একদা কৃষ্ণ সাজিয়া বিষ্ণু মগন মহান ধ্যানে,
মনে জপে নাম রাম হরিরাম ভগবান শুধু জ্ঞানে।
বনে যত সব পাখি করে রব কানেতে কিছু না ঢোকে,
কাহার সাধ্যি ভাঙে আরাধ্যি কেবা সেবা তার রোখে।
হেনকালে পরি গায়ে মেখে জরি নেমে এলো রাধিকাই,
নেই তার সম অন্তর মম ধরাতে যে কোথাও নাই।
কিযে চমকালো ঝলকানো আলো কি যে অনন্য রূপ,
সারাবন জুড়ে পূর্ণিমা মুড়ে জ্বলিয়া উঠিল ধুপ।
চমকিয়া ওঠে কৃষ্ণের ঠোঁটে জোছনামোড়ানো হাসি,
রাধিকার রূপে পিরিতি স্বরূপে যৌবন যায় ভাসি।
ভাঙে তার ধ্যান,প্রেমে অজ্ঞান সমুখে দাঁড়ায় গিয়ে,
হস্তেতে মালা কঙ্কনবালা “তোমারে করিনু বিয়ে।
তুমি মহারাণী কৃষ্ণঘরনী প্রেমসুধা ঢালো মনে,
রাজদরবার হোক ছারখার পিরিতি জ্বলুক বনে।
যত ফুল পাখি মুদিলেন আঁখি বাজিলো কৃষ্ণবাঁশি,
কি যে মহাসুখে রাধিকার মুখে ফুটিয়া উঠিল হাসি।
কৃষ্ণ কহিলো সকলি রহিল পান করো প্রেমমধু,
স্বর্গীয় তুমি উর্বর ভূমি মহিয়সী দেবী বধু।
হেমলোক দাও প্রেমলোক দাও জরজর কর বিষে,
মরনের শেষে স্বর্গের দেশে তুমি আমি রবো মিশে।
এই বিষে মাতো নাহি বিষ তা তো কৃষ্ণবাঁশির শিষ,
সে বিষে জরিলে রাধিকা মরিলে কৃষ্ণরে সাথে নিস।
******
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
জোছনামোড়ানো হাসি
রাধিকা উঠিল নাচি,
প্রেমের যৌবন উথলে উঠি্লে
লাজ শরমের কাঁথা-পুড়ে
পান করে প্রেমমধু দ্বিগুন জ্বালে;
আহা আহা মরি মরি হরি হরি।
কবি কবি!!
হালিম নজরুল
ওম শান্তি।
ফয়জুল মহী
অসাধারণ লেখা । পড়ে ভালো লাগলো।
হালিম নজরুল
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
কৃষ্ণ কহিলো সকলি রহিল পান করো প্রেমমধু,
স্বর্গীয় তুমি উর্বর ভূমি মহিয়সী দেবী বধু।
হেমলোক দাও প্রেমলোক দাও জরজর কর বিষে,
মরনের শেষে স্বর্গের দেশে তুমি আমি রবো মিশে।
এই বিষে মাতো নাহি বিষ তা তো কৃষ্ণবাঁশির শিষ,
সে বিষে জরিলে রাধিকা মরিলে কৃষ্ণরে সাথে নিস। – মুগ্ধ, বিমোহিত সব্যসাচী লেখক। শুভ কামনা রইলো
হালিম নজরুল
আপনাদের মত উৎসাহদাতা থাকলে লেখা অনেক সহজ হয়ে যায়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমতকার, অনবদ্য। মুগ্ধতা ছুয়ে গেল। —হেমলোক দাও প্রেমলোক দাও জরজর কর বিষে,
মরনের শেষে স্বর্গের দেশে তুমি আমি রবো মিশে।
এই বিষে মাতো নাহি বিষ তা তো কৃষ্ণবাঁশির শিষ,
সে বিষে জরিলে রাধিকা মরিলে কৃষ্ণরে সাথে নিস। –👏 শুভ কামনা রইল ভাই।
হালিম নজরুল
এই চার লাইন আমার সবচেয়ে প্রিয়। ধন্যবাদ ভাই।
তৌহিদ
কৃষ্ণ কহিলো সকলি রহিল পান করো প্রেমমধু,
স্বর্গীয় তুমি উর্বর ভূমি মহিয়সী দেবী বধু।
..
দারুণ দারুণ। আপনার লেখার শব্দশৈলী মুগ্ধ করার মত। ভালো লাগলো ভাই।
হালিম নজরুল
আপনাদের দোয়ার অনেক শক্তি ভাই।
নিতাই বাবু
আহা্! আমি যেন হিন্দু ধর্মের কৃষ্ণকথা পাঠ করিলাম। মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবি দাদা। সত্যি মুগ্ধ হলাম।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ও শ্রদ্ধা দাদা।
আলমগীর সরকার লিটন
কৃষ্ণ কহিলো সকলি রহিল পান করো প্রেমমধু,
স্বর্গীয় তুমি উর্বর ভূমি মহিয়সী দেবী বধু। ———–চমৎকার
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ইঞ্জা
একদা কৃষ্ণ সাজিয়া বিষ্ণু মগন মহান ধ্যানে,
মনে জপে নাম রাম হরিরাম ভগবান শুধু জ্ঞানে।
বনে যত সব পাখি করে রব কানেতে কিছু না ঢোকে,
কাহার সাধ্যি ভাঙে আরাধ্যি কেবা সেবা তার রোখে।
মন্ত্রমুগ্ধকর শব্দশৈলীতে হেরিলাম মন কবিতে।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ও শুভকামনা প্রিয় ভাই আমার।
সুরাইয়া নার্গিস
চমৎকাল লিখছেন ভাইয়া, পড়ে মুগ্ধ হলাম।
হালিম নজরুল
আপনারাই আমার লেখার শক্তি আপু।
প্রদীপ চক্রবর্তী
দাদা একরাশ মুগ্ধতা ছাড়া দিবার কিছু নেই।
সত্যিই অনেক ভালো লাগলো কবিতাটা।
হালিম নজরুল
একরাশ ভালবাসা দাদা।
সুপায়ন বড়ুয়া
“হেমলোক দাও প্রেমলোক দাও জরজর কর বিষে,
মরনের শেষে স্বর্গের দেশে তুমি আমি রবো মিশে।”
প্রেম কাব্য মন্দ নয়
মরনের পরে যদি থাকতে হয়।
ভাল লাগলো।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
সবসময় ভাল থাকুন দাদা। শুভকামনা রইল।
মাহবুবুল আলম
নজরুল ভাই! চমৎকার অন্তমিলের কবিতা।
আমার কাছে বেশ ভাল লেগেছেছে। তবে কবিতার শব্দচয়নে
বর্তমানে ছাপ থাকলে আরও ভাল হতো।
শুভেচ্ছা জানবেন।
হালিম নজরুল
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। আসলে এটি ইচ্ছা করেই পুরণো ধারায় লিখেছি। আমার নিজেকে যাচাই করবার একটি প্রয়াস বলতে পারেন। মাঝেমধ্যে অন্যধারা চেষ্টা করি। আপনাকে পাশে পেয়ে ভীষণ ভাল লাগে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাব।
জিসান শা ইকরাম
রাধা কৃষ্ণের প্রেম উপখ্যান ভিন্ন ভাবে পড়লাম।
শুভ কামনা ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
সাবিনা ইয়াসমিন
কৃষ্ণের প্রেমে রাধা এম্নি এম্নি পাগল হয়নি। যা কিছু তার সবই করেছিলো দান রাধার রাঙা চরণে।
কবিতার ছন্দে, আকর্ষণে বিমোহিত হয়েছি। সত্যিই আপনি অনবদ্য লেখেন।
**তুমি মহারাণী কৃষ্ণঘরনী প্রেমসুধা ঢালো মনে,
রাজদরবার হোক ছারখার পিরিতি জ্বলুক বনে**
হালিম নজরুল
আপনারাই আমার শক্তি, সাহস, প্রেরণা। অব্যাহত থাকবে আশা করি।