
দীর্ঘ আটটি বছর পেরিয়ে ২০২০ সালের সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ সোনেলা পদার্পণ করেছে নবমবর্ষে। সোনেলার জন্মদিনে আমাদের ব্লগারগণ সোনেলার প্রতি নিজেদের ভালোবাসা ব্যক্ত করে যেসব লেখা দিয়েছেন, সোনেলার কাছে তার প্রত্যেকটি লেখাই এক একটি রত্ন, অমূল্য সম্পদ। যে অকৃত্রিম ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি এ বন্ধনকে কোনও নাম দিয়েই প্রকাশ করা সম্ভব নয়।
প্রিয় পাঠক, সোনেলার জন্মদিন উপলক্ষে ব্লগারদের নিজস্ব অনুভূতি ব্যক্ত করে পোষ্টকৃত লেখাগুলি থেকে আমার ভালোলাগা কিছু চৌম্বক অংশ আপনাদের সাথে শেয়ার করছি-
সোনেলার জন্মদিনে ব্লগার মনির হোসেন মমি প্রথম পোষ্ট দিয়েছিলেন। ভাবী সাহেবার সাথে সোনেলাকে নিয়ে করা খুনসুটির কথোপকথন উল্লেখ করে “সোনেলা”-শুভ জন্মদিন তোমার শিরোনামে তিনি বলেছিলেন-
“প্রায় সাত বছর পর বউ জানল এতোদিন চুপি চুপি যে প্রেম করে চলেছি, যার সাথে সে আর কেউ নয় সবার প্রিয় আমাদের এই সোনেলা ব্লগ পরিবারের সাথে। তার জন্মদিনে বউ আমার স্পেশাল উইস জানিয়ে বলল আমাকে নাকি বিশেষ জরিমানা করাবে! এতোটা বছর কেন তাকে জানাইনি এই পরিবার ছাড়াও আমার আরেকটি পরিবার আছে- যার নাম ” সোনেলা ব্লগ”।”
ব্লগার বন্যা লিপি আজ জন্মদিন তোমার শিরোনামে লিখেছিলেন –
“সোনেলার সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে প্রত্যেক লেখক তার পোষ্টের পরে মন্তব্যে প্রতি মন্তব্যে একে অন্যের “আমরা আমরাইতো” বলেই পরিবারের সদস্য হয়ে যান। লেখার গুরুত্ব অনুধাবনে করা মন্তব্য একেকটা লেখাকে দেন এক উচ্চমাত্রা। এখানে কেউ কাউকে খাটো করে দেখবার কোনো হীনমন্যতা কাজই করেনা কারো মনে। এক কথায় স্ববান্ধব প্রীতি সকলের তরে সকলে আমরা।”
ব্লগার মজিবর রহমান শ্রদ্ধার্ঘ শিরোনামে লিখেছিলেন-
“সবুজ ঘাসের বুকে সোনেলা রবে
সোনালী ফসল সোনেলা ফসল ফলাবে
সোনেলায় ষড়ঋতু জাগ্রত রবে
গল্প কবিতা অনুগল্প কাব্য রচিবে।”
ব্লগার সুপর্ণা ফাল্গুনী শুভ জন্মদিন সোনেলা শিরোনামে লিখেছিলেন-
“আজ ২৩শে সেপ্টেম্বর,
আজ শুভ জন্মদিন তোমার।
কত শত লেখক, কবিবর লিখে যায় প্রাণের শব্দভান্ডার,
হাসিমুখে বরণ করো নবীন লেখক, কবি, ছড়াকার।
সবার মন্তব্যের ভাঁজে থাকে অনুপ্রেরণা, আশীর্বাদের ঝড়-
নবীন-প্রবীণ ব্লগারগণ সোনেলায় মিলেমিশে হয় একাকার।”
ব্লগার ছাইরাছ হেলাল নবম বর্ষে পদার্পনে শুভেচ্ছা সবাইকে শিরোনামে লিখেছিলেন-
“প্রশান্ত হৃদয়ের জলসিড়িতে জেগে থাকা আনন্দ-জীবন
সবুজে শ্যামলে জ্বল-জ্বল করে জ্বলে নিরাকারে নির্বিরোধে।
বদল-প্রবণ জীবনের শেষ বসতি, বন্ধনের আপনাপন ঘরবাড়ি
আমাদের এ সোনেলা পরিবারে।”
ব্লগার তৌহিদ আজ সোনেলার জন্মদিন শিরোনামে লিখেছিলেন-
” আজ সোনেলার জন্মদিন। সোনেলার জন্মদিনে আনন্দে বিহ্বল হয়ে সোনেলার মাঠে নিজের রুমাল বিছিয়ে দিয়েছি। আমার সাথে লুকোচুরি খেলা মহীরুহের সে সোনালী আলোকছটার মাধুরীকে মনে হয় এই আছে এই নেই। সোনেলার আকাশ বীণায় আজ গৌড়-সারঙ্গের আলাপন। তার জন্মদিনে এটাইতো আমাদের পরম প্রাপ্তি।”
ব্লগার আলমগীর সরকার লিটন শুভ জন্মদিন সোনেলা শিরোনামে লিখেছেন-
“২৩শে সেপ্টেম্বর তোমার ঘরে-
দেখি হাজার ফুলেলের সুবাস ছড়ে পরছে রঙিন;
কত শত কবি সাহিত্যিক ভালবাসা!
দিচ্ছে লাল নীল বেগুনী সবুজ রঙে শুভেচ্ছা বার্তা;
আমি কমতী কিসের জানাই শুভ
জন্মদিন- সোনেলা একরাস ভালবাসার বন্দনা-“
ব্লগার সামশুল মাওলা হৃদয় শুভ জন্মদিন শিরোনামে লিখেছেন –
“আজ এই “সোনেলা” বিশেষ দিনে যদি “সোনেলা” কে নিয়ে না লিখতে পারি তবে কেমন লেখক আমি? আজ ২৩ শে সেপ্টেম্বর ২০২০ইং “সোনেলা” অষ্টম তম জন্মদিন শুভ জন্মদিন “সোনেলা”
জন্মদিনে শুভেচ্ছা নিও।”
ব্লগার সুপায়ন বড়ুয়া শুভ হোক সোনেলার জন্মদিন ! শিরোনামে লিখেছেন-
“নব প্রাণের আনন্দে হিমেল হাওয়ায়
শরৎ অবগাহনে তারুণ্যের উন্মাদনায়
রৌদ্র উজ্জ্বল কোন এক বিকেল বেলায়
এক ঝাঁক কপোত কপোতির মধু গুঞ্জনে
গুণমুগ্ধ লেখকের অপরূপ মিলন মেলায়
আলো ঝলমলে তারায় উদ্ভাষিত একটি দিন
প্রিয়তমা সোনেলা আজ তোমার জন্মদিন।”
ব্লগার শামীম চৌধুরী আমি ৯ বছরে পা রাখলাম। শিরোনামে লিখেছেন –
“আমি সোনেলার কাছে কৃতজ্ঞ। সোনেলায় আসতে পেরে ধন্য। সোনেলা আমাকে যে ভাবে সকলের কাছে একজন পাখি বিশারদ ও গবেষক হিসাবে তুলে ধরেছে তাতে আমি ঋনী। আজ সোনেলায় না জড়ালে আমার পরিশ্রম ও কাজের সফলতা যেমন কেউ জানতে পারতেন না, তেমনই আমি সোনেলা উঠোনের কাউকে চিনতাম না। যাদের সঙ্গে আমার পরিচয় ঘটেছে তারা সবাই আমার উর্ধ্বে। আমার কাছে সম্মানীয় ও আস্থাভাজন। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সমর্থন ও সহযোগিতার জন্য। সঙ্গে সঙ্গে সোনেলার ভালোবাসায় সিক্ত হয়ে রইলাম।”
ব্লগার সুরাইয়া পারভীন জন্মদিনে কী দেবো তোমায় উপহার শিরোনামে লিখেছেন –
“ওহে প্রিয়, প্রিয়তম সোনেলা
তোমার/তোমাদের এই সুন্দর সু-সজ্জিত,
উজ্জ্বল ঝলমলে আলোক মঞ্চে বড্ড বেমানান
এক অনাহুত আগন্তুক আমি’কে সদলবলে-
গ্ৰহণ করে আশ্রয় দিলে তব হৃদয় আঙ্গিনায়;
শত সহস্র ঋণে করলে ঋণী আমায়!”
ব্লগার সঞ্জয় মালাকার প্রিয় সোনেলা,, শিরোনামে লিখেছেন –
প্রিয় সোনেলা,
অন্তরে নয় তোমার হৃদয়ে
ভালোবেসে তুমি আশ্রয় দাও
তোমার পদতলে……
মিথ্যে আশায় নয়
তোমার কঠিন প্রেমে
সিক্ত হবো ব্যথার জলে
তুমি আশ্রয় দাও
তোমার পদতলে……..
রাজপ্রাসাদে নয়
তোমার মমতার বন্ধনে”
ব্লগার ইঞ্জা নবম বর্ষে সোনেলার পদার্পণে সবাইকে শুভেচ্ছা শিরোনামে লিখেছেন-
“সোনেলা গতকাল নবম বর্ষে পদার্পণ করেছে, এই পথ এতো সহজও ছিলোনা সোনেলার জন্য, কণ্টকাকীর্ণ সেই পথ ফেলে এক পা দুপা করে সোনেলা শুরু করেছে তার নবম বর্ষ এবং ইনশা আল্লাহ আপনারা যারা সোনেলার ব্লগার আছেন, তাদের নিয়েই সোনেলা নিশ্চয় আরও যুগ যুগ পথ চলবে, তার সামনে যত ঝড়-ঝঞ্ঝা আসুক, সোনেলা এগিয়ে যাবে বীরদর্পে।”
ব্লগার রোকসানা খন্দকার রুকু মন খারাপের দিনগুলি! শিরোনামে নিজের অনুভূতিতে লিখেছেন-
“সোনেলা আমার অল্প সময়ের হলেও মনে হচ্ছে দীর্ঘ দিনের, প্রেম, ভালোবাসা,ভালোলাগা। তাতে লিখতে পারছি না অথচ ভেবে রেখেছিলাম জন্মদিনে ফাটাফাটি কিছু একটা লিখব। সবারটা পড়ব,কমেন্ট করব কিচ্ছু হল না। মাথা কাজ করছে না। কমেন্ট করতে গেলেই উল্টাপাল্টা কথা লিখে ফেলছি। স্বান্তনা একটাই এটা আমার পরিবার।পাগলামী করলেও কেউ পাগল বলবে না। তাই স্বান্তনা, ভালোলাগা, ভালোবাসা সব কুড়োতে চলে এলাম।”
ব্লগার উর্বশী সোনেলার জন্মদিন। (অষ্টম পেরিয়ে নবমে পা ) শিরোনামে লিখেছেন –
“প্রথম ধাপে পছন্দ,পরে তীব্রতায় কাছে পেতে চাওয়া,
স্বচ্ছলতা ফিরে আসে, ক্রমে ক্রমে পরিপূর্ণ হওয়া।
নিজের স্বপ্নের কাছে এভাবেই জয়ী হয় সোনেলা।
শূন্যতাকে জনস্রোতে ধারণ করে চলে সোনেলা।
তীব্রতা তাড়িত করে কেটে গেছে আট টি বছর।
মনে হয় এই তো কিছু আগে একটি শালিক এসে ঝিলের রঙিন জলে স্নান শেষে রোদ্দুরে মেলেছে ভেজাচুল।
একটি হিজল পাতাও ভেসে যাচ্ছে স্বচ্ছ জলের স্রোতে।
মনের ভিতর থেকে উদ্ভাসিত হলো সোনেলাকে,
এক অদ্ভুত ভালো লাগা,এক অবিশ্বাস্য স্বপ্নভূমি।
নিজের ইচ্ছে ডানার চেতনার বিচরণ এই সোনেলায়।”
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
শুভ ব্লগিং।
সোনেলা ব্লগের নবম বর্ষে পদার্পণ এবং জন্মোৎসব উৎযাপনের সাফল্যগাঁথা- ১
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সময় জড়িয়ে নিচ্ছে সময়ের নিয়মে
সোনেলার সোনারা সোনেলাকে হৃষ্ট করে চলছে
আপনাপন ভেবে।
তৌহিদ
সোনেলার সোনালি আলোয় উদ্ভাসিত হোক সকলের জীবন এটাই কামনা।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর একটা ব্যতিক্রম পোষ্ট তৌহিদ দা স্যালুট জানাই
তৌহিদ
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া জন্মশতবার্ষিকীর লেখাগুলো আবার মনে করিয়ে দেবার জন্য। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সতত
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা রইলো আপু। ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
সোনেলার জন্মদিন নিয়ে
সবার লেখাগুলোর চৌম্বক অংশগুলো
দেখার সুযোগ করে দেয়ার জন্য।
ধন্যবাদ। শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন এটাই প্রার্থনা।
রোকসানা খন্দকার রুকু
পুরোনো লেখা পড়তে আগের থেকে বেশিই ভালো লাগে।
সবার অনুভূতি পড়েছিলাম কিন্তু সে সময় বোধহয় তারাহুরো থাকে। এখন পড়তে নতুন লাগছে ভাইয়া।😍😍
আমি সময় পেলেই চলে আসি ব্লগে। লেখা না পেলেই বুকের ভেতরটা আঁতকে উঠে। তারাতারি লিখতে বসে যাই যেন ডুবে যাবার আগের চেষ্টা। যেমন পারি লিখে ফেলি। 😜😜
অনেক লেখা দেখে মনটা চনমনে হয় বিশেষ করে প্রিয় মানুষের। নিজের জবাব দিতে ভুলে যাই। প্রচন্ড বাসের ভীরের চাপাচাপি ভালোই লাগে।
এমন উদ্যোগ প্রশংসনীয়॥ থাকি আমরা সবাই আমাদের পরিবারে আত্নায় আত্না মিশিয়ে।💙💙💙
শুভ কামনা ভাই।
তৌহিদ
ব্লগে আপনার বিচরন প্রশংসনীয়। এভাবেই পাশে থাকুন আপু।
শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
বন্যা লিপি
অসংখ্য ধন্যবাদ ভাই। প্রতিসময়ে আপনার কষ্ট চেষ্টা সময়, এই যুগপৎ পরিশ্রম দৃষ্টান্তমূলক সবার কাছে। চমৎকার এবং মূল্যবান পোষ্ট।
তৌহিদ
ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
রেজওয়ানা কবির
সবার লেখাগুলো একসাথে পড়তে পেরে খুবই ভালো লাগল।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দরভাবে লেখাগুলো আনার জন্য। সোনেলা এগিয়ে যাক এই কামনা।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ অশেষ। শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
খুব সুন্দর পুনরায় পড়ে নিলাম।
তৌহিদ
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
আরজু মুক্তা
স্মৃতিরাই জেগে থাকে নির্ঘুম নিশ্চুপ ঐ রাতের মায়ায়।
আপনাকে ধন্যবাদ, এতো সুন্দর করে তুলে ধরার জন্য।
তৌহিদ
শুভকামনা আপনার জন্যেও আপু। ভালো থাকুন।
প্রদীপ চক্রবর্তী
সোনেলায় থাকুক স্মৃতিরা জাগরিত হয়ে।
খুবি ভালো বিষয় তুলে ধরলেন,দাদা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকুন।
মনির হোসেন মমি
কষ্টসাধ্য পোষ্টের জন্য অবশ্যই কৃতজ্ঞ প্রিয় তৌহিদ ভাইয়া। সবাইকে শুভ কামনা।
তৌহিদ
মন্তব্যে অনেক ভালোলাগা ভাইয়া। শুভকামনা রইলো।
শামীম চৌধুরী
সুন্দর করে গুছিয়ে লিখেছো। দারুন পোষ্ট।
শুভ কামনা রইলো।
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়।
জিসান শা ইকরাম
আপনার কষ্টসাধ্য পোষ্টে দেয়া লেখাগুলোর শিরোনাম এবং সংক্ষেপে পোষ্ট সম্পর্কে বর্ননায় মনে পরে গেলো সোনেলার জন্মদিনে সবার পোষ্টের কথা।
সোনেলা বেঁচে থাকুক সবার হৃদয়ে।
শুভ কামনা আপনার জন্য।
তৌহিদ
সবার লেখাগুলি একজায়গায় করে রাখলাম ভবিষ্যতে যাতে পাঠকেরা সহজেই খুঁজে নিতে পারেন। লেখাগুলি সোনেলার অমুল্য সম্পদ।
আপনিও ভালো থাকুন ভাই। শুভকামনা রইলো।