
এক পশলা ধূসর বৃষ্টির বাঁকে
বৃষ্টিস্নাত হতে হতে ঘর্মাক্ত দেহ
নতজানু হয় বারে বারে, বিষণ্ণ/ বিষর্ম
অসহায়তায় উদভ্রান্ত-ও হয়, দীর্ঘ-দিন দীর্ঘ-রাত্রিতে,
অধরা স্বপ্ন গুলো পিছলে পিছলে যায় ঝরে পরবে বলে;
মৌন সন্ন্যাসীর ভাবনার মত অমরাবতীর
দারুণ সব ঝর্ণা/ প্রস্রবণ শুধুই জাল বোনে
স্বপ্নের মাকড়শা হয়ে;
পেত্নীদের মত আহ্লাদী হাত বাড়ায়, চমকের
হাস্যোজ্জ্বল সৌরভ পোশাকে হতবিহ্বল করে,
চিমটি কেটে দেবে সুগভীর নখরে, সবার অলক্ষে;
উদ্ভাসিত সৌন্দর্যে মুহূর্তের অখণ্ড রঙ ছড়িয়ে
ঝলমলে আলোর স্বস্তি-বৃষ্টি আসবেই, স্বতঃ প্রণোদিতে।
ছবি নেটের।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
এমন বৃস্টি আসবে কি!
অপেক্ষায় থাকি,
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আই্লে আউক, না আইলেও অসুবিধা নেই।
ধন্যবাদ।
আরজু মুক্তা
আসুক সেই কাঙ্খিত বৃষ্টি। ঝমঝমিয়ে অথবা রিমিঝিমিয়ে।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি কয়েক কাঁঠি সরেস, ঝমঝমিয়ে আবার রিমঝিমিয়ে ও !!
আপনার জন্য ও শুভ কামনা।
আরজু মুক্তা
হা হা।
সরস তো সব ব্লগারদের দেখে হইছি
ছাইরাছ হেলাল
সব গুণ নন্দদের!!
সুরাইয়া পারভীন
এতো বৃষ্টি বৃষ্টি করছেন যে
এই অসময়ে বৃষ্টিস্নাত হয়ে একা বিপত্তি বাঁধুক আর কি!
সমস্ত অন্ধকার দূর হোক
এক পশলা উজ্জ্বল ঝলমলে স্বস্তির বৃষ্টি আসুক
আবার প্রানবন্ত হয়ে উঠুক নিস্তেজ এই ধরিত্রী
ছাইরাছ হেলাল
বিপত্তি তো বাঁধতেই পারে বাঁধেও, তাই বলে আশা-আকাঙ্খার তো
গলা-টিপ দিতে পারি-না!!
ফিরছেন দেখে ভালো লাগছে, কত শত আনন্দের ভাগীদার আপনি এখানে!!
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
আমরা ও চাই সে-ই কাঙ্ক্ষিত বৃষ্টিভেজা প্রহর । যে বৃষ্টিতে ভেসে যাবে সমস্ত অন্ধকার, সমস্ত জরা-ব্যাধি। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
অবশ্যই চাই, আমাদের কাঙ্খিত আনন্দ-চাওয়াগুলো,
শত বিপত্তির মাঝেও। ভাল থাকবেন আপনি।
হালিমা আক্তার
বৃষ্টি ভালোবাসে শ্রাবনকে। এই তো শ্রাবণ এলো বলে। এবার বৃষ্টি আর বাড়ি ছাড়বে না। শুভ কামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
প্রকৃতিকে ভালোবেসেই আমারা বেঁচে থাকি। অপেক্ষা শ্রাবণের।
ভাল থাকবেন।