স্বপ্ন-চাষ

নীলাঞ্জনা নীলা ১২ অক্টোবর ২০১২, শুক্রবার, ০৬:৪৪:৩১অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৮ মন্তব্য

আমার তোলা ছবি
মেঘ গুডগুড় মেঘ গুড়গুড়
থমকে আছে আকাশ
এই সময়ে কি করে হয়
স্বপ্নফুলের চাষ ?

বুনছি আমি বুকের মাঝে
লাল-নীল সংসার
গুনে চলছি আসার প্রহর
খুলবে বন্ধ দ্বার ।

স্নান করছে চোখের উঠোন
গাল ভাসছে জলে
যাচ্ছে ডুবে স্বপ্নগুলো
তুই আসিসনি বলে ।

ইচ্ছেগুলোর সময় যে শেষ
নোঙ্গর করার তাড়া
বলনা রে তুই আসবি কবে
হবো খুশীতে আত্মহারা !

পাওয়া-না-পাওয়া জীবনটাকে
স্বপ্নই দিয়ে গেছি
জমিয়ে রাখা শূণ্যতায়
মুখ ডুবিয়ে আছি ।

বুঝবিনা তুই কেন এমন
আজকের এই আমি
সস্তা করে পস্তাই
তবু হতে চাইনা দামী ।

আস্ত এক বোকা মেয়ে
বুদ্ধি-চাদরে ঢেকে
মুখোশের মাঝে কষ্ট লুকোয়
আর ভালোবাসে তোকে ।

স্বপ্ন আমার স্বপ্ন রঙ্গীন
আজকে সাদা-কালো
তবুও ভাবি একদিন ঠিক
আসবি হয়ে আলো ।

হ্যামিল্টন , ওন্টারিও , ক্যানাডা ।
অক্টোবর ৮ , ২০১২ ইং

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ