স্বপ্ন-নূপুর

ছাইরাছ হেলাল ১০ জুলাই ২০১৬, রবিবার, ০৬:৩০:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

এ কোন্‌ ভালোবাসার দ্বিপ্রহর?
প্রাসাদ নিদ্রা ফেলে ঝর্ণাপ্রপাতে আকণ্ঠ ডুবে
জুড়াই প্রাণমন, সোনাবিকেলের ধানক্ষেত, কাশবন ফেলে
ফিনফিনে নরম সন্ধ্যাতারায় সজল নিমজ্জন।
এ কোন্‌ উন্মুখ উন্মত্ত অযূত অনুবোধের উন্মাদন?

ভালোবাসার স্বপ্নজাগরণে সাতারুমনের প্রতীকী নৈপুণ্যের
প্রমোদবালক বা বরপুত্র নই আমি, আপ্লুত ভালোবাসাঝড়ের হ্রেষা তুলে
সবুজের ঘ্রাণ শুঁকে শুঁকে পূর্ণপাত্র সঞ্চয়ের স্বপ্ননূপুর তুলে দেব বা নেব!

হাসি আনন্দের বেড়াজালের নেই কোন প্রবাস প্রসব,
ভ্রান্তির স্থির স্মৃতিসৌধে গ্রীষ্ম-বর্ষা-হেমন্তে সমুজ্জ্বল বসবাস,
সংবৎসর শুধুই বেদনায় হাঁসফাঁশ, কে এনেছিল ডেকে এমন সর্বনাশ?

৪৬৭জন ৪৬৭জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ