
ক্ষীণ বাতাসে মিলিয়ে যায়/যাচ্ছে,
মুহূর্তে মুহূর্তে, মুহূর্তের ভ্রান্তিতে,
কাচ-ভঙ্গুর বিশ্বাসগুলো ফিরে এসে
জানলায় উঁকি দেয়;
ফিরে আসে স্বভূমিতে আবার-ও ভ্রান্তির মত;
আত্মস্থ মুহূর্তগুলো অস্থিরতা বয়ে আনে,
বিমুগ্ধতা না;
বুক পকেটে লিখে রাখা স্বপ্নগুলো থমকে দাঁড়ায়
ভারী বর্ষণ উপেক্ষায় রেখে, শুরু করে পথচলা
আলোক-রেখা বরাবর;
রুদ্ধশ্বাস আলোড়ন পেছনে ফেলে
স্বপ্নেরা আবার ডানা মেলে দীঘল মিছিলে,
হারিয়ে ফেলা গোধূলির রক্তিম বিস্তারে।
ছবি, সাবিনা ইয়াসমিন
২৯টি মন্তব্য
সুরাইয়া নার্গিস
অসাধারন লেখা ভাইয়া।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
বিশ্বাস ভেঙ্গে গেলে তা যে আর জোড়া লাগেনা, যতই আকুতি করুক ভ্রান্তি তো থাকবেই। থমকে যাওয়া স্বপ্নরা ডানা মেলে দিক, স্বপ্ন নিয়েই বাঁচি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আস্তা-খাস্তা স্বপ্নগুলো দুমদাম চালিয়ে নিতে বলছেন!
ভাল থাকবেন আপনিও।
সুপর্ণা ফাল্গুনী
“যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই ;পাইলেও পাইতে পারো অমূল্য রতন” – তাই আস্তা-খাস্তা স্বপ্ন থেকেই বের হবে অমূল্য কাব্য, কবিতা। ভালো থাকুন
ছাইরাছ হেলাল
ছাই-ছুই চৌক্ষে দ্যালে গাই-গুই না করলেই হবে! মনে রাখবেন।
হালিম নজরুল
স্বপ্ন ও বিশ্বাসগুলোকে এবার আমি কাঁচের বদলে রাবার দিয়ে নির্মাণ করব যাতে পড়ে/আঘাতে না ভাঙে, আর টানলে লম্বা হয়।
সুপর্ণা ফাল্গুনী
দারুন বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
রবার রেসিপি আমাদের সবার জন্য উন্মুক্ত করে দিন কবি,
খাওয়া-খাওয়ি করি! জাতি এমন রন্ধককেই খুঁজছে!
ভাল থেকে দ্রুত ব্যবস্থাদি নিন।
হালিম নজরুল
হা হা হা…. হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
ছাইরাছ হেলাল
হতেই হবে, কবির হা হা হা বলে কথা!
সুপায়ন বড়ুয়া
“রুদ্ধশ্বাস আলোড়ন পেছনে ফেলে
স্বপ্নেরা আবার ডানা মেলে দীঘল মিছিলে,
হারিয়ে ফেলা গোধূলির রক্তিম বিস্তারে।”
স্বপ্নরা উঁকি মারে স্মৃতির গভীরে।
মিষ্টি একখান কবিতা
দিলেন ভাই ফাটাইয়া।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আমার ভাই এত্তদিনে ফাটাফাটিতে অংশ গ্রহন করতে পেরেছে
দেখে খুব-ই আনন্দিত হচ্ছি, আটখানাও হতে পারে।
লেখা পাচ্ছি না কিন্তু।
ভাল থাকুন।
তৌহিদ
একবার বিশ্বাস ভেঙ্গে গেলে পুনরায় তা প্রতিষ্ঠা হতে সময় লেগেই যায় ভাইয়া। তারপরের আশা নিয়ে এগিয়ে যেতে হয়। মানুষতো আমরা।
ভালো থাকুন ভাইয়া।
ছাইরাছ হেলাল
আশা বাঁধি ঘর এই সিস্টেমের কথা বলতেছেন!!
অভিজ্ঞদের পরামর্শ বলে কথা!
নিরাপদে থাকুন।
শামীম চৌধুরী
খুবই চমৎকার ভাইজান।
বুক পকেটে লিখে রাখা স্বপ্নগুলো থমকে দাঁড়ায়
বাক্যটা ছিলো বাস্তবতার ঘ্রানে ভরা।
ছাইরাছ হেলাল
আমার পাখি ভাই-কে এতদিন ইট্টু ঘ্রাণ-ফ্রাণ দিতে পেরেছি।
অনেক ধন্যবাদ।
পার্থ সারথি পোদ্দার
স্বপ্নেরা এভাবেই ডানা মেলে উড়ুক দীঘল মিছিলে।মুক্তির আস্বাদ।ভালো লাগল,ভাই।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
সুরাইয়া পারভীন
হারিয়ে ফেলা রক্তিম গোধূলি
এখন বড্ড ফ্যাকাশে আর বিভৎস ধূসর
ধূসর গোধূলির আভায়
স্বপ্নেরা কি আর ডানা মেলে উড়তে পারে
ফিরতে পারে কি স্ব-মহিমায়?
কাঁচের মত টুকরো টুকরো করে
ভেঙ্গে যাওয়া বিশ্বাস ফিরে এলেও
অজস্র ক্ষত চিহ্ন নিয়ে আসে
রঙহীন ধূসর স্বপ্ন ফিরে এসে
আর কীইবা করবে এই শেষ বেলায়!!
ছাইরাছ হেলাল
ফিরে পাওয়া ফিরে আসা এই দু’এর সমন্বয় সম্ভব কী না কে জানে।
তবুও মানুষেরা স্বপ্ন দেখে স্বপ্ন আঁকে, বেঁচে যাবে এই আশায়।
সুন্দর করে আপনি সবসময়-ই বলেন।
অনেক ভাল থাকা আসুক, আপনার জন্য।
সাবিনা ইয়াসমিন
ইচ্ছে করে, স্বপ্ন গুলো উড়িয়ে দেই পাখির ডানায়,
টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পরুক সবুজের প্রান্তরে,
কিছু লেগে থাকবে আকাশের নীলে
কিছু গিয়ে মিশে যাবে দুরন্ত নদীতে,
কিছু স্বপ্ন ত্প্ত হয়ে ফুটতে থাকবে আগ্নেয়গিরির প্রবল আক্রোশে,
কিছু স্বপ্ন বয়ে যাবে পাহাড়ি ঢলে..
গুটিকয়েক স্বপ্ন টুপটাপ ঝরে পড়বে
খসে যাওয়া পাখির পালকের মতো,
বাতাসে ভেসে যাওয়া শিমুল তুলার রেণু হয়ে,
আটকে থাকবে কোন অ্যাপাচি যোদ্ধার তীক্ষ বর্শা-ফলায়।
কিছু স্বপ্ন স্বীকারোক্তি হয়ে জড়িয়ে থাকবে পাখির উষ্ণ দেহে
মায়ায়-ছোঁয়ায়- আকড়ে রাখবে আমৃত্যু ভালোবাসায়..।
ছাইরাছ হেলাল
স্বপ্নেরা থাকে স্বপ্ন ডানায়
বিশ্বাসগুলো গড়িয়ে যায় নিরুদ্দেশ-অজানায়,
প্রত্যাহিক হেলা-ফেলায়, জানি না কোথায় হারায়,
তবুও পাখ-পাখালিরা সাঁতার কাটে নীলের আকাশে;
নিরাপদে থাকুন, লিখে-টিখে!
সাবিনা ইয়াসমিন
ধুরর, এটা কি দিলেন?
স্বপ্ন এত ম্যাড়ম্যাড়ে হয় নাকি!!
ছাইরাছ হেলাল
বিশ্বাস ভেঙ্গে গেলে স্বপ্ন এমুন -ই হয়!
নিতাই বাবু
বিশ্বের উপর ভর করেই বেঁচে আছি, কবি মহারাজ। বিশ্বাস ভঙ্গ হলেই বিপদ মহাবিপদ!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।
ছাইরাছ হেলাল
এ সময়ে বিশ্বাস টিকিয়ে রাখা খুব কঠিন, তবুও বিশ্বাসের বাড়ীতে আমাদের যেতেই হয়।
আপনি ভাল থাকবেন।
নিরব সাগর
ভাল লেগেছে সব মিলে
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।