ঐ সোডিয়াম বাতির আলোতে এতো মায়া কেন ?
বদলে যাওয়া পোশাকের রঙে…
অপরিচিত মুখের ভীড়ে নিজেকে হারিয়ে খোঁজার চেষ্টা নিরন্তর ।
দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে
বাড়তে থাকে সময়ের ব্যবধান ।
পেছনে ফেলে আসি আমার হলুদ প্রজাপতি ।
” দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে
বাড়তে থাকে সময়ের ব্যবধান ।
পেছনে ফেলে আসি আমার হলুদ প্রজাপতি । ” ………… খুবই পছন্দ হয়েছে এটুকু।
এ যেনো আমারই কথা ।
অপরিচিত মুখের ভীড়ে নিজেকে হারিয়ে খোঁজার চেষ্টা নিরন্তর ।
দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে
বাড়তে থাকে সময়ের ব্যবধান ।
সময়ের ব্যবধানে পিছনে ছেড়ে আসা সময় আর সম্পর্কগুলির মূল্যবোধ বাড়তে থাকে। প্রিয় থেকে প্রিয় হতে থাকে হারিয়ে যাওয়া মুখ গুলি। চমৎকার করে অল্প কয়টা লাইনে অনেক কথা বলে দিয়েছেন। অন্তরের ভেতরে এই কথা গুলিই শব্দহীন ভাবে অবস্থান করছিল, আপনি সেই কথা গুলিকে শব্দ দিয়ে পরিপূর্ণতা দিয়েছেন।
রং পাল্টে ফেলেছে হলুদ প্রজাপতি। নানান রং এ সে এখন। যেভাবে যখন চাইবেন। আক্ষেপের রং তৃষ্ণা কেউ মেটাতে পারেনা।
এতদিন পর পর এলে যদি না চিনতে পারি সব দোষ আপনার।
খুব সুন্দর! এক কথায় চমত্কার সময়ের ব্যবধান এতো সুন্দর করে আপনি বর্ণনা করলেন অভিভূত হলাম। একবার লিখেছিলাম ”
“ব্যস্ততার ঘোরে মেঘের পালে রোদ লুকিয়ে
দূর লালিমায় জীবনের জটিল সূত্র মেলে সন্ধ্যার নিষিদ্ধ প্রহরে।”
এই সময়ের দাবীতে কত কিছুই না আমাদের পিছনে পরে রয়,কখনো ফিরে তাকানোর অবসর নেই তবে গোধূলি বেলাতে ফেলে আসা সময়ই হয় আক্ষেপের ভ্রু-এর ভাঁজ। অনেক ধন্যবাদ এমন এক লেখা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। -{@
২৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আহারে, কত কিছুই না পেছনে রেখে আসি।
অল্পেতেই দারুণ। অনেকদিন পরে লিখলেন।
ওয়ালিনা চৌধুরী অভি
কত কিছুই না পিছনে ফেলে আসি। স্মৃতি গুলো হলুদ প্রজাপতি হয়ে থাকে। লিখবো নিয়মিত এখন থেকে।
ছাইরাছ হেলাল
নিয়মিত লেখার কথা মনে থাকলেই ভাল।
বেশি বেশি পড়তে চাই।
ওয়ালিনা চৌধুরী অভি
লিখবো এখন হতে 🙂
জিসান শা ইকরাম
” দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে
বাড়তে থাকে সময়ের ব্যবধান ।
পেছনে ফেলে আসি আমার হলুদ প্রজাপতি । ” ………… খুবই পছন্দ হয়েছে এটুকু।
এ যেনো আমারই কথা ।
ওয়ালিনা চৌধুরী অভি
এমন কথা অনেকেরই।
সাইদ মিলটন
হায়রে আমার বালুঘড়ি দিন, হায়রে
ওয়ালিনা চৌধুরী অভি
হায়রে 🙁
অলিভার
অপরিচিত মুখের ভীড়ে নিজেকে হারিয়ে খোঁজার চেষ্টা নিরন্তর ।
দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে
বাড়তে থাকে সময়ের ব্যবধান ।
সময়ের ব্যবধানে পিছনে ছেড়ে আসা সময় আর সম্পর্কগুলির মূল্যবোধ বাড়তে থাকে। প্রিয় থেকে প্রিয় হতে থাকে হারিয়ে যাওয়া মুখ গুলি। চমৎকার করে অল্প কয়টা লাইনে অনেক কথা বলে দিয়েছেন। অন্তরের ভেতরে এই কথা গুলিই শব্দহীন ভাবে অবস্থান করছিল, আপনি সেই কথা গুলিকে শব্দ দিয়ে পরিপূর্ণতা দিয়েছেন।
শুভ কামনা জানবেন 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
মন্তব্যে দেখছি পোষ্টই দিয়ে ফেলেছেন :p ধন্যবাদ অলিভার।
রিমি রুম্মান
দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে
বাড়তে থাকে সময়ের ব্যবধান_______সুন্দর অনুভুতি
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ রিমি রুম্মান।
মেহেরী তাজ
খুব ভালো লেগেছে আপু।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ মেহেরী।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অতীত সব সময়ই মধুর আফসোসের আহা!
ভাল লাগল আপনার কবিতাটি অল্পতেই এত মায়া।
ওয়ালিনা চৌধুরী অভি
মন্তব্যে ছন্দ ? আহা 🙂
খেয়ালী মেয়ে
দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে–এই ১টা লাইনে অনেক কিছু ফুটে উঠেছে…খুব ভাল লিখেছেন..
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ খেয়ালী মেয়ে, আপনি ভালো চিঠি লিখতে পারেন 🙂
শুন্য শুন্যালয়
রং পাল্টে ফেলেছে হলুদ প্রজাপতি। নানান রং এ সে এখন। যেভাবে যখন চাইবেন। আক্ষেপের রং তৃষ্ণা কেউ মেটাতে পারেনা।
এতদিন পর পর এলে যদি না চিনতে পারি সব দোষ আপনার।
ওয়ালিনা চৌধুরী অভি
জীবন যুদ্ধে ক্লান্ত থাকি ম্যাডাম। তারপরেও তো আসি এখানে প্রানের টানে 🙂
বন্য
খুব সুন্দর! এক কথায় চমত্কার সময়ের ব্যবধান এতো সুন্দর করে আপনি বর্ণনা করলেন অভিভূত হলাম। একবার লিখেছিলাম ”
“ব্যস্ততার ঘোরে মেঘের পালে রোদ লুকিয়ে
দূর লালিমায় জীবনের জটিল সূত্র মেলে সন্ধ্যার নিষিদ্ধ প্রহরে।”
এই সময়ের দাবীতে কত কিছুই না আমাদের পিছনে পরে রয়,কখনো ফিরে তাকানোর অবসর নেই তবে গোধূলি বেলাতে ফেলে আসা সময়ই হয় আক্ষেপের ভ্রু-এর ভাঁজ। অনেক ধন্যবাদ এমন এক লেখা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। -{@
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ আপনাকে।
ব্লগার সজীব
দুরত্ব বৃদ্ধি পেলেও কিছু মানুষ সাথেই থেকে যায় আপু। +++++
মিথুন
মায়া অদ্ভুত এক শব্দ, অনুভুতি। ভালো লেগেছে আপু।
লীলাবতী
আপু, এত অল্প লেখায় এত কিছু বুঝান কিভাবে? অনেক অনেক ভালো লাগা।
মোঃ মজিবর রহমান
দুরত্ব কেটে যাক।
সবাই মাঝেই থাকুক মায়ার জাল।