স্বপ্নের ডানা মেলা

ছাইরাছ হেলাল ১২ জুন ২০২০, শুক্রবার, ০৬:০৪:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

 

ক্ষীণ বাতাসে মিলিয়ে যায়/যাচ্ছে,
মুহূর্তে মুহূর্তে, মুহূর্তের ভ্রান্তিতে,
কাচ-ভঙ্গুর বিশ্বাসগুলো ফিরে এসে
জানলায় উঁকি দেয়;
ফিরে আসে স্বভূমিতে আবার-ও ভ্রান্তির মত;

আত্মস্থ মুহূর্তগুলো অস্থিরতা বয়ে আনে,
বিমুগ্ধতা না;
বুক পকেটে লিখে রাখা স্বপ্নগুলো থমকে দাঁড়ায়
ভারী বর্ষণ উপেক্ষায় রেখে, শুরু করে পথচলা
আলোক-রেখা বরাবর;

রুদ্ধশ্বাস আলোড়ন পেছনে ফেলে
স্বপ্নেরা আবার ডানা মেলে দীঘল মিছিলে,
হারিয়ে ফেলা গোধূলির রক্তিম বিস্তারে।

ছবি, সাবিনা ইয়াসমিন

৯১৮জন ৭০১জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ