
বাতাসে আজ স্বাধীনতার গন্ধ ভেসে আসে,
পাখির কূজনে বিজয়ের গান।
বসন্তের সমারোহে ঐক্যতানের প্রলয়;
লাখো শহীদের প্রাণবায়ু ঘুমিয়ে আছে কোটি প্রাণে।
স্বাধীনতা তুমি জাতির পিতার, স্বাধীনতা তুমি লাখো বীরাঙ্গনার।
স্বাধীনতা আজ পরাধীনতার শিকলে আবদ্ধ,
স্বাধীনতার আর্তনাদ ডুকরে কেঁদে মরে স্মৃতির মিনারে।
লাখো বীরাঙ্গনার সম্ভ্রম উপহাসে হয়েছে পরিণত,
লাখো শহীদের রক্ত প্রশ্নবিদ্ধ নর্দমার কীটের দরুণ;
সন্তান হারানো হাহাকার হারিয়ে যায় ঝড়ো-বাতাসে।
বিজয়ের উল্লাস অশ্রু হয়ে ঝরে জন্মভূমির বুকে।
ছবি-গুগল
২৭টি মন্তব্য
শামীনুল হক হীরা
খুব সুন্দর লিখেছেন সম্মানিত।।
চমৎকার ভাব উপাস্থপনা করলেন বিষয়টা।
শুভেচ্ছা সহ ভালবাসা নিবেন।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন
ইঞ্জা
সুন্দর এবং নান্দনিক উপস্থাপন।
ভালো লাগলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন আপু।
অনুরোধ করবো নিজেকে কবিতায় আবদ্ধ না রেখে অন্যান্য ক্ষেত্রেও লেখার জন্য, এছাড়া বল্গে এতী ছোটো লেখা মানায় না আপু।
সুপর্ণা ফাল্গুনী
লিখি তো, নারী দিবস নিয়ে দুটো লেখা দিলাম তো। এটা একটু ছোট হয়ে গেছে। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
তৌহিদ
স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু সেই স্বাধীনতার শৌর্যবীর্য অক্ষুণ্ণ রাখতে পারিনি। এর দায় আমাদের।
চমৎকার লিখেছেন আপু। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সত্যিই তাই। সময় যত গড়াচ্ছে স্বাধীনতার আর্তনাদ বেড়েই চলেছে। কবে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত হবে? ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
সাবিনা ইয়াসমিন
স্বাধীনতা আজ গুমরে কাঁদে স্বাধীনতার আড়ালে।
বিনম্র শ্রদ্ধা যাদের রক্ত-প্রান-সম্ভ্রমের বিনিময়ে এলো স্বাধীন পতাকা।
আপনার জন্য শুভ কামনা রইলো 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। বিনম্র শ্রদ্ধা রইলো । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর 💓💓
আলমগীর সরকার লিটন
অনেক স্বাধীনতার শুভেচ্ছা রইল কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও শুভকামনা রইলো। কেমন আছেন? নিজের দিকে খেয়াল রাখবেন। ভালো থাকুন সুস্থ থাকুন
আলমগীর সরকার লিটন
এত আছি অফিস করছি আল্লাহ ভরসা
ছাইরাছ হেলাল
লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া এ অমূল্য স্বাধীনতা,
আজ তাঁদের স্মরণ করি মনে-প্রাণে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুধাবনে অনন্য নিবেদন প্রিয় কবি।
সময়ের সাবলিল উচ্চারণ।
ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
রেজওয়ানা কবির
অনেক কষ্ট করে এই স্বাধীনতা পেয়েছি কিন্তু আদৌ তা রক্ষা করা খুব কঠিন। সকল শহীদ, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান, শ্রদ্ধা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালোবাসা নিবেন। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অফুরন্ত
আরজু মুক্তা
যাঁদের প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা তাঁদের জানাই লাল সালাম।
স্বাধীনতা যেনো মুখ থুবড়ে না কাঁদে।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্বাধীনতা যেন মুখ থুবড়ে না কাঁদে এই কামনা হোক সবার। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
পপি তালুকদার
অনেক সুন্দর উপস্থাপন দিদি।স্বাধীনতার মান রক্ষা দায়িত্ব আজ আমাদের সকলের।অজস্র সম্মান ও গভীর ভালোবাসা সকল মুক্তিযোদ্ধা,শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনাদের প্রতি রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য 💓💓। স্বাধীনতার মান, সম্ভ্রম রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
এ দায় আমাদের সকলের হলেও আমরা তা করছি না।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ সকাল
হৃদয়ের কথা
স্বাধীনতা বর্তমানে কিছুটা প্রশ্নবিদ্ধ হলেও, স্বাধীনতার অর্জন অনেক। খুবই সুন্দর কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো।