানো না তুমি। আর চেম্বার থেকে বের হয়ে রোগীকে নিয়ে ২০১ থেকে ১০২,আবার ১০২ থেকে ৪০২ নাম্বার রুমে দৌড়াও। ব্যায়ামাগার এর অপরনাম এখন হাসপাতাল নাকি শ্রদ্ধেয় ডাক্তার?

    রোগীকে রোগী বানানোর দায়িত্ব খুব ভালো ভাবেই পালন করে এখন হাসপাতালগুলো।

    মানবিকতা আজ অমানবিকতার বাক্সে বন্দি,যার পরিনামে যাচ্ছে এক একটা জীবন।

১০৩৩জন ৯৩২জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ