আজ আমি ফিরবো বলে পণ করেছি,
হারানো পথ ধরে-
চেনা কোন লোকালয়ে।
আজ আমার স্বপ্ন গুলো ফুরিয়ে যাবে না,
সৃতি গুলো মুছে যাবে না,
আজ আমার ইচ্ছে গুলো-
মরে যাবে না।
আশা গুলো আজ আঁধারে হারাবে না।
হয়তো আজ আমি আঁধার এর নিমন্ত্রণ,
গ্রহণ করবো না।
আজ হয়তো,
ভুল করে আলোয় হারাবো।
আজ আবার,
স্বপ্ন ডানায় ভর করে-
আশার আকাশে উড়ে বেড়াবো।
আজ হয়তো,
মগ্ন হবো আলোর খোঁজে।
যে আলো ফিরিয়ে দিয়েছিল-
শূন্য হাতে।
আমি আজ ফিরে যাবো,
সেই পথ এ,
যে পথ আমায় ফিরিয়ে দিয়েছিল,
আঁধারের পানে।
আজ আমি মাথা তুলে ভোর দেখবো,
আঁধার কে পিছে ফেলে,
সকল বাঁধার শেকল ভেঙ্গে-
আলোর পানে ফিরে যাবো।
গোধূলির আলোয়, আজ রাঙিয়ে নিবো-
এই আমাকে।
১৬টি মন্তব্য
শিশির কনা
সুন্দর লিখেছেন ।
রাতুল
ধন্যবাদ 🙂
মর্তুজা হাসান সৈকত
সহজ সরল সাবলীল।
রাতুল
সেটাই লক্ষ্য ছিল 🙂
ধন্যবাদ আপনাকে 🙂
খসড়া
ভাল লাগলো।
রাতুল
জেনে খুশি হলাম 🙂
নীলকন্ঠ জয়
(y) -{@
কবি রাতুলকে অভিবাদন।
রাতুল
অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা রইল। 🙂
শুন্য শুন্যালয়
ভালো লেগেছে লেখাটা ভাইয়া …সবসময়ই এমন ইচ্ছেটাই চাই…
রাতুল
হুম !! এর উত্তরেও একটা কবিতা লেখা আছে :p
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম 🙂
আদিব আদ্নান
বেশ আশাবাদি সহজ সুন্দর লেখা ।
রাতুল
হুম। সহজ রাখতেই চেষ্টা করেছি 🙂
ধন্যবাদ 🙂
প্রিন্স মাহমুদ
ঐ মিয়া লিখো ক্যামনে ? (y)
রাতুল
ভাবি, অনুভব করি, তারপর টাইপ করি অথবা ডায়েরি তে লিখি কলম দিয়ে :p :p
জিসান শা ইকরাম
আলোর পথে যাত্রা শুভ হোক
কবিতা ভালো লেগেছে ।
রাতুল
ধন্যবাদ 🙂 🙂