স্বাধীনতা? এমন বুঝি নাম হয়? খুব ইন্টারেস্টিং চরিত্র নিশ্চয়, তা নইলে এই নাম বলতেন না আমায়!
তা যা-ই হোক, বলুন তো,
আচ্ছা স্বাধীনতা দেখতে কেমন? তার গায়ের রঙ কী? তার কী চোখ-নাক-মুখ আছে?
কোন ভাষায় কথা বলে স্বাধীনতা?
সে কী চলতে পারে? বলতে পারে? গাইতে পারে গান? আবৃত্তি পারে?—কিচ্ছু জানেনা!!!
তাহলে জানেটা কী?
গল্প-কবিতা লিখতে জানে?—কিচ্ছু জানেনা!!! তাহলে জানেটা কী? অদ্ভুত ব্যাপার!
আচ্ছা স্বাধীনতার কাজ কী? কোথায় চাকরী করে? ওর বাসা কোথায়, কোন শহরে?
বাহ এসব আপনার জানা নেই? তা পরিচয় হলো কিভাবে?
ধর্মপালন করতে গিয়ে পরিচয়? বাহ! বেশ তো!!
আর আমি এক স্বাধীনতাকে চিনতাম, যার মৃত্যু হয়েছে বহু আগেই। তার সাথে পরিচয় হয়েছিলো ‘৭১-এ। যাকে খুন হতে হয়েছিলো স্বাধীন দেশের মাটিতেই।
হ্যামিল্টন, কানাডা
২১ জুন, ২০১৭ ইং।
**মাত্র লিখলাম। আমাকে বড় জ্বালাচ্ছে এই ব্যথা। তবে আমিও যে সহজে হার মানার মতো মানুষ নই, সে তো সকলেই জানেন। তাই কিছুটা অনিয়মিত থাকবো। ভুল বুঝবেন না যেনো!**
১৪টি মন্তব্য
মিষ্টি জিন
এই নীলাদি , কি হয়েছে গো তোমার?
স্বাধীনতা কেউ নিতে পারেনা তবে হ্য স্বাধীনতায় মাঝে মাঝে বাঁধা আসে ।
তুমি হার মানার মানুষ নও । নিজে সঠিক থাকলে হার মানতেও বা হবে কেন?
এই নিয়মিত হও তো , ভালো লাগেনা। আজকাল আড্ডা হয়না ব্লগে। আমার মেয়েরা এসেছে তাই আমি কিছুটা অনিয়মিত । তারপর ও উকি ঝুঁকি মারি।
ভাল থেকো সোনা। যাদুকি ঝাপ্পি দিয়ে দিলাম।
নীলাঞ্জনা নীলা
আপু দেশে গিয়েছিলাম। তারপর ব্লগে ফিরতে সময় নিচ্ছিলাম। আসলে দেশ থেকে ফিরে ফেসবুকে বেশীক্ষণ সময় দিচ্ছিলাম। সবাইকে দেখতে, খবর নিতে। যাদেরকে ফেলে রেখে এসেছি।
এখনও মনটা ভার হয়ে আছে।
ভালো থেকো আপু।
নীহারিকা
স্বাধীনতার মৃত্যু হলে সবই শেষ। তবে একে আমরাই মুমূর্ষু করে ফেলি। আবার জাগিয়েও তুলতে জানি। ভালো থাকবেন দিদি।
নীলাঞ্জনা নীলা
আপু হুম জানি স্বাধীনতার মৃত্যু হবেনা। আমরা যে এখনও পঁচে যাইনি।
ভালো থাকবেন।
শুন্য শুন্যালয়
৭১ এ কোন স্বাধীনতা ছিলোনা নীলাপু। ছিলোনা বলেই যুদ্ধ হয়েছে। তবে লাখ লাখ মানুষ রক্ত ঝরিয়ে পেয়েছে স্বাধীনতার এক ডামি। এটাকেই সত্যির আদল দেবার এতো মিথ্যে চেষ্টা। আদোতে স্বাধীনতা বলে কিছু অন্তত আমাদের দেশে নেই।
ধর্ম বেশ জাঁকজমক পূর্ন ভাবেই আছে, ওটা পালন করাই ভালো।
তুমি সুস্থ হয়ে ওঠো পুরোপুরি। ব্যথা তোমাকে কিছুটা কাবু করে ফেলেছে, যদিও জানি তুমি তা তুড়ি মেরেই উড়িয়ে দেবে। ভালো থাকবে সবসময়।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু কী সুন্দর বললে! স্বাধীনতার ডামি। এমন মন্তব্য তোমাকে মানায়। আমি যে কেন পারিনা তোমার মতো মন্তব্য করতে! 🙁 ;(
সুস্থতা তো মনের কাছে। মনটা যদিও ঠিক হয়নি সেভাবে। মিস করছি মামনি-বাপিকে।
ভালো থেকো আপু। গান শুনতে চাই। শোনাতে হবে কিন্তু! -{@
ছাইরাছ হেলাল
কোন ব্যথাই আপনাকে কাবু করতে পারেনি, পারবেও না।
ব্যাপার না, আমরা অপেক্ষা করতে জানি।
না সে খুন হতে পারে না, রক্তে গড়া এ স্বাধীনতা,
জাতিস্বর হয়ে হলেও ফিরে তাকে আসতেই হবে।
নীলাঞ্জনা নীলা
কুবিরাজ ভাই যখন লিখি লেখাটা খবর পেয়েছিলাম বাপি মারাত্মক অসুস্থ। দেশে গিয়েছিলাম। শুনেছেন বোধ হয়?
আমার গিফটগুলো পাওয়া হলোনা আপনার থেকে। 🙁
ছাইরাছ হেলাল
সব পাবেন, লিস্ট তৈরি করেন শুধু।
নীলাঞ্জনা নীলা
আর হয়েছে! আবার কবে যাবো সেটারই ঠিক নেই।
মৌনতা রিতু
আমরা কি চেয়েছিলিম এমন স্বাধীনতা! যে স্বাধীনতায় বলতে পারি না, আমি গল্প লিখেছি সব বাধা অতিক্রম করে। যেখানে ভাষা ও আবেগ প্রকাশের কোনো বাধা থাকবে না।
আমি রাত হোক দিন হোক প্রজাপতির মতো উড়ে বেড়াতে পারব, কেউ আমার ডানা ছিড়ে দিবে না।
চিৎকার করতে পারব উচ্চস্বরে। গান গেয়ে উঠব যখন তখন।
তবে এটাও ঠিক স্বাধীনতা ভোগ করতে গিয়ে তাকে অমর্যাদাও করব না।
অনেক সুন্দর লিখেছো মিশরকন্যা। শোনো আমি ডাক্তারকে বলেছি, কখনোই হাঁটুতে ইনজেকশন দিব না। তবে এবার যে দুইটা ভিটামিন দিছে তাতে বেশ কাজ হচ্ছে আপু। দোয়া করিও। ভাল থেকো। অনেএএএএএএএক আদর দিলাম।
নীলাঞ্জনা নীলা
আপু দেখা হলোনা। সত্যি মনটা খুব খারাপ হয়েছিলো। এই আসো না ব্লগে লেখা নিয়ে।
তোমার লেখা এখানে পড়তে চাই, কবে দেবে?
তাড়াতাড়ি দিও কিন্তু!
অনেক আদর তোমাকেও। (3
জিসান শা ইকরাম
একটি ভেজাল স্বাধীনতা পেয়েছি আমরা,
আপাতত চেয়ে চেয়ে দেখা ব্যতীত কিছু করার নেই।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপুর মতো বলতে হয় স্বাধীনতা নামের এক ডামি পেয়েছি আমরা।
শুধু দেখেই যাচ্ছি।
ধন্যবাদ তোমাকে।
ভালো থেকো।