মেঘ গুডগুড় মেঘ গুড়গুড়
থমকে আছে আকাশ
এই সময়ে কি করে হয়
স্বপ্নফুলের চাষ ?
স্নান করছে চোখের উঠোন
গাল ভাসছে জলে
যাচ্ছে ডুবে স্বপ্নগুলো
তুই আসিসনি বলে ।
ইচ্ছেগুলোর সময় যে শেষ
নোঙ্গর করার তাড়া
বলনা রে তুই আসবি কবে
হবো খুশীতে আত্মহারা !
পাওয়া-না-পাওয়া জীবনটাকে
স্বপ্নই দিয়ে গেছি
জমিয়ে রাখা শূণ্যতায়
মুখ ডুবিয়ে আছি ।
বুঝবিনা তুই কেন এমন
আজকের এই আমি
সস্তা করে পস্তাই
তবু হতে চাইনা দামী ।
আস্ত এক বোকা মেয়ে
বুদ্ধি-চাদরে ঢেকে
মুখোশের মাঝে কষ্ট লুকোয়
আর ভালোবাসে তোকে ।
স্বপ্ন আমার স্বপ্ন রঙ্গীন
আজকে সাদা-কালো
তবুও ভাবি একদিন ঠিক
আসবি হয়ে আলো ।
হ্যামিল্টন , ওন্টারিও , ক্যানাডা ।
অক্টোবর ৮ , ২০১২ ইং
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অনেকদিন পরে আপনার লেখা পড়ে অনেক ভাল লাগল ।
থমকে যাওয়া আকাশে মেঘ যতই করুক গুড়গুড়
স্বপ্নফুলের চাষ ! সে হবেই ……
নীলাঞ্জনা নীলা
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ……… ছাইরাছ হেলাল
জবরুল আলম সুমন
দিদি, চমৎকার লিখেছো। আজ বিকেলেই তোমার এই কবিতাটা পড়েছি। ব্লগে স্বাগতম…
নীলাঞ্জনা নীলা
তুইও আছো এখানে ? হুম ফেইসবুকে দিয়েছিলাম। সব এখানেও দেব এখন হতে।
জবরুল আলম সুমন
হুম, আছি… 🙂
শিশির কনা
স্বপ্ন-চাষ , অনেক সুন্দর একটি কবিতা । দেশের বাইরে থেকেও বাংলা ভাষাকে ধরে রেখেছেন , ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আপনার নামটি তো বেশ সুন্দর ……… শিশির কনা
জিসান শা ইকরাম
ছন্দ ময় কবিতা সুন্দর হয়েছে খুব।
ফেইসবুকে দেখলাম , ছবিটা নিজের তোলা , ছবিটাও সুন্দর ।
স্বাগতম এখানে । শুভকামনা ।
নীলাঞ্জনা নীলা
হুম , ফেইসবুকেই তো আগে দিয়েছিলাম। আমি সুন্দর ছবি তুলতে পারি 🙂 তোমার সাফল্য কামনা করি নানা।
সুলতানা সোনিয়া
ভালো লাগলো ভীষণ
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ সুলতানা সোনিয়া ।
যাযাবর
আপনার কবিতা অনেক পড়েছি আমি। সুন্দর কবিতা লিখেন। এটিও ভীষণ ভালো লাগা একটি কবিতা।
নীলাঞ্জনা নীলা
কোথায় পড়েছেন যাযাবর ভাই ? ধন্যবাদ আপনাকে পঠনের জন্য।
আফ্রি আয়েশা
নীল আপু চমৎকার কবিতা লিখেন আপনি। আপনার সব লেখা আজ পড়ে তবে উঠবো 🙂
নীলাঞ্জনা নীলা
সময় বড়ো দুষ্টু । আমাকে একটু সময় সে দিতে চায়না , তাই দেরী হয়ে গেলো মন্তব্যের জবাবটুকু দিতে আপু । রাগ সয়ে নিতে পারবো , অভিমান সেটাকে ভয় পাই গো ;(
শুন্য শুন্যালয়
এইযে এসে গেছি আমি 🙂
নীলাঞ্জনা নীলা
স্বাগতম আমার শুন্যালয়ে। আজ পূর্ণতা পেলো।
“এসো প্রাণের উৎসবে…”
সুরাইয়া পারভীন
যা হয়ে যাক
একদিন সে আসবে সেই আশাতে
স্বপ্ন ফুলের চাষ করতেই হবে করতেই হবে।
দারুণ লিখেছেন