
স্বপ্ন নেবে, স্বপ্ন!! হরেক রকমের মিষ্টি, মজাদার, রসালো, তেতো, টক। লাল, নীল, সবুজ, হলুদ আরো কত রং বেরঙের স্বপ্ন আছে কাঁচের ঐ বয়ামে। সব আলাদা আলাদা করে গুছানো আছে। যার যেটা লাগবে নিয়ে নাও। কারণ ঐ স্বপ্ন গুলো তো আমার নয়;সবার স্বপ্ন আমার কাছে গচ্ছিত রেখেছে-একেক নামে,একেক আকারে,একেক দামে।
স্বপ্নেরা খুব সুন্দর করে সেজেগুজে দাঁড়িয়ে আছে নিলামে উঠবে বলে। কি যে খুশী তারা; আহ্লাদে আটখানা, হেসে কুটিকুটি। সমস্ত বাঁধ ভাঙার আওয়াজে চারিদিক টইটুম্বর, হৈ-হূল্লোর; আন্দোলিত আকাশ-বাতাস, সমুদ্রের ঢেউ। স্বপ্নেরা আজ তাদের ঠিকানা পাবে, সঙ্গী পাবে। এতো এতো স্বপ্নের মাঝে থেকেও তারা সবাই ছিল নিঃসঙ্গ,বিবর্ণ, সঙ্গী বিহীন। বন্দীত্বের, দাসত্বের ডামাডোলে তারা হাঁপিয়ে গেছে। যাদের দু’চোখে ঘুমের বসত, ভালোবাসার রঙ ছড়ানো,সুখের পায়রা নৃত্য করে অবিরত স্বপ্নেরা সেখানেই যাবে। সবাই তো সুখ খুঁজে, ভালোবাসা খুঁজে তাহলে স্বপ্নেরা কেন খুঁজবে না? ঘুমবিহীন চোখ, স্বপ্ন ভাঙ্গা হৃদয়ে কেমনে স্বপ্নের আগমন ঘটবে?ওদের ওতো আলাদা আলাদা রঙ, ভিন্ন ভিন্ন চাওয়া-পাওয়া, বিচিত্র আকার নকশা আছে।
আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন ফেরি করি , বিলিয়ে বেড়াই নানান জনে। ফেরিওয়ালাদের কাছে শত শত পন্য থাকে তবুও তারা সেই পন্যের মালিক নয়,দাবিদার নয়; দিনশেষে তারা নিঃস্ব,রিক্ত,অচল এ জগৎ সংসারে। আমার ও শত শত স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণের অধিকার, যোগ্যতা নেই। রাতের আঁধারে দু’চোখে স্বপ্নের আগমন ঘটেনা ; নিদ্রাহীন দু’চোখে শ্রাবণের বারিধারা বয়ে চলে অবিরত।
২৬টি মন্তব্য
ইসিয়াক
ভালো লাগলো আপু।
শুভকামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
ফেরিওয়ালার সাথে জীবন-বাস্তবতার তুমুল/বিপুল মিল।
দিন শেষে শুধুই বিষণ্ণ একাকীত্ব।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
সাবিনা ইয়াসমিন
ফেরিওয়ালাদের কাছে শত শত পন্য থাকে তবুও তারা সেই পন্যের মালিক নয়,দাবিদার নয়; দিনশেষে তারা নিঃস্ব,রিক্ত,অচল এ জগৎ সংসারে। আমার ও শত শত স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণের অধিকার, যোগ্যতা নেই।….
আসলেই তাই। সব কিছু হাতে থাকার পরেও অনেকেই তার প্রকৃত মালিক হতে পারে না। বিলিয়ে দিতে হয়, নতুবা বিনিময় করতে হয় চাওয়া-পাওয়ার দরে।
ভালো লেখেন আপনি,
শুভ কামনা সব সময় 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু
তৌহিদ
আমার অনেক স্বপ্নের দরকার। লাল নীল হলুদ সবুজ সব রঙের স্বপ্ন। আমার কাছে যা আছে সেসব পুরোনো স্বপ্ন। নতুন কিছু থাকলে আমায় কিছু দিবেন কি স্বপ্নের ফেরিওয়ালা?
সুপর্ণা ফাল্গুনী
🙄🙄🙄🙄🙄। ধন্যবাদ ভাইয়া
তৌহিদ
মুখ ভ্যাটকানো ইমো!! 😞😞😞
সুপর্ণা ফাল্গুনী
না মাথার উপরে দিয়ে গেলো। স্বপ্ন পুরানো হয়ে গেছে , নতুন স্বপ্ন চাই। তাই দিলাম। 😍😍😍😍😍
সুপায়ন বড়ুয়া
“আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন ফেরি করি ,
বিলিয়ে বেড়াই নানান জনে।”
আমারে ও কিছু স্বপ্ন দাও
যদি থাকে খুশী মনে !
শুভ কামনা !
সুপর্ণা ফাল্গুনী
আছে। ধন্যবাদ দাদা আপনাকে। শুভ কামনা
নুরহোসেন
ওহে স্বপ্ন বিক্রেতা
-আমি কিনতে চাই কিছু স্বপ্ন যেগুলো তে আনন্দ বা ভয়ের কোন কিছু নাই।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা । ধন্যবাদ ভাইয়া আপনাকে
নুরহোসেন
শুভেচ্ছা রইলো।
সুরাইয়া পারভিন
স্বপ্ন নেবে, স্বপ্ন!! হরেক রকমের মিষ্টি, মজাদার, রসালো, তেতো, টক। লাল, নীল, সবুজ, হলুদ আরো কত রং বেরঙের স্বপ্ন আছে কাঁচের ঐ বয়ামে
ঐ বয়ামটা আমাকে দেবেন গো দিদি? আমার যে অনেক স্বপ্ন দরকার গো দিদি।
দারুণ লিখেছেন
সুপর্ণা ফাল্গুনী
দিবো আপু। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
প্রদীপ চক্রবর্তী
ভালো লেখনী দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা আপনাকে
জিসান শা ইকরাম
স্বপ্নরা নিজেরা নিলামে ওঠায় খুশী!
বাহ দারুন তো 🙂
শেষ প্যারাটায় মনটা গেথে গেলো ছোট দি। ফেরিওয়ালার সাথে তুলনাটা অনেক সুন্দর হয়েছে।
দিন শেষে নিঃস্ব,
ভালো লেগেছে লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই।🌹🌹🌹
সঞ্জয় মালাকার
বেশ ভালো লাগলো দিদি ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা
আসিফ ইকবাল
স্বপ্নের ফেরীওয়ালা নিজেই এক চলমান স্বপ্ন।
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও। ভালো বললেন। ধন্যবাদ ভাইয়া
আসিফ ইকবাল
স্বাগতম 🙂