তোমার সফেদ কচি স্তন বিদ্যুৎ বাতাসে কেঁপে উঠে
শহীদ প্রেমিক হয়ে হঠাৎ হৃদয় ক্যাৎরে ওঠে ,
আততায়ীর অতর্কিত আক্রমণের ছুরি , কেউ কি ভোলে ?
বিপ্লবী গার্লস স্কুলের সামনে প্রেমিকের হাড় টলে পড়ে ।
আঁধারের আড়াল থেকে যেসব অশ্লীল শব্দ
ছুঁড়ে মারি তোমার বুকে –
রঙ্গমঞ্চের বাতি নিভিয়ে দিয়ে,
অনিদারুন কামে উপবিষ্ট , অনভ্যস্ত জিহ্বা নিয়ে
চুমুর ফোয়ারা ছোটায় বিহ্বল কোন জনস্রোত ।
চুরট ধরিয়ে মুখে অবহেলায় বালিকার দিকে
ছুঁড়ে দেই তুষারমোড়া কিছু টাকা ।
নিশ্চিত জানি পরিচিত শহরের আশেপাশে এইসব
বালিকার থাকে আবাল্য অচেনা কোন ভূগোল এর ম্যাপ ।
নির্বিকার , নোংরা আঙ্গুল একটা হৃদয় হারানোর বদলে
বারেবার অসহায় হয়ে ব্যারিকেড পার হয় ।
স্যালুট তোমাকে হে বালিকা , হৃদয় ভাঙ্গার মধুর প্রতিশোধ
প্রেমের ছলনায় শসার মতো কোন হলুদ ধর্ষণ ।
তোমার চুল , চিবুকের তিল , উরুর মাংসভরা মসৃণতা
স্তনের চোখা বৃষ্টিধারা আমার নয় –
তোমার চোখের কাউন্টারে থেকে নীল জলের
এই যৌবনের আমন্ত্রন ছিল রেশনের দোকানের মতো ।
জোয়ার ভাটার এই জুয়ার পরিণতি আমার
একান্তই সোফাসেট , আলমারির মতোই আমার ।
প্রেমিকের অসহায় তৃষ্ণাগুলো আমার , একান্তই আমার ।
* মাঝে মাঝে ভাবি , একান্ত বাসনাগুলো নিয়ে শব্দের ঝড় তুলি , কিন্তু হয়না এমনটা ।
কলম ধরার পর নিয়ন্ত্রন আর নিজের মাঝে থাকেনা । এটা তেমনই একটা লেখা ।
সমালোচনা করলে জবাব দিতে পারব না এই কারনে ।
শুভেচ্ছাসহ ,
প্রিন্স মাহমুদ
৯/১৯/২০১৩
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি নিজের কথা নিজের মত করেই বলবেন ,
এতে সমালোচনার কিছুই নেই ।
ভালোবাসার অব্যক্ত যন্ত্রণার বহিঃপ্রকাশ ভালোই হয়েছে ।
প্রিন্স মাহমুদ
হাহাহাহাহাহাহ । আমি আসলে এত ভেবে লিখিনি ।
নিশিথের নিশাচর
অনেক কঠিন শব্দ রাশি… ভালো লেগেছে।
প্রিন্স মাহমুদ
শুকরিয়া ভাই । ভাল লাগাটাই আসল ।
খসড়া
-:- :@
প্রিন্স মাহমুদ
রাগ করেনা ভাইটি , চকোলেট কিনে দেব
জিসান শা ইকরাম
একটি লেখায় সমালোচনা থাকতেই পারে
লেখক চিন্তা আবেগ দিয়ে লিখেন , পাঠক হয়ত তা অন্য চিন্তায় পড়েন , যার ফলে সমালোচনা ।
পাঠককে একটি লেখা বুঝানোর দায় কিন্তু লেখকের
নিয়মিত লেখা , লেখকের লেখাকে বুঝতে সহযোগিতা করে।
ভালো লিখেছেন। লিখতে থাকুন।
একটি ছোট্ট অনুরোধ কেবল – কিছু পিচ্চি পাচ্ছাও এই সোনেলার নিয়মিত পাঠক 🙂
প্রিন্স মাহমুদ
আপনার অনুরোধ রাখবো । মাঝে মাঝে উত্তর আধুনিক কবি হতে ইচ্ছে করে তাই এমন লিখি 🙂 ভাল থাকবেন ।
আদিব আদ্নান
বিরাট বিশাল যন্ত্রণার বোঝা বহন করছেন দেখছি ।
সুন্দর লিখছেন ।
প্রিন্স মাহমুদ
যন্ত্রনার শেষ নাই বন্ধু । এটা শুরু হলে শেষ হয়না ।
ব্লগার সজীব
অসাধারণ হয়েছে -{@ (y)
প্রিন্স মাহমুদ
অনেক ধন্যবাদ । অনেক । ভাল থাওবেন