
হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর
শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার।
আমরা আছি ১৬ কোটি পাল তুলবার
করোনা নামক ঘাতক ব্যাধি আসছে ধেয়ে এবার
ভয় পেয়ে মুখ লুকানো জায়গা নেই তো আর
সাগর জলে ভাসছে তরী কুলে ভীড়বার।
ঝর ঝঞ্জায় ঝাকুনি দেবে
বিজলী এসে চমকে দেবে
জল দস্যু হুমকী দেবে
মেঘের ভেলা গর্জে উঠবে
দমকা হাওয়া ওলটে দেবে।
হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর
শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার।
আমরা সবাই বীরের জাতি ভুলে যেও না আর
যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছিলাম এক বার
তখন কেউ ভাবেনি তো খাবার হবে জোগাড়
যুদ্ধ জয়ের তাগিদ ছিল দেশ স্বাধীন করবার।
মজুদ করার নেশায় যারা হুমরি খেয়ে পড়ো
সাবধানতার মাইর নাই বাঁচার কথা ছাড়ো।
খাবার তোমার মজুদ আছে পৌঁছে যাবে দ্বারে
শক্ত হাতে পালটা ধরো তরী দুলতে নারে।
সাগর জলে ভাসছে তরী কুলে ভীড়বার
হাল ছেড়ো না বন্ধু তুমি ভয়ে করোনার।
ছবি নেট থেকে
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভয় না পেয়ে বীরের মত এই দুর্যোগ মোকাবেলা করে জয়ী হতে হবে।
ভালো থাকুন দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
আতন্কে থেকে রোগ প্রতিরোদ ক্ষমতা হারিয়ে
হেরে যাওয়ার চাইতে
যুদ্ধ করেই জিতব।
শুভ কামনা। ভাল থাকবেন।
ফয়জুল মহী
রাজশাহীর কাঁকনহাট পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল মজিদ। ভারত ফেরত মজিদ বিয়ে, জনসভা ও ঢাকায় নেতাদের তেল দেওয়া। এবং দলবল নিয়ে মাস্ক বিতরণ সবই করছেন । সরকারী নির্দেশ কে মানবে বলুন।
সুপায়ন বড়ুয়া
ব্যতিক্রম থাকবে
প্রতিরোধ করে এগিয়ে যেতে হবে
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
হাল ছাড়িনি। সবাইকে মনোবল ধরে রাখতে হবে। ধৈর্য্য ধারণ ছাড়া কোন উপায় নেই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
সহমত দিদি। মনোবল হারানো যাবে না
হতাশ নয় আশায় থাকি বিপদ কাটবে
স্বাস্থ্য বিধি মেনে চলি সুস্থ থাকব।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের সাহসের সাথে এই বিপদ মোকাবেলার সামর্থ দেবেন
এই কামনাই করি।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ মহারাজ,
হতাশা নয়। মনোবল অটুট রেখে
এই যুদ্ধে জিতব আমরা।
শুভ কামনা।
এস.জেড বাবু
হাল ছেড়ো না বন্ধু তুমি ভয়ে করোনার।
কবিতায় / ভাবনায় মনের পরিচয় মিলে-
সুন্দর মনের মানুষ আপনি,
শতবর্ষ বাঁচুন দাদা।
সুপায়ন বড়ুয়া
আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
হতাশ হয়ে মনোবল হারিয়ে
রোগ প্রতিরোধ ক্ষমতা হারানো যাবে না
এই যুদ্ধে আমরা জিতবই।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
নিতাই বাবু
ভয় করি না কোনকিছুতে, জয় হবে হবেই আমার এই পৃথিবীতে! এই সংকটময় সময়ে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি।
সুপায়ন বড়ুয়া
সহমত দাদা।
এ আধাঁর কেটে ভোরের সুর্য উঠবেই।
হতাশ নয় আতন্ক নয়
ভয়কে করি জয়।
শুভ কামনা। ভাল থাকবেন।
ইঞ্জা
আমরা সবাই বীরের জাতি ভুলে যেও না আর
যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছিলাম এক বার
তখন কেউ ভাবেনি তো খাবার হবে জোগাড়
যুদ্ধ জয়ের তাগিদ ছিল দেশ স্বাধীন করবার।
প্রেরণা যোগালো, ধন্যবাদ দাদা।
সুপায়ন বড়ুয়া
খাবার মজুদ করার জন্য যেমনি ঝাপিয়ে পড়লো মানুষ। সুবিধাভোগীরা দিল দাম বাড়িয়ে
গরীব দের কথা না ভেবেই।
শুভ কামনা ইঞ্জা ভাই।
ইঞ্জা
খুবই দুঃখজনক।
ধন্যবাদ দাদা।
তৌহিদ
ভীতসন্ত্রস্ত বা আতঙ্ক নিয়ে নয় সাহস নিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। আপনার কবিতা পড়ে অনুপ্রাণিত হলাম দাদা।
ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
মানুষ সচেতন হলে
স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভয়ে পালাবে
আতন্কগ্রস্থ হলেই বিপদ।
শুভ কামনা ভাইজান।
হালিম নজরুল
ঝড় ঝঞ্জায় ঝাকুনি দেবে
বিজলী এসে চমকে দেবে
জল দস্যু হুমকী দেবে
মেঘের ভেলা গর্জে উঠবে
দমকা হাওয়া ওলটে দেবে।
——— সাবাস দাদা।
হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর
শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ।
ভাল থাকবেন। শুভ কামনা।
সৈকত দে
ঝর ঝঞ্জায় ঝাকুনি দেবে
বিজলী এসে চমকে দেবে
জল দস্যু হুমকী দেবে
মেঘের ভেলা গর্জে উঠবে
দমকা হাওয়া ওলটে দেবে।
হাল ছেড়ো না বন্ধু আমার হাল ছেড়ো না আর
শক্ত হাতে দাঁড়টি ধরো ঘুড়ে দাঁড়াবার।
এক কথায় অসাধারণ 💝💝
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।