
যে শহরে আমার বেড়ে ওঠা- ঠিক সেখানেই শুরু হয়েছিলো তোমার-আমার প্রেমের অঙ্কুরোদগম;
একটু একটু করে শাখা-প্রশাখা গুলো যখনই বেঁচে থাকার লড়াইয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলতে চাইলো- ঠিক সেখানেই পথ রোধ হলো , বেজে উঠলো মৃত্যুর পরোয়ানা।
স্বাধীনতার দোহাই দিয়ে পাশ কেটে চলে গেলে অন্য কোথাও শিকড় গাড়তে;
ছিন্নভিন্ন করে দিলে কৈশোরের অবোধ স্বপ্নগুলোকে।
একই শহরে থেকে ও আজ আর দেখা হয় না তোমার-আমার বহু বছর।
একটু একটু করে হৃদয়ের আঙ্গিনা থেকে তোমার ছায়া সরে গিয়েছে , তোমার অস্তিত্ব রক্ষায় নেই কোনো বাঁধের টেন্ডার।
তবুও তুমি আছো সশরীরে, মনের গহীনে- স্মৃতির বিবর্ণ স্মরণে।
এই শহরের বাতাসে ভেসে বেড়ায় বিশ্বাস হরণের জলছাপ, মসলাযুক্ত হৃদয় পোড়ার গন্ধ নাসিকারন্ধ্রে প্রেমেরমের ক্ষত বাড়িয়ে দেয় দগদগে কয়লার আঁচে।
আমার স্বপ্নগুলো চুরি হয়েছে , তোমার অভিনব পেশাদারিত্বের কারুকার্যে;
তোমার ঠোঁটের মাঝে অমৃতসুধা খুঁজতে গিয়ে স্বর্গের সিঁড়ি বেয়ে নরকে বন্দী হলাম।
ছবি-গুগল
২৪টি মন্তব্য
আরজু মুক্তা
স্বপ্ন চুরি। ভালো বললেন। এই আবেগি স্বপ্নগুলো কেউ চুরি করে আমাদের ঘুমের বারোটা বাজায়। নরক তখন দুনিয়ায়।
আপনি কবিতা ভালো লিখেন। শুভ কামনা।
নাসারন্ধ্র বানানটা সম্পাদন করেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন ও শুভকামনা রইলো 🌹🌹
আরজু মুক্তা
মিষ্টি পাঠান
সুপর্ণা ফাল্গুনী
🍰🍰 খেয়ে নেন
ছাইরাছ হেলাল
চোর ধরার কামাক্ষা মন্ত্র আমাদের চাই-ই!!
সুপর্ণা ফাল্গুনী
আমিও চাই। ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
জিসান শা ইকরাম
পড়তে বেশ লাগলো,
বিশ্বাসঘাতকতা, উপেক্ষা করলেও মানুষ স্মৃতি ভুলতে পারে না।
স্মৃতি আঁটকে রাখে স্মৃতির জেলখানায়।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। সাবধানে থাকবেন। অফুরন্ত শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
স্মৃতি গুলো কেন যে সাথে করে নিয়ে গেলো না!
পোড়া স্মৃতি শুধুই পোড়াতে জানে, স্বপ্ন-অঙ্কুর পুড়ে যায় ছাইচাপা আগুনে।
বিক্ষোভ আর ভালোবাসা মিলেমিশে এক হয়ে গেছে এই কবিতায়। অনেক অনেক ভালোলাগা রইলো।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন 🌹🌹🌹🌹
তৌহিদুল ইসলাম
স্মৃতি পিছু ছাড়েনা। তবে ভুলে থাকাই উত্তম। জীবন তার গতীতে চলতেই থাকবে কিন্তু।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
আবার নিয়মিত হবার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদুল ইসলাম
আপনাকেও অনেক ধন্যবাদ আপু, ব্লগটাকে সামলিয়ে রেখেছেন সকলে।
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসতে না চাইলেও তাকে চুপিচুপি ভালোবাসা হয়ে যায়। তখন মন পোড়া গন্ধই সম্বল। আর অভিযোগ সে শুধুই একার কেউ শোনেও না ভাগও বসায় না। শুভ কামনা দিভাই।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ আপু। অজস্র ধন্যবাদ জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন
নার্গিস রশিদ
সুন্দর ভাবে আবেগের প্রকাশ। ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ আপু। সময় করে পড়ার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন নিরাপদে থাকুন
রেজওয়ানা কবির
বিক্ষোভ আর ভালোবাসার মিশ্রন দেখতে পাচ্ছি, মন অবচেতনেই ভালোবেসে যায় মাঝে মাঝে। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। পাশে থাকার জন্য অবিরাম কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
মনির হোসেন মমি
এক ছাদে বসবাস করেও সে যেন কত পর।
স্মৃতি বড়ই আজব কারিগর কেবলি ভাবা্য়।
চমৎকার কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ । ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
প্রদীপ চক্রবর্তী
বিবর্ণ শহরে কত স্মৃতি লুকিয়ে থাকে!
স্মৃতি ভুলে যাওয়া কঠিন।
স্মৃতি নিয়ে মানুষ বেঁচে থাকে!
.
ভালো লাগলো, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর