স্যানিটারি প্যাড কি বিলাসবহুল পন্য?

বাজেটে (স্যানিটারি ন্যাপকিন) প্যাডকে বিলাসবহুল পন্য ধরে এর উপরও ভ্যাট বাড়িয়ে ১২৭ .৮৪% করে, এর মূল্য বৃদ্ধি করা হয়েছে……

অথচ এই প্যাডের দামটাই সহজলভ্য করা উচিত। ফার্মেসী বা কনফেকশনারিতেও সহজে সল্প মূল্যে মা-বোনেরা তাদের প্রয়োজনীয় এই পন্যটি পেতে পারেন এটা নিশ্চিত করার দরকার ছিলো!

কিছু বছর আগে বলিউডে নারীদের পিরিয়ড ও প্যাড ব্যবহারে সচেতন করার জন্য প্যাড ম্যান নামক একটা সিনেমা পর্যন্ত তৈরি হয়েছিলো!

আর আমাদের দেশে উল্টো এটার মূল্যই বৃদ্ধি করা ক্যানো হলো?

পিরিয়ড কোনো গোপন রোগ না। এটি মেয়েদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া।আর প্যাড কোনো বিলাসবহুল পণ্য নয়, আর প্রত্যকে মেয়ের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে হলেও প্যাড ইউজ করা উচিত কারণ কাপড়ে ইনফেকশন হবার ঝুঁকিটাই বেশি। যা জরায়ু মুখের ক্যান্সারের অন্যতম কারণ!

পৃথিবীতে প্রতি বছর কয়েক হাজার নারী তুলা, কাপড় ইত্যাদি ব্যবহারের জন্য জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন।

প্যাডের উপর ভ্যাট না বাড়িয়ে, সরকারি ঘুষখোর কর্মকর্তা, মুক্তিযুদ্ধুগে পেছনে, ক্রিকেটারদের উপর ব্যয় করা কোটি কোটি টাকার উপর ভ্যাট বসান!

আর সম্ভব হলে স্কুল-কলেজ গুলোতেও এই পণ্য রাখার মতোও ব্যবস্থা করা হোক!

“ভ্যাট বৃদ্ধি করে উন্নয়নের চেয়ে নারীর নিরাপত্তা বেশি জরুরি!”

৭৬৩জন ৬১৯জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ