স্যানিটারি প্যাড কি বিলাসবহুল পন্য?
বাজেটে (স্যানিটারি ন্যাপকিন) প্যাডকে বিলাসবহুল পন্য ধরে এর উপরও ভ্যাট বাড়িয়ে ১২৭ .৮৪% করে, এর মূল্য বৃদ্ধি করা হয়েছে……
অথচ এই প্যাডের দামটাই সহজলভ্য করা উচিত। ফার্মেসী বা কনফেকশনারিতেও সহজে সল্প মূল্যে মা-বোনেরা তাদের প্রয়োজনীয় এই পন্যটি পেতে পারেন এটা নিশ্চিত করার দরকার ছিলো!
কিছু বছর আগে বলিউডে নারীদের পিরিয়ড ও প্যাড ব্যবহারে সচেতন করার জন্য প্যাড ম্যান নামক একটা সিনেমা পর্যন্ত তৈরি হয়েছিলো!
আর আমাদের দেশে উল্টো এটার মূল্যই বৃদ্ধি করা ক্যানো হলো?
পিরিয়ড কোনো গোপন রোগ না। এটি মেয়েদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া।আর প্যাড কোনো বিলাসবহুল পণ্য নয়, আর প্রত্যকে মেয়ের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে হলেও প্যাড ইউজ করা উচিত কারণ কাপড়ে ইনফেকশন হবার ঝুঁকিটাই বেশি। যা জরায়ু মুখের ক্যান্সারের অন্যতম কারণ!
পৃথিবীতে প্রতি বছর কয়েক হাজার নারী তুলা, কাপড় ইত্যাদি ব্যবহারের জন্য জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন।
প্যাডের উপর ভ্যাট না বাড়িয়ে, সরকারি ঘুষখোর কর্মকর্তা, মুক্তিযুদ্ধুগে পেছনে, ক্রিকেটারদের উপর ব্যয় করা কোটি কোটি টাকার উপর ভ্যাট বসান!
আর সম্ভব হলে স্কুল-কলেজ গুলোতেও এই পণ্য রাখার মতোও ব্যবস্থা করা হোক!
“ভ্যাট বৃদ্ধি করে উন্নয়নের চেয়ে নারীর নিরাপত্তা বেশি জরুরি!”
২২টি মন্তব্য
হাফেজ আহমেদ রাশেদ
একদম রাইট প্রিয়,,অবাক নয় আশ্চর্যকর ব্যাপার এটা,,এই নিত্য প্রয়োজনীয় জরুরী পন্যটির উপরও এতো চড়াও ভ্যাট বাড়ানো জরুরী হয়ে পড়লো কেন!?
অপু রায়হান
সরকার যে পরিমাণ টাকা মুক্তিযুদ্ধু আর ক্রিকেটটের উপর ব্যয় করছে তা নক করলে বাংলাদেশ আরো বিশ বছর বসে খেতে পারতো!
শিরিন হক
মানুষের পেনসনের কটা টাকা, কস্ট করে জমানো টাকা যখন একটু সঞ্চয় করে তখন সেটার উপর কর আরোপ করা হয়।
স্যানিটারি ন্যাপকিনে কর আরোপ।
ঔষধে কর আরোপ
খুব সুন্দর একটা পোস্ট। ভালোলাগলো।
অপু রায়হান
আশ্চর্য বিষয়ের হলেও সত্য,
সংসদে ২০ নারীর সবাই সহমত প্রকাশ করেছে এ বাজেটে
নাজমুল হুদা
এই নাকি নারীর ক্ষমতায়নে কাজ করা সরকার?
আশা করি সরকারের লাগামহীন সিদ্ধান্তে সরকারেই লাগাম টানবে। শুভ বুদ্ধির উদয় হোক
অপু রায়হান
উনি আসলে ব্যাডা না বেডি আজও বুঝিনি😪
তৌহিদ
যারা স্যানিটারি ন্যাপকিনের উপর কর বসিয়েছে তাদের ঘরে কি মা বোন নাই? নাকি অত্যাবশ্যকীয় এ পণ্যটিকেও তারা বিউটি প্রোডাক্ট ভাবে?
দেশে একজন স্বশিক্ষিত প্যাড মন্ত্রী চাই। যিনি মহান সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্যদের স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান দান করবেন।
অপু রায়হান
সব চেয়ে আশ্চর্যেরব্যাপার হলো বাজেট ঘোষণায় প্যাডের মুল্য বৃদ্ধি করার সময় সংসদে যে ক’জন নারী ছিলো তারা সবাই সম্মতি জ্ঞাপন করেছিলো!😌
তৌহিদ
মুক্তিযোদ্ধাদের পিছনে ব্যয়কৃত অর্থের উপর ভ্যাট বলতে কি বুঝিয়েছেন বলবেন?
অপু রায়হান
আপাতত ভাতা কয়ডা ভেবে দ্যাখেন
শামীম চৌধুরী
বাজারে বিদেশী যে স্যানেটারী প্যাড পাওয়া যায় তা কত অংশ মহিলা ব্যবহার করে তার একটা পরিসংখ্যান আপনাকে নিতে হবে। সর্বসাধারন মহিলারা যে প্যাড ব্যবহার করে বিশেষ করে স্কুল কলেজের মেয়েরা তার চেয়ে কত গুন দাম সেগুলির সেটাও আপনাকে জানতে হবে। তবে বলতে বা বুঝতে পারবেন কেন ভ্যাট বাড়ানো হয়েছে। শতকরা ৭০ ভাগ মহিলা গ্রামে পুরানো শাড়ী দিয়ে প্যাড ব্যবহার করেন। সুতারাং বিলাসিতার জন্য যে প্যাড ব্যাবহার হয় সেগুলি ২০০ ভাগ বাড়ালেও কোন সমস্যা হবে না ব্যাবহারকারীদের। আপনি শুনে অবাক হবেন হাইজেনিক স্যানেটারী প্যাড এক বক্স বিক্রি হয় মাত্র ৩০/- টাকা। সগুলির উপর তো কর বাড়ে নি।
অপু রায়হান
কাপড় ব্যাবহারের জন্যই জরায়ু ক্যানসার আক্রান্ত বেশীর ভাগ মেয়েই!
মনির হোসেন মমি
সময়পযোগী লেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।আমরা শুধু প্যাড নয় নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের উপর আরোপিত বর্ধিত কর প্রত্যাহার চাই।
অপু রায়হান
দেশটার অবস্থা কি হচ্ছে দিনের পর দিন এ?
সাবিনা ইয়াসমিন
“ভ্যাট বৃদ্ধি করে উন্নয়নের চেয়ে নারীর নিরাপত্তা বেশি জরুরি!” সহমত। অনেক ধন্যবাদ প্রয়োজনীয় একটি পোস্ট দেয়ার জন্যে।
শুভ কামনা 🌹🌹
অপু রায়হান
জ্বী ধন্যবাদ, তবে সবারই উচিত সোচ্চার হয়ে ওঠা
আরজু মুক্তা
এটার দাম আমি মনে করি পার বক্স ১০টাকা হওয়া উচিত।অথচ দেশিটাও পার বক্স ৭০ টাকা পরে।সবখানেই লাভ খুঁজলে কি চলে?
অপু রায়হান
স্কুল, কলেজে উপবৃত্তি,বই ফ্রি না দিয়ে প্যাড দিলে আরো বেশী ভালো হতো বলে আমি মনে করি!
আরজু মুক্তা
ঠিক বলেছেন।।
শাহরিন
তেনাদের অনেক টাকা তো, তাই কিভাবে খরচ করবে বোঝে না। ভেবেছে আমি মন্ত্রী হয়ে যে প্যাড ব্যাবহার করবো সেটা সাধারণত জনগণ করবে তা হতে পারে না!!!! দাম বাড়লে তখন তো সেটা আর গরীব মানুষ ব্যবহার করতে পারবে না।
জিসান শা ইকরাম
আপনি লিখেছেন ” প্যাডের উপর ভ্যাট না বাড়িয়ে, সরকারি ঘুষখোর কর্মকর্তা, মুক্তিযুদ্ধুগে পেছনে, ক্রিকেটারদের উপর ব্যয় করা কোটি কোটি টাকার উপর ভ্যাট বসান! ”
” মুক্তিযুদ্ধুগে পেছনে ” মানে কি? মুক্তিযোদ্ধাদের জন্য ব্যায় করা অর্থকে বুঝিয়েছেন?
অপু রায়হান
এই যে এ ভাতা সে ভাতা, বাড়ি,পানির ড্র্বাম, বাথরুম, বাড়ি গাড়ি কত কিচ্ছু