
আমার সকল চূর্ণবিচূর্ণ পথ চলে গেছে
ক্লান্তি-বিহীন শুদ্ধ জীবন্ত ঘ্রাণ-ফুলের গন্ধ গভীরতায়,
অ-নিঃশেষের উজ্জ্বল-উচ্ছ্বাসে, না-থামা পথিকের মত,
নক্ষত্র-পল্লীর-স্বপ্ন এঁকে এঁকে; গাঢ় রাত্রির নীল নিরুদ্দেশে;
মহাকালের খেরো খাতায় লিখে রেখেছি/রাখছি
বিস্বাদ-জীবনের ক্ষণ ভঙ্গুর দ্বন্দ্ব/অ-দ্বন্দ্বের কাব্য,
স্থির-নির্বাক-ভাষাহীনতায়, দগ্ধ-হৃদয়ের ইতস্ততায়;
ম্রিয়মাণ ব্যাকুল হৃদয়ের কোলাহল শেষে
দুরূহ-প্রেমিকের মত বসন্ত-চিঠি ছুঁড়েছি একান্ত নির্জনতায়,
ভালোবাসার শিকড়ে শিকড়ে, তপ্ত বুকের গহন-গভীরে,
সীমাহীন ভালোবাসার অজস্র সুখের ক্রম সন্ধিক্ষণে।
তাৎক্ষণিক চোখের পরশে লিখে রাখা বিকেল ছুঁয়ে যাওয়া কাব্য-কথায়
লটকে দিলাম চিরপ্রীতির নিঃশঙ্ক-নিসংকোচ প্রত্ন-হাসি।
ছবি……নেট থেকে।
২২টি মন্তব্য
কামাল উদ্দিন
“একান্ত নির্জনতায়,
ভালোবাসার শিকড়ে শিকড়ে, তপ্ত বুকের গহন-গভীরে,
সীমাহীন ভালোবাসার অজস্র সুখের ক্রম সন্ধিক্ষণে।”
.………….ভালোবাসার কবিতা আর পোস্টের ছবিতা মিলেমিশে একাকার।
ছাইরাছ হেলাল
এ ছবি তো চোরাই!
নিয়মিত পড়ার জন্য অনেক ধন্যবাদ।
কামাল উদ্দিন
নেট থেকে নিয়ে তো আমরা অনেক ছবিই পোষ্টে সংযুক্ত করি, এটা অস্বাভাবিক কিছু নয়। নিজের বলে চালাতে গেলে চোরাই বলা যায়। বড় ভাই ভালো থাকুন, সব সময়।
ছাইরাছ হেলাল
আসলে নিজের লেখায় নিজের তোলা ছবি-ই দেই।
কিন্তু এমন কিছু লেখা লিখি (পরী বা ডাইনি বা স্বপ্ন) সেগুলোর ছবি নেট থেকেই নিতে হয়।
ছবির মালিকের অনুমতি না নিয়েই, তাই অমন বলা।
জিসান শা ইকরাম
এত সহজ কবিতা ক্যামনে লেখেন?
পথিকের ভালোবাসার পথ মসৃন হোক,
ভালোবাসা লটকে থাকুক মহাকালের কপালে,
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আমিও ভাবি ক্যামনে এত সহজ করে লেখে!
পথের শেষে পথিকের মহা মূল্যবান হাসি ঝুলে আছে।
সঞ্জয় মালাকার
শুভ বিকেলে শ্রদ্ধে দাদা শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
লিখুন লিখুন পড়ছি। এত ভাষাহীন হলে চলবে???
ভাষাতেই লিখুন।
ছাইরাছ হেলাল
খুব চেষ্টা চালাচ্ছি আয়ত্ত করার কিন্তু হচ্ছে না যে!
দুয়া দিয়েন, ভাই।
মোঃ মজিবর রহমান
আল্লাহ্রে স্বরন করেন। তাতেই জুটব ! আম৯রা খেউ খাওয়া মোল্লাহ। হ্যা হ্যা হ্যা
ছাইরাছ হেলাল
আপনি আমার জন্য দুয়া দিয়েন।
তৌহিদ
পথ শেষ হলে কেমনে হবে মহারাজ? চিঠি লিখুন, মহাকালের খেরো খাতাটি আমরা পথ দেখিয়ে নিয়ে যাব যথাস্থানে।
ছাইরাছ হেলাল
আপনার ঠিকানায় আগে চিঠি পাঠাতে হবে দেখছি।
এস.জেড বাবু
ম্রিয়মাণ ব্যাকুল হৃদয়ের কোলাহল শেষে
দুরূহ-প্রেমিকের মত বসন্ত-চিঠি ছুঁড়েছি একান্ত নির্জনতায়,
এক ঝাঁপি মনমুগ্ধকর কথামালা।
পথিকেরা সবসময় এমন শব্দের প্রত্যাশা রাখে।
ছাইরাছ হেলাল
পথিকের পথ কিন্তু চূর্ণবিচূর্ণ, তা কী মনে আছে!
যা লিখতে চাই তা তো লেখতে পারিনি এখন।
ভাল থাকবেন।
এস.জেড বাবু
পথ আর কেমন হবে
হয় সাগর
নয়তো মরুভূমি
না হয় নদীর পাশ ঘেঁষে চলা জংগল আর তৃণভূমি।
পথিক তো পথ খোঁজে- অতকিছু দেখার সময় কই।
সবই লিখুন।
আমি একজন তো আছি পড়ার অপেক্ষায়।
শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
লেখার চেষ্টা আমরণ জারি থাকবে!
কেউ তা পড়বে শুনলে ভালই লাগে।
মাহবুবুল আলম
অনেকটাই ঠিক“কারো কারো ভালবাসা লটকে থাকে মহাকালের কপালে। “
ভাল লাগলো কবিটাটি পড়ে। শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ,
কিন্তু “কারো কারো ভালবাসা লটকে থাকে মহাকালের কপালে। “ এ লাইনটি তো আমার লেখায় নেই।
সুরাইয়া পারভিন
শব্দ বুনন দারুণ। মহাকালের খেলো খাতায় লিখতে থাকুন বিস্বাদ-জীবনের ক্ষণ ভঙ্গুর দ্বন্দ্ব/অ-দ্বন্দ্বের কাব্য,
আমরা পাঠক/পাঠিকা তা খুব মনোযোগ দিয়ে পড়বো।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, আপনি/আপনারা নিয়মিত পড়ছেন বলেই লিখতে সাহসী হচ্ছি,
লিখছি-ও।