
সময় চাকা চলছে নিরবধি
অস্থির হচ্ছি-না, অসুস্থ-ও না,
গল্পে গল্পে কাটা সময়-মোহনীয়তা;
রিক্সার টুং টাং, মোটর বাইক আর গাড়ীর হুশ-হাস,
সবজী ওয়ালার হাঁকডাক,
এখন-ও সীমিত হয়ে প্রায় ঠিকঠাক সবকিছু,
বিদ্যুতের সামান্য আসাযাওয়া।
খুলে রাখা/দেওয়া দক্ষিণ-জানালা,
হৃদ-জুড়ানো বৃষ্টি-হাওয়া,
নিয়মমাফিক ট্রান্সট্রায়মারের কবিতায় মুখ-গোঁজা;
সবকিছু ফেলে রেখে/ফেলে দিয়ে, শূন্যতার অতৃপ্তি ছুঁয়ে
যতদূর হেঁটে গেলে, নির্বিঘ্নতার ছায়া পাওয়া যাবে
সেটুকুই শুধু খুঁজে নিতে চাই, স্মরণ-কালের দৃঢ়তায়;
ছবি নেটের।
১৬টি মন্তব্য
হালিম নজরুল
মনের দৃঢ়তা আরও বৃদ্ধি পাক। কবি ভাল থাকুক।
ছাইরাছ হেলাল
শুভ কামনা আপনার জন্য ও।
ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
সব কিছু চলছে নিরবধি
নিয়মমাফিক সবই আছে ঠিক ঠিক
তবুও একা এক ক্লান্ত-শ্রান্ত বিষণ্ণ কবি
উদাস মনে তাকিয়ে আছে শূন্যে রেখে দৃষ্টি
আপনজন/প্রিয়জনকে ভেবে পুড়ছে ধিক ধিক
মন খারাপের সময়গুলো-
মুঠো বন্দী করে হোক অজস্র সৃষ্টি
ছাইরাছ হেলাল
লেখা-জীবনে এর থেকে বেশী আর তো কিছুই চাই না।
আপনি ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
সবকিছু ফেলে রেখে/ফেলে দিয়ে, শূন্যতার অতৃপ্তি ছুঁয়ে
যতদূর হেঁটে গেলে, নির্বিঘ্নতার ছায়া পাওয়া যাবে
সেটুকুই শুধু খুঁজে নিতে চাই, স্মরণ-কালের দৃঢ়তায়- এই কথাগুলোর সাথে আমি পুরোপুরি একমত। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
আপনার কথাগুলোই আমি লিখে দিয়েছি মাত্র, ভোজবাজির মত।
ভাল থাকুন, নিয়ম করে।
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣। খুব ভালো । ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
আরজু মুক্তা
শূন্যতারর মাঝে হারিয়ে গেছি।
আবার শূন্য থেকেই শুরু
ছাইরাছ হেলাল
শুরু সে যে ভাবেই হোক না কেন, শুরু হলেই হয়।
নিরাপদে থাকুন।
তৌহিদ
নিয়মমাফিক সব কিছুই চলছে তবে কিসের যেন হাহাকার চারপাশে!
ভালো থাকুন ভাইয়া।
ছাইরাছ হেলাল
একটা অস্বস্তি দানা বেঁধে আছে চারপাশ জুড়ে।
ধন্যবাদ দিলাম।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধরণী চলে নিয়ম মেনে। নিজের গতিতে। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
নিয়মের সাথে আমরা শুধুই ভেসে যাই।
ভাল থাকুন।
মাহবুবুল আলম
চারিদিকে অস্থিরতা, কেমন এক হাহাকার ঘিরে রাখে সারাবেলা। কখন হবে ভোর কে জানে ভোরের ঠিকানা।
অনেক সুন্দর লিখেছেন হেলাল ভাই।
শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
ভোরের ঠিকানা না জেনে ও শুধুই অপেক্ষা করি নূতন সূর্য্যোদয়ের।
নিরাপদে থাকুন।