
কিছু ইতিহাস ঘুমিয়ে আছে, এখানে, ওখানে, ঐখানে-ও,
কিছু ইতিহাস হারিয়ে গেছে, কালের গভীরে,
পালিয়েছে চুপিসারে, ভান-ভণিতাকে সাথী করে,
আবেগি নীরবতায় কেউ কেউ;
কিছু ইতিহাস শুয়ে আছে স্মৃতির সৌধে,
ঘুমিয়ে আছে পরম মমতায়, আগলে রাখা শিশুর মত;
শরীরী সংকেতে, শহুরে অভিমানের সংক্ষুব্ধতা নিয়ে,
রাত জাগার ব্যারাম ছুঁয়ে, হাপিত্যেশের খাবি খেতে খেতে,
ঘুস ঘুসে জ্বরে জ্বরে কষ্টের পোয়াতি বয়ে বয়ে;
ঘুট-ঘুটে শীতের আতীব্র ফুট-ফুটে প্রহরে ভুতেরা আসে,
হাসে, অট্টের হাসিতে, নানা সাজে, নানান বেশে!
ট্রাউজারের পকেটে হাত ফেলে ভারী মোজা পায়ে
শীত উপেক্ষা করে; মনোরঞ্জনের ভাব নিয়ে, সুবোধের ঢঙ্গে;
মহামহিম ভুত/পেত্নীরা কান্না-হাসিতে ভেঙ্গে পড়ে,
জড়িয়ে-গড়িয়ে ইতিহাসের পরতে পরতে,
নিরুদ্দেশের নীলাভ হৃদয় !!
ছবি নেটের।
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কি বা আসে যায় সৃতির মিনারে চেয়ে চেয়ে, দেখে দেখে সব মলিন ক্ষমতার লোভে, যারে ভালোবেসে রেখেছিলাম ভালে, সেও আজ মুখেই আস্ফালন কাজে দেয় ঠন ঠন, বাজে মাদল শুন্যতালে ফন ফন। কি চেয়েছিলাম কি পেলাম না ভাবাই এখন।
সতত ভাল থাকুন।
ছাইরাছ হেলাল
বাহ্! স্মৃতিকে তো ঠেলে ফেলে দিতে পারছি না!!
অনেক ভাল থাকবেন আপনি।
মোঃ মজিবর রহমান
ইচ্ছা করলেও পারা যায় না, আবার বুকের পাঁজরে রেখে তাকে করি স্বরণ । কবিজি।
ছাইরাছ হেলাল
আল্লাহ আপনাকে ভালো রাখবেন।
ধন্যবাদ।
হালিমা আক্তার
ইট পাথরের গড়া নয়। গড়েছি মনের মন্দিরে। তাইতো এখানের স্মৃতিরা সারাক্ষণ জেগে থাকে।
অনেক দিন পর আপনার লেখা পেলাম। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
স্মৃতিরা ই আমাদের বাঁচিয়ে রাখে, আমরা বাঁচি।
ভাল থাকবেন, হ্যা, একটু সাময়িক বিরতিতে ছিলাম।
নিয়মিত হতে চেষ্টা নিচ্ছি।
বোরহানুল ইসলাম লিটন
স্মৃতিরা চির চঞ্চলা
আর ওরা সুখের চেয়ে নিশ্চয় কষ্ট দেয় অনেক বেশি।
সুন্দর অনুভবে অনন্য সৃজন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
সুখ দুঃখ নিয়েই আমাদের স্মৃতি, বিস্মৃতিও।
অনেক ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
সুন্দর স্মৃতির মিনার কবি দা
খাদিজাতুল কুবরা
কবিতাটি হৃদয় দিয়ে অনুভব করছি। যেন দাঁড়িয়ে আছি এরই স্তম্ভের উপর,
জীবন বোধহয় মূলত স্মৃতির আকর,
এর মাঝে বিস্মৃতি ও আছে পূর্বাপর।
আপনার কবিতায় আমি সমৃদ্ধ হই বরাবর।
রোকসানা খন্দকার রুকু
যতোই এখানে ওখানে সেখানে থাকুক না কেন? তবুও ইতিহাস তো জীবন্তই,,