স্বপ্নময় স্বপ্ন জেগে আছে বলেই বেঁচে আছি, অহোরাত্রি মায়াময় স্বপ্নের চিৎকার চেঁচামেচি,
জলছোঁয়া শুচি জ্যোৎস্নার ঝিকিমিকি, বৃষ্টির চোরাচোখের উঁকিঝুঁকি, শীতের কনকনে গভীরতায় একটুখানি ওম,
লাল চাল ভাতের ধোয়া ওঠা, নিভু প্রদীপের দপ করে জ্বলে ওঠা, বিবশ প্রবাস হৃদয়ের আবারও জেগে ওঠা, বেঁচে যাওয়া,
ক্লান্ত ঘোড়া, বোবা জীবন, বিদীর্ণ বাগান, অসংখ্য তালি-তাপ্পি, হৃদ্ধ অনুভবে।
ছায়া ফেলে পাহাড়নির্জনতা বুকের গভীরে, প্রত্নরাত জেগে থাকে, জেগে থেকে স্বপ্ন দেখে,
স্বপ্ন দেখেই জাগে, ফেলে আসা মেঠো পথের হাতছানি, নূপুর বৃষ্টি, পুরনো মঠের ছায়া, সাঁঝের বেলা বুনো ফুলের আড়ি,
স্বপ্নেরও থাকে অসমান্য স্বপ্নসন্ধ্যা, স্বপ্নরাত থাকে চমৎকার সাজগোজের,
ফিরে এসে ফিরে আসি স্বপ্নের হাত ধরে গুটিগুটি পায়ে বাস্তবতার নীলাকাশের বুকে,
এক বুক মিষ্টি হাওয়া রাতভর স্বপ্নের চন্দ্রমল্লিকার সঙ্গী হব বলে,
২৪টি মন্তব্য
আবু খায়ের আনিছ
স্বপ্ন যাবে বাড়ি…………………………
ছাইরাছ হেলাল
স্বপ্নে শুধু বাড়ী কেন! কত্ত জায়গায় যাওয়া যায়…………
শাহানা আক্তার
স্বপ্নময় স্বপ্ন। দারুণ লেগেছে। স্বপ্ন আছে বলেইতো বেঁচে আছি আমরা।
ছাইরাছ হেলাল
স্বপ্নেই স্বপ্ন দেখার প্রকৃত আনন্দ, স্বপ্ন আছে বলেই আমরা আছি,
স্বপ্নেই আমরা বাঁচি।
ধন্যবাদ।
অরুনি মায়া অনু
স্বপ্ন আছে বলেই জীবনটা এখনো মূল্যহীন নয়। স্বপ্নহীন জীবন ভাবাই যায়না। যে স্বপ্ন মায়াময়, যাতে মিশে আছে মায়া, তা যে আরও জীবন্ত হয়ে যায়। একটু চিৎকার চেঁচামেচি করলেই বাকি। এতেই যে পরম উষ্ণতা, যা কঠিন শীতকেও হারিয়ে দেয়, আরও কত কি।
বাস্তবতা যতই কঠোর হোকনা কেন ফিরে ফিরে আসা স্বপ্ন সন্ধ্যা রাত্রিরা নীলাকাশের বুকে শরতের মেঘ হয়ে ভেসে যায় শান্তির পরশ বুলিয়ে।
ছাইরাছ হেলাল
চিৎকার চেচামেচি মন্দ নয়, তা আমাদের লাগেও, তবে চেচিয়ে স্বপ্ন ভঙ্গ করা ঠিক না,
স্বপ্নদেরও কিছু নিভৃত কাম-কাইজ থাকে, স্বপ্নঘোর কেটে গেলে যা আর হয়ে ওঠে না,
আবার স্বপ্নদেরও স্বপ্ন থাকে, তা কখন কোথায় কিভাবে চিড়িক দিয়ে ওঠে তা বলা যায় না,
উছলে উথলে ওঠা উচ্ছল উঁকি-ঝুঁকি স্বপ্নও আমরা এড়াতে পারি না, এড়িয়ে যাই ও না,
এবং মায়াময় স্বপ্ন আমাদের দূর বন্দরের হাতছানি দেয়।
স্বপ্নে স্বপ্ন দেখা চালু করুন।
নীলাঞ্জনা নীলা
স্বপ্নালু কবিতা নাকি স্বপ্নের উপাখ্যান? যা-ই হোক না কেন এতো স্বপ্ন চারিদিকে ছড়িয়ে আছে দেখছি! 😮
কুবিরাজ ভাই স্বপ্ন তো মনে হয় এখন একলা আপনার সম্পত্তি। 😀
ছাইরাছ হেলাল
স্বপ্ন শুধু না, স্বপ্নের স্বপ্নও ইজারা লইছি, এদিকে চোখ পাতলে খবর আছে কিন্তু!
লেখা কই লেডিগুরু!
নীলাঞ্জনা নীলা
কুবিরাজ ভাই মুই ডরাইছি।
চোখ পাতমু মানে, হেইডা কি কন!
কি ল্যাহা চান? কন সান দ্যাহি! 😀
ছাইরাছ হেলাল
ওহ্, লেখাতো দিয়েই ফেলেছেন! আর কিছু না,
নীলাঞ্জনা নীলা
😀
ছাইরাছ হেলাল
এডা কী! এসব চলিবে না!
মিষ্টি জিন
স্বপ্ন দেখুন, আরো বেশী বেশী করে দেখুন।
এই স্বপ্ন দেখেই তো বেঁচে আঁছি ।
ছাইরাছ হেলাল
আচ্ছা আরও স্বপ্নজায়লু থাকবে, তবে আপনার স্বপ্নগুলো আমাদের শেয়ার
করলে মন্দ হতো না, সব না, কিছু রাখঢাক করে যেটুকু বলা যায়!
নীরা সাদীয়া
বেশ লাগল। সুন্দর লিখেছেন।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
ব্লগার সজীব
স্বপ্ন ইচ্ছে পুরন হোক। শব্দ চাষ তো ভালই হচ্ছে 🙂
ছাইরাছ হেলাল
স্বপ্ন স্বপ্নেই থাকে, থাকুক,
চাষির কাজ চাষ করা, তাই চলছে, ফসল ভাবনা নেই কোন,
শুন্য শুন্যালয়
জেগে থেকে স্বপ্ন দেখা, স্বপ্ন দেখেই জাগা? বাহ্, এক লেখায় এতো চমৎকার শব্দের ব্যবহার, আপনার কাছে মনে হয়না এতে কিছু শব্দ অবহেলায় চোখ ফিরিয়ে নেবে, কিংবা ছলছল চোখেই তাকিয়ে দেখবে আপনাকে?
অসংখ্য তালি-তাপ্পি এই স্বপ্নগুলোর চিৎকার, এছাড়া কিছুইতো নেই স্বপ্নের, স্বপ্ন দেখা ছাড়া।
বাস্তবতার কাছ থেকে ধার করে নিয়েই কিন্তু স্বপ্ন বেঁচে আছে, বাঁচিয়ে রাখছে।
লেখাটি যেন কেমন একটা হয়েছে, সবার সব স্বপ্ন কেড়েকুড়ে নেবার মতো।
ছাইরাছ হেলাল
এত্তদিন পর এসেই বদদোয়া দেয়া ঠিক না, শব্দদের প্রতি ভালোবাসায় আকুপাকু হলে এমন হয়।
চোখ ফিরিয়ে নেবে না, কাঁদবে না, আরও এগিয়ে এসে বাঁধবে বাসা,
বাস্তবতা চুলোয় যাক, স্বপ্নেই করি বসবাস!
কাড়াকাড়ির সেই দিন আর নেই ভাইয়া,
এলেন তাহলে! শূন্যতা শূন্য করে!
নাসির সারওয়ার
সম্পূর্ণ সাদাকালো ছায়াছবি। রঙ্গিন না করে দিলে এ ছবি আমি দেখবোনা।
কতদিন ধরে চেষ্টা চালাচ্ছি, একটা সপ্ন দেখবো বলে। কিন্তু তাহারা আসবে না বলে পণ করে আছে।
আপনার শব্দ স্বপ্ন চালু থাক যদি তাতেও ছিটেফোঁটা আমাদের দিকে আসে!
ছাইরাছ হেলাল
স্পীডমানির ব্যবস্থা হলে সবই রঙ্গীন হয়ে যাবে।
আর একটু চেষ্টা করুন স্বপ্নেরা হামলে পড়ল বলে, হপে হপে,
আগুন রঙের শিমুল
স্বপ্ন আমার হাত ধরো, তোমা ছাড়া আর কে আছে বল আমার 🙂
ছাইরাছ হেলাল
বাহ্, সুন্দর মন্তব্য,
মনে রেখেছেন দেখে আনন্দিত হচ্ছি,
অবশ্যই ধন্যবাদ,
স্বপ্নেরা খুব দুষ্টু!